ETV Bharat / bharat

Fake Job Scam: আয়কর ভবনের ভিতরেই চাকরি প্রতারণা চক্র ! গ্রেফতার মহিলা - লখনউ

লখনউ (Lucknow) শহরের হজরতগঞ্জে (Hazratganj) আয়কর ভবনের (IT Department Office Building) ভিতর থেকেই ভুয়ো চাকরির নামে প্রতারণা চক্র (Fake Job Scam) চালানোর অভিযোগ ! ঘটনায় গ্রেফতার এক মহিলা ৷

woman arrested from IT Department Office Building in Hazratganj of Lucknow for running Fake Job Scam
Fake Job Scam: আয়কর ভবনের ভিতরেই চাকরি প্রতারণা চক্র ! গ্রেফতার মহিলা
author img

By

Published : Nov 23, 2022, 4:26 PM IST

লখনউ, 23 নভেম্বর: আয়কর ভবনের (IT Department Office Building) ভিতর থেকেই ভুয়ো চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা (Fake Job Scam) ! গ্রেফতার এক মহিলা ৷ এমন ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন আয়কর আধিকারিকরাই ৷ উত্তরপ্রদেশের লখনউ (Lucknow) শহরের হজরতগঞ্জ (Hazratganj) এলাকায় রয়েছে আয়কর দফতরের কার্যালয় ৷ মঙ্গলবার সেই দফতর থেকেই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয় ৷ সংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই মহিলাকে যখন গ্রেফতার করা হয়, তখন তিনি আয়কর ভবনের ভিতরে বসেই বিভিন্ন পদে 'নিয়োগের জন্য' চাকরিপ্রার্থীদের 'ইন্টারভিউ' নিচ্ছিলেন ! সেই পর্ব চলছিল আয়কর ভবনের ক্যাফেটেরিয়ায় !

পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আয়কর দফতরে চাকরি পাইয়ের দেওয়ার নাম করে একাধিক আবেদনকারীর কাছ থেকে মোটা টাকা আদায় করেছিলেন ওই মহিলা ! পুলিশ এমন সাতজন চাকরিপ্রার্থীকেও আটক করেছে ৷ মঙ্গলবার আয়কর ভবনের ক্যাফেটেরিয়ায় বসেই সংশ্লিষ্ট চাকরিরপ্রার্থাদের 'নিয়োগপত্র' (Appointment letter) বিলি করছিলেন অভিযুক্ত মহিলা ! সেই সময়েই তাঁকে চিহ্নিত করা হয় ৷

আরও পড়ুন: ভুয়ো সেন্টার খুলে 'প্রতারণা', বাংলার 22 যুবক-যুবতীকে গ্রেফতার করল রায়গড় পুলিশ

আয়কর দফতরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযুক্ত মহিলার নাম প্রিয়াঙ্কা মিশ্র ৷ তিনি আদতে উত্তরপ্রদেশেরই শাহজানপুর (Shahjahanpur) জেলার বাসিন্দা ৷ তাঁর কাছ থেকে অসংখ্য ভুয়ো নিয়োগপত্র এবং আয়কর দফতরের জাল সিলমোহর বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এক আয়কর আধিকারিক এই প্রসঙ্গে বলেন, "আয়কর দফতরের কর্মীদের জন্য যে ক্যাফেটেরিয়া রয়েছে, সেখানেই (মঙ্গলবার) দুপুর 3টে নাগাদ আমরা ওই মহিলাকে চিহ্নিত করি ৷ সঙ্গে সঙ্গে তাঁর কাছে জানতে চাওয়া হয়, কেন তিনি আয়কর ভবনের ভিতর ঢুকেছেন ৷ কিন্তু, ওই মহিলা এর কোনও সদুত্তর দিতে পারেননি ৷ এমনকী, যখন তাঁকে হজরতগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছিল, তখন ওই মহিলা পালানোরও চেষ্টা করেন ৷"

ওই মহিলার সঙ্গেই আরও সাতজনকে পাকড়াও করে পুলিশ ৷ কিন্তু, পরে দেখা যায়, তাঁরা সকলেই প্রতারণার শিকার ! তাঁদের প্রত্য়েকের কাছ থেকেই ভুয়ো নিয়োগপত্র পাওয়া গিয়েছে ! ওই নিয়োগপত্র প্রিয়াঙ্কাই তাঁদের দিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে ৷ পুলিশরকে আয়কর দফতরের তরফ থেকে তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করতে বলা হয়েছে ৷

