ETV Bharat / bharat

পটনার মেরিন ড্রাইভে বন্ধুর সঙ্গে ভিডিয়ো শুট মহিলা কনস্টেবলের, আচমকা ধেয়ে এল গুলি

Woman Constable Shot In Patna: পটনার মেরিন ড্রাইভে বন্ধুর সঙ্গে ভিডিয়ো শুট করার সময় হঠাৎ গুলিবিদ্ধ হলেন মহিলা কনস্টেবল ৷ তিনি বর্তমানে চিকিৎসাধীন, তবে আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

Woman Constable Shot In Patna
গুলিবিদ্ধ মহিলা কনস্টেবল
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 7:51 PM IST

পটনা, 21 ডিসেম্বর: পটনার মেরিন ড্রাইভে গুলিবিদ্ধ হলেন এক মহিলা কনস্টেবল ৷ জানা গিয়েছে, তিনি মেরিন ড্রাইভে তাঁর বন্ধুর সঙ্গে ভিডিয়ো শুট করছিলেন ৷ তখনই আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি করা হয় । তাঁর বন্ধুর বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । তবে এখনও এই ঘটনায় কেউ গ্রেফতার হননি ৷

জানা গিয়েছে, বুধবার রাত 10টার দিকে পটনা পুলিশ লাইনসে কর্মরত মহিলা কনস্টেবল পাম্মি খাতুন এবং তাঁর বন্ধু তথা সাব ইন্সপেক্টর শাবানা আজমি মেরিন ড্রাইভে গিয়েছিলেন । সেখানে দুজনেই ভিডিয়ো রেকর্ড করছিলেন ৷ এই সময় হঠাৎই একটি গুলি এসে বেঁধে পাম্মির হাতে ৷ কে বা কারা গুলি চালিয়েছে, তা এখনও জানা যায়নি ৷

পাম্মি খাতুন পটনা পুলিশ লাইনের এইচআরএমএসে কর্মরত । তিনি তাঁর বন্ধু শাবানা আজমির সঙ্গে ছবি ও ভিডিয়ো তুলছিলেন ৷ শাবানা কাজ করেন পূর্ণিয়ায় ৷ বাম হাতে গুলি লেগেছে পাম্মির । আহত কনস্টেবল বলেন যে, কেউ তাঁকে লক্ষ্য করে গুলি করেছে ।

পাম্মি খাতুনের কথায়, "অপরাধীরা প্রথমে আমাকে দীঘা গোলাম্বরের ঠিকানা জিজ্ঞেস করে ৷ তারপর আমি দাঁড়ালে আমাকে লক্ষ্য করে গুলি করে । আমার সঙ্গে স্কুটারে বসা মহিলা সাব-ইন্সপেক্টর আমার থেকে দূরে থাকায় রক্ষা পান ৷" তাঁর স্বামী বলেছেন, এমনি এমনি হঠাৎ কেউ গুলি করবে না ৷ নিশ্চয়ই এর পেছনে বড় কোনও কারণ আছে ।

আহত মহিলা কনস্টেবল পাম্মি খাতুনকে পিএমসিএইচে ভর্তি করা হয়েছে । ডিএসপি আইনশৃঙ্খলা কৃষ্ণ মুরারি প্রসাদ জানিয়েছেন, বর্তমানে তিনি আশংকামুক্ত । ঘটনার তদন্ত করা হচ্ছে । এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্যক্তিগত শত্রুতার কারণে তাঁকে গুলি করা হয়েছে বলে মনে করা হচ্ছে ।

পুলিশকর্তার কথায়, "মেরিন ড্রাইভে মহিলা কনস্টেবল পাম্মি খাতুনের হাতে গুলি লেগেছে ৷ তবে কী কারণে তাঁকে গুলি করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয় । এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া গিয়েছে, তা থেকে জানা যায়, ব্যক্তিগত কোনও কারণে এই ঘটনা ঘটেছে । পুলিশ অপরাধীকে খোঁজার চেষ্টা করছে ৷"

আরও পড়ুন:

