কোট্টায়াম (কেরল), 20 মে: সঙ্গী অদল-বদলের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। তাঁর অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল নানা মহলে। এবার সেই মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কেরলের কোট্টায়াম জেলাপ মানারকাড়ুতে ৷ তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ৷ ওই মহিলা মানারকাড়ুর মালামের বাসিন্দা ছিলেন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর 26-এর ওই মহিলা তাঁর বাপের বাড়িতে থাকতেন ৷ বাবা ও ভাই কাজে বেরিয়ে যাওয়ার পর তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ৷ এই ঘটনায় মৃতের বাবা তাঁরা জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন ৷
পুলিশ সূত্রে খবর, মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে সঙ্গী অদল-বদলের অভিযোগ দায়ের করার পর থেকে সন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকতেন ৷ গতকাল সকালে মহিলার বাবা ও ভাই কাজে বেরিয়ে যান ৷ সেই সময় মহিলা বাড়িতে সন্তানের সঙ্গে একাই ছিলেন ৷ কিছুক্ষণ পরে ওই মহিলাকে তাঁর সন্তান রক্তাক্ত অবস্থায় দেখতে পায় ৷ সে ঘটনাটি প্রতিবেশীদের জানায় ৷ এরপর প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেন । সেই সঙ্গে মহিলার বাবা ও ভাইকেও বিষয়টি জানানো হয় ৷
পুলিশ মহিলার দেহ উদ্ধার করে কোট্টায়াম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য ৷ মৃতের বাবা পুলিশের কাছে দেওয়া বয়ানে জানিয়েছেন, তাঁর মেয়েকে হত্যা করেছেন জামাই ৷ পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ তদন্তকারীদের তরফে জানানো হয়েছে, মহিলা 2022 সাল থেকে স্বামীর থেকে আলাদা থাকেন ৷ অভিযোগ তিনি স্বামীর বিরুদ্ধে সঙ্গী অদল-বদলের অভিযোগ দায়ের করেছিলেন ৷ তবে, সেই ঘটনার জেরেই মহিলাকে খুন হতে হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে ৷ খুনের আসল কারণ জানতে পুলিশ তাঁর স্বামীর খোঁজ চালাচ্ছে ৷
আরও পড়ুন: ‘ওয়াইফ সোয়্যাপে’র অংশ না-হতে চাওয়ায় স্ত্রী-কে লাগাতার নির্যাতন, বিকানেরের ঘটনায় চাঞ্চল্য
জানা গিয়েছে, 2022 সালের জানুয়ারি মাসে এক মহিলা পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে সঙ্গী অদল-বদলের অভিযোগ দায়ের করেন ৷ এই ঘটনার তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে ৷ অভিযোগ, সেই দলের সকলেই সঙ্গী বা স্ত্রী অদল-বদলের সঙ্গে জড়িত ৷ মহিলা দাবি করেছিলেন, তাঁর স্বামী অন্য পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করতে তাঁকে জোর করতেন ৷ রাজি না হওয়ায় তাঁকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করতেন ৷ আর এই ঘটনার তদন্তে নেমে পুলিশ একটি চক্রের হদিশ পায় ৷ জানা যায়, সামাজিক মাধ্যমে একটি বিশাল বড় চক্র এই সঙ্গী অদল-বদলের মতো কাজ করত ৷