রেওয়া, 4 অক্টোবর: ডায়ারিয়া আক্রান্ত রোগীদের রাস্তায় ফেলে চলে গেল অ্যাম্বুলেন্সচালক ৷ তার জেরেই বেঘোরে প্রাণ হারালেন এক মহিলা ৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের রেওয়ায় ৷ মঙ্গলবার পুলিশ সূত্রে এই খবর জানা গিয়েছে ৷ এদিন একই পরিবারের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁরা অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে 108 নম্বরে ফোন করেন ৷ অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে ওই তিন রোগীকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয় ৷
খানিক দূর যাওয়ার পর অ্যাম্বুলেন্স চালকের মনে হয়, ডায়ারিয়া সংক্রামক রোগ ৷ সহজেই ছড়িয়ে পড়বে ৷ সে নিজেও আক্রান্ত হতে পারে। অভিযোগ, এরপরই সে গায়ের জোর ওই তিন রোগীকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে রাস্তার ধারে ফেলে দেয় ৷ পরে অ্যাম্বুলেন্সটি নিয়ে সেখান থেকেও চলে যায় ৷ এদিকে ডায়ারিয়ায় আক্রান্ত এক মহিলার রাস্তার ধারেই বিনা চিকিৎসায় মৃত্যু হয় ৷
পুলিশের কাছে এই খবর পৌঁছয় ৷ তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় ৷ দু'জন রোগীকে তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরিবারের সদস্যরাও এই মর্মান্তিক ঘটনার খবর পান ৷ তারা একটি কোনও রকমে একটি অস্থায়ী স্ট্রেচার তৈরি করেন ৷ তাতে ওই মৃতদেহটি নিয়ে কয়েক কিলোমিটার পথ হেঁটে বাড়ি আসেন পরিবারের বাকি সদস্যরা ৷ এই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷
ওই গ্রামটিতে ডায়ারিয়া হওয়া নিয়ে সিএমএইচও বা প্রধান স্বাস্থ্য আধিকারিক ডাঃ কেএল নামদেব বলেন, "দুপুর 1.30 মিনিট নাগাদ সাংসদ জনার্দন মিশ্রের কাছ থেকে খবর পাই, গ্রামে ডায়ারিয়া ছড়িয়ে পড়েছে ৷ খবর পাওয়া মাত্র স্বাস্থ্য আধিকারিকদের একটি বিশেষ দল গঠন করা হয়েছে ৷ তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে ৷ যে কেউ ডায়ারিয়া আক্রান্ত হলে, তাঁকে প্রথমেই হাসপাতালে ভরতি করে চিকিৎসার ব্যবস্থা করা হবে ৷"
এদিকে, অ্যাম্বুলেন্স চালকের আচরণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সিএমএইচও জানান, ঘটনার তদন্ত চলছে ৷ দোষী সাব্যস্ত হলে, তাঁকে কঠিনতম সাজা দেওয়া হবে ৷ তবে বিনা চিকিৎসার জেরেই মহিলার মৃত্যু হয়েছে কিনা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান ৷ তাঁর দাবি, এধরনের কোনও খবর তাঁর জানা নেই ৷
আরও পড়ুন: ইনসাস রাইফেল থেকে গুলি! ইভিএমের নিরাপত্তায় থাকা জওয়ানের 'আত্মহত্যা'