  1. কাকদ্বীপে দাদাকে ইঁট দিয়ে থেঁতলে খুন করে আত্মসমর্পণ ভাইয়ের !
  2. ইলেকট্রিকের তার টাঙানো নিয়ে পারিবারিক অশান্তি, গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার দেওর
  3. কর্ণাটকে ঘটনার পুনরাবৃত্তি ! যুবক প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ায় অর্ধনগ্ন করে মারধর জামাইবাবুকে

পটনা, 21 ডিসেম্বর: পটনার মেরিন ড্রাইভে গুলিবিদ্ধ হলেন এক মহিলা কনস্টেবল ৷ জানা গিয়েছে, তিনি মেরিন ড্রাইভে তাঁর বন্ধুর সঙ্গে ভিডিয়ো শুট করছিলেন ৷ তখনই আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি করা হয় । তাঁর বন্ধুর বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । তবে এখনও এই ঘটনায় কেউ গ্রেফতার হননি ৷

জানা গিয়েছে, বুধবার রাত 10টার দিকে পটনা পুলিশ লাইনসে কর্মরত মহিলা কনস্টেবল পাম্মি খাতুন এবং তাঁর বন্ধু তথা সাব ইন্সপেক্টর শাবানা আজমি মেরিন ড্রাইভে গিয়েছিলেন । সেখানে দুজনেই ভিডিয়ো রেকর্ড করছিলেন ৷ এই সময় হঠাৎই একটি গুলি এসে বেঁধে পাম্মির হাতে ৷ কে বা কারা গুলি চালিয়েছে, তা এখনও জানা যায়নি ৷

পাম্মি খাতুন পটনা পুলিশ লাইনের এইচআরএমএসে কর্মরত । তিনি তাঁর বন্ধু শাবানা আজমির সঙ্গে ছবি ও ভিডিয়ো তুলছিলেন ৷ শাবানা কাজ করেন পূর্ণিয়ায় ৷ বাম হাতে গুলি লেগেছে পাম্মির । আহত কনস্টেবল বলেন যে, কেউ তাঁকে লক্ষ্য করে গুলি করেছে ।

পাম্মি খাতুনের কথায়, "অপরাধীরা প্রথমে আমাকে দীঘা গোলাম্বরের ঠিকানা জিজ্ঞেস করে ৷ তারপর আমি দাঁড়ালে আমাকে লক্ষ্য করে গুলি করে । আমার সঙ্গে স্কুটারে বসা মহিলা সাব-ইন্সপেক্টর আমার থেকে দূরে থাকায় রক্ষা পান ৷" তাঁর স্বামী বলেছেন, এমনি এমনি হঠাৎ কেউ গুলি করবে না ৷ নিশ্চয়ই এর পেছনে বড় কোনও কারণ আছে ।

আহত মহিলা কনস্টেবল পাম্মি খাতুনকে পিএমসিএইচে ভর্তি করা হয়েছে । ডিএসপি আইনশৃঙ্খলা কৃষ্ণ মুরারি প্রসাদ জানিয়েছেন, বর্তমানে তিনি আশংকামুক্ত । ঘটনার তদন্ত করা হচ্ছে । এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্যক্তিগত শত্রুতার কারণে তাঁকে গুলি করা হয়েছে বলে মনে করা হচ্ছে ।

পুলিশকর্তার কথায়, "মেরিন ড্রাইভে মহিলা কনস্টেবল পাম্মি খাতুনের হাতে গুলি লেগেছে ৷ তবে কী কারণে তাঁকে গুলি করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয় । এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া গিয়েছে, তা থেকে জানা যায়, ব্যক্তিগত কোনও কারণে এই ঘটনা ঘটেছে । পুলিশ অপরাধীকে খোঁজার চেষ্টা করছে ৷"

আরও পড়ুন:

  1. কাকদ্বীপে দাদাকে ইঁট দিয়ে থেঁতলে খুন করে আত্মসমর্পণ ভাইয়ের !
  2. ইলেকট্রিকের তার টাঙানো নিয়ে পারিবারিক অশান্তি, গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার দেওর
  3. কর্ণাটকে ঘটনার পুনরাবৃত্তি ! যুবক প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ায় অর্ধনগ্ন করে মারধর জামাইবাবুকে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.