পুলিশের এক আধিকারিক বলেন, ধৃত মহিলা গত এক সপ্তাহ ধরে আয়কর ভবনের ক্যাফেটেরিয়ায় এসে বসে থাকছিলেন ৷ নিজেকে একজন আয়কর আধিকারিক হিসাবে পরিচয় দেন তিনি ৷ এমনকী, পরিচয় ভাঁড়িয়ে ক্যাফেটেরিয়ার কর্মীদের সঙ্গে বন্ধুত্বও করেন ৷

লখনউ, 23 নভেম্বর: আয়কর ভবনের (IT Department Office Building) ভিতর থেকেই ভুয়ো চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা (Fake Job Scam) ! গ্রেফতার এক মহিলা ৷ এমন ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন আয়কর আধিকারিকরাই ৷ উত্তরপ্রদেশের লখনউ (Lucknow) শহরের হজরতগঞ্জ (Hazratganj) এলাকায় রয়েছে আয়কর দফতরের কার্যালয় ৷ মঙ্গলবার সেই দফতর থেকেই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয় ৷ সংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই মহিলাকে যখন গ্রেফতার করা হয়, তখন তিনি আয়কর ভবনের ভিতরে বসেই বিভিন্ন পদে 'নিয়োগের জন্য' চাকরিপ্রার্থীদের 'ইন্টারভিউ' নিচ্ছিলেন ! সেই পর্ব চলছিল আয়কর ভবনের ক্যাফেটেরিয়ায় !

পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আয়কর দফতরে চাকরি পাইয়ের দেওয়ার নাম করে একাধিক আবেদনকারীর কাছ থেকে মোটা টাকা আদায় করেছিলেন ওই মহিলা ! পুলিশ এমন সাতজন চাকরিপ্রার্থীকেও আটক করেছে ৷ মঙ্গলবার আয়কর ভবনের ক্যাফেটেরিয়ায় বসেই সংশ্লিষ্ট চাকরিরপ্রার্থাদের 'নিয়োগপত্র' (Appointment letter) বিলি করছিলেন অভিযুক্ত মহিলা ! সেই সময়েই তাঁকে চিহ্নিত করা হয় ৷

আরও পড়ুন: ভুয়ো সেন্টার খুলে 'প্রতারণা', বাংলার 22 যুবক-যুবতীকে গ্রেফতার করল রায়গড় পুলিশ

আয়কর দফতরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযুক্ত মহিলার নাম প্রিয়াঙ্কা মিশ্র ৷ তিনি আদতে উত্তরপ্রদেশেরই শাহজানপুর (Shahjahanpur) জেলার বাসিন্দা ৷ তাঁর কাছ থেকে অসংখ্য ভুয়ো নিয়োগপত্র এবং আয়কর দফতরের জাল সিলমোহর বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এক আয়কর আধিকারিক এই প্রসঙ্গে বলেন, "আয়কর দফতরের কর্মীদের জন্য যে ক্যাফেটেরিয়া রয়েছে, সেখানেই (মঙ্গলবার) দুপুর 3টে নাগাদ আমরা ওই মহিলাকে চিহ্নিত করি ৷ সঙ্গে সঙ্গে তাঁর কাছে জানতে চাওয়া হয়, কেন তিনি আয়কর ভবনের ভিতর ঢুকেছেন ৷ কিন্তু, ওই মহিলা এর কোনও সদুত্তর দিতে পারেননি ৷ এমনকী, যখন তাঁকে হজরতগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছিল, তখন ওই মহিলা পালানোরও চেষ্টা করেন ৷"

ওই মহিলার সঙ্গেই আরও সাতজনকে পাকড়াও করে পুলিশ ৷ কিন্তু, পরে দেখা যায়, তাঁরা সকলেই প্রতারণার শিকার ! তাঁদের প্রত্য়েকের কাছ থেকেই ভুয়ো নিয়োগপত্র পাওয়া গিয়েছে ! ওই নিয়োগপত্র প্রিয়াঙ্কাই তাঁদের দিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে ৷ পুলিশরকে আয়কর দফতরের তরফ থেকে তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করতে বলা হয়েছে ৷

পুলিশের এক আধিকারিক বলেন, ধৃত মহিলা গত এক সপ্তাহ ধরে আয়কর ভবনের ক্যাফেটেরিয়ায় এসে বসে থাকছিলেন ৷ নিজেকে একজন আয়কর আধিকারিক হিসাবে পরিচয় দেন তিনি ৷ এমনকী, পরিচয় ভাঁড়িয়ে ক্যাফেটেরিয়ার কর্মীদের সঙ্গে বন্ধুত্বও করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.