অনন্তপুরম, 28 অক্টোবর: বধূকে অপহরণ এবং 20 দিন ধরে ধর্ষণের অভিযোগ উঠল এক গ্রামীণ স্বেচ্ছাসেবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরম জেলায় ৷ অভিযোগ নির্যাতিতা এবং তাঁর 6 বছরের মেয়েকে গত 7 অক্টোবর অপহরণ করেছিল অভিযুক্ত ৷ প্রথম দু’দিন স্বেচ্ছাসেবক নিজের বাড়িতে এবং পরে তিরুপতি জেলার একটি ভাড়া বাড়িতে মহিলাকে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে পুলিশে অভিযোগ জানিয়েছেন মহিলা ৷
পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী নির্যাতিতা এবং অভিযুক্ত স্বেচ্ছাসেবক একই গ্রামের বাসিন্দা ৷ গত তিন মাস ধরে তাঁদের বাড়িতে বিভিন্ন কাজের বাহানায় যাতায়াত ছিল অভিযুক্তের ৷ মহিলার বাড়িতে স্বামী এবং দুই সন্তান রয়েছে ৷ গত 7 অক্টোবর মহিলা তাঁর 6 বছরের মেয়েকে নিয়ে স্থানীয় একটি দোকানে গিয়েছিলেন ৷ অভিযোগ সেখান থেকে ফেরার পথে অভিযুক্ত স্বেচ্ছাসেবক একটি গাড়ি নিয়ে তাঁদের রