ETV Bharat / bharat

Lucknow Woman : শিবকে বিয়ে করার গোঁ ! কৈলাস পাহাড়ের কাছে 'তপস্যা' লখনউয়ের মহিলার

author img

By

Published : Jun 4, 2022, 12:00 PM IST

কৈলাস পর্বতের কাছাকাছি ভারত-চিন সীমান্ত লাগোয়া নভিদাং'য়ের নিয়ন্ত্রিত এলাকায় চড়ে বসেছেন লখনউয়ের এক মহিলা ৷ হরমিন্দর কর নামে ওই মহিলা চান শিবকে বিয়ে করতে (Woman from Lucknow wants to marry lord Shiva) ৷

Lucknow Woman Bizarre Incident
শিবকে বিয়ে করতে চেয়ে কৈলাসের কাছাকাছি দুর্গম এলাকায় পাড়ি লখনউয়ের মহিলার

লখনউ, 4 জুন : তিনি নাকি পার্বতীর এক অবতার ! তাই দেবাদিদেব মহাদেবকে বিয়ে করতে চান ৷ এই মর্মে কৈলাস পর্বতের কাছাকাছি ভারত-চিন সীমান্ত লাগোয়া নভিদাং'য়ের দুর্গম এলাকায় চড়ে বসেছেন লখনউয়ের এক মহিলা ৷ হরমিন্দর কর নামে ওই মহিলাকে নিয়ন্ত্রিত এলাকা থেকে নামিয়ে আনতে গিয়ে শূন্য হাতে ফিরতে হয়েছে পুলিশকে (Woman from Lucknow wants to marry lord Shiva) ৷

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, সম্প্রতি শিবকে বিয়ে করার গোঁ ধরে বসে থাকা ওই মহিলাকে নভিদাং'য়ের নিয়ন্ত্রিত এলাকা থেকে নামাতে পিথোরাগড় থানার পুলিশ পৌঁছেছিল সেখানে ৷ কিন্তু দুঃসহ অভিজ্ঞতার সাক্ষী থাকতে হয়েছে তাদের ৷ পুলিশ তাঁকে সেখান থেকে নামানোর চেষ্টা করলে আত্মহত্যার হুঁশিয়ারি দেন হরমিন্দর ৷ শেষমেশ মহিলার হুঁশিয়ারিতে পিছু হটতে বাধ্য হয় পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, আলিগঞ্জ নিবাসী হরমিন্দর কর মা'য়ের সঙ্গে গুঞ্জি (মানস সরোবরের কাছাকাছি) বেড়াতে যাবেন বলে সম্প্রতি ধারচুলার ওই নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করার বিশেষ অনুমতি গ্রহণ করেন ৷ 15 দিনের সেই অনুমতির মেয়াদকাল গত 25মে শেষ হয়ে গেলেও এখন তিনি ওই এলাকা ছাড়বেন না বলে জেদ ধরে রয়েছেন মহিলা ৷

আরও পড়ুন : নিজেকেই ভালবেসে বিয়ে, ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে গুজরাতের ক্ষমা

প্রাথমিকভাবে তিন সদস্যের একটি টিম মানসিক ভারসাম্যহীন মহিলাকে নামাতে গিয়ে ব্যর্থ হয়ে ফেরার পর এবার বড় পরিসরে চিন্তা-ভাবনা করছে পিথোরাগড় পুলিশ স্টেশন ৷ পিথোরাগড় পুলিশ সুপার সংবাদসংস্থাকে জানিয়েছেন, পরবর্তীতে 12 সদস্যের একটি দল আমরা মহিলাকে নামিয়ে আনার জন্য পাঠানোর ব্যবস্থা করছি ৷ যে দলে একজন চিকিৎসকও থাকছেন বলে জানা গিয়েছে ৷

লখনউ, 4 জুন : তিনি নাকি পার্বতীর এক অবতার ! তাই দেবাদিদেব মহাদেবকে বিয়ে করতে চান ৷ এই মর্মে কৈলাস পর্বতের কাছাকাছি ভারত-চিন সীমান্ত লাগোয়া নভিদাং'য়ের দুর্গম এলাকায় চড়ে বসেছেন লখনউয়ের এক মহিলা ৷ হরমিন্দর কর নামে ওই মহিলাকে নিয়ন্ত্রিত এলাকা থেকে নামিয়ে আনতে গিয়ে শূন্য হাতে ফিরতে হয়েছে পুলিশকে (Woman from Lucknow wants to marry lord Shiva) ৷

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, সম্প্রতি শিবকে বিয়ে করার গোঁ ধরে বসে থাকা ওই মহিলাকে নভিদাং'য়ের নিয়ন্ত্রিত এলাকা থেকে নামাতে পিথোরাগড় থানার পুলিশ পৌঁছেছিল সেখানে ৷ কিন্তু দুঃসহ অভিজ্ঞতার সাক্ষী থাকতে হয়েছে তাদের ৷ পুলিশ তাঁকে সেখান থেকে নামানোর চেষ্টা করলে আত্মহত্যার হুঁশিয়ারি দেন হরমিন্দর ৷ শেষমেশ মহিলার হুঁশিয়ারিতে পিছু হটতে বাধ্য হয় পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, আলিগঞ্জ নিবাসী হরমিন্দর কর মা'য়ের সঙ্গে গুঞ্জি (মানস সরোবরের কাছাকাছি) বেড়াতে যাবেন বলে সম্প্রতি ধারচুলার ওই নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করার বিশেষ অনুমতি গ্রহণ করেন ৷ 15 দিনের সেই অনুমতির মেয়াদকাল গত 25মে শেষ হয়ে গেলেও এখন তিনি ওই এলাকা ছাড়বেন না বলে জেদ ধরে রয়েছেন মহিলা ৷

আরও পড়ুন : নিজেকেই ভালবেসে বিয়ে, ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে গুজরাতের ক্ষমা

প্রাথমিকভাবে তিন সদস্যের একটি টিম মানসিক ভারসাম্যহীন মহিলাকে নামাতে গিয়ে ব্যর্থ হয়ে ফেরার পর এবার বড় পরিসরে চিন্তা-ভাবনা করছে পিথোরাগড় পুলিশ স্টেশন ৷ পিথোরাগড় পুলিশ সুপার সংবাদসংস্থাকে জানিয়েছেন, পরবর্তীতে 12 সদস্যের একটি দল আমরা মহিলাকে নামিয়ে আনার জন্য পাঠানোর ব্যবস্থা করছি ৷ যে দলে একজন চিকিৎসকও থাকছেন বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.