ETV Bharat / bharat

পুলিশি গাফিলতির অভিযোগ, ছেলের সামনেই আত্মহ্য়াতর চেষ্টা মায়ের

তিনি অভিযোগ করেছেন, পরিবারের সদস্য়রা তাঁর উপার্জনের সঞ্চয় যথেচ্ছভাবে খরচ করছে ৷ তবে, পুলিশ সে নিয়ে বিশেষ কোনও ব্য়বস্থা নেয়নি ৷ আর তারপরেই ছেলের সামনেই আত্মহত্য়ার চেষ্টা করেন তিনি ৷ ওই মহিলা বেঙ্গালুরুর গল্ফ কান্ট্রিজ়ে গত 5 বছর ধরে পরিচারিকার কাজ করতেন ৷

woman-films-self-attempt-to-commit-suicide-with-her-son-onlooking
পুলিশি গাফিলতির অভিযোগ, ছেলের সামনেই আত্মহ্য়াতর চেষ্টা মহিলার
author img

By

Published : Nov 22, 2020, 6:34 PM IST

বেঙ্গালুরু, 22 নভেম্বর : তাঁর দায়ের করা অভিযোগের কোনও তদন্ত করেনি পুলিশ ৷ এই অভিযোগে সন্তানের সামনেই আত্মহত্য়ার চেষ্টা করলেন এক মহিলা ৷ আর সেই ভিডিয়ো এবার ভাইরাল হল সোশাল মিডিয়ায় ৷ আর তার জেরেই নড়েচড়ে বসলো বেঙ্গালুরু পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর অরুণদ্ধতি নগরে ৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা ৷

পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে ওই মহিলা তাঁর মা রফিকা বেগম, ভাই জাফর এ তার স্ত্রী শমিনা এবং বড় বোন আয়েশা বানু ও তার ছেলে সৈয়দ খলিলের বিরুদ্ধে পুলিশে একটি অভিযোগ দায়ের করেন ৷ যেখানে তিনি অভিযোগ করেছেন, পরিবারের সদস্য়রা তাঁর উপার্জন থেকে করা সঞ্চয় যথেচ্ছভাবে খরচ করছে ৷ তবে, পুলিশ সে নিয়ে বিশেষ কোনও ব্য়বস্থা নেয়নি ৷ আর তারপরেই ছোট ছেলের সামনেই আত্মহত্য়ার চেষ্টা করেন তিনি ৷ ওই মহিলা বেঙ্গালুরুর গল্ফ কান্ট্রিজ়ে গত 5 বছর ধরে পরিচারিকার কাজ করতেন ৷ পুলিশি এই নিষ্ক্রিয়তার কারণে আত্মহত্য়ার মত চরম পথ তিনি বেছে নিচ্ছেন বলে সেই ভিডিয়োতে অভিযোগ করেছেন ওই মহিলা ৷

বর্তমানে ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে ৷

বেঙ্গালুরু, 22 নভেম্বর : তাঁর দায়ের করা অভিযোগের কোনও তদন্ত করেনি পুলিশ ৷ এই অভিযোগে সন্তানের সামনেই আত্মহত্য়ার চেষ্টা করলেন এক মহিলা ৷ আর সেই ভিডিয়ো এবার ভাইরাল হল সোশাল মিডিয়ায় ৷ আর তার জেরেই নড়েচড়ে বসলো বেঙ্গালুরু পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর অরুণদ্ধতি নগরে ৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা ৷

পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে ওই মহিলা তাঁর মা রফিকা বেগম, ভাই জাফর এ তার স্ত্রী শমিনা এবং বড় বোন আয়েশা বানু ও তার ছেলে সৈয়দ খলিলের বিরুদ্ধে পুলিশে একটি অভিযোগ দায়ের করেন ৷ যেখানে তিনি অভিযোগ করেছেন, পরিবারের সদস্য়রা তাঁর উপার্জন থেকে করা সঞ্চয় যথেচ্ছভাবে খরচ করছে ৷ তবে, পুলিশ সে নিয়ে বিশেষ কোনও ব্য়বস্থা নেয়নি ৷ আর তারপরেই ছোট ছেলের সামনেই আত্মহত্য়ার চেষ্টা করেন তিনি ৷ ওই মহিলা বেঙ্গালুরুর গল্ফ কান্ট্রিজ়ে গত 5 বছর ধরে পরিচারিকার কাজ করতেন ৷ পুলিশি এই নিষ্ক্রিয়তার কারণে আত্মহত্য়ার মত চরম পথ তিনি বেছে নিচ্ছেন বলে সেই ভিডিয়োতে অভিযোগ করেছেন ওই মহিলা ৷

বর্তমানে ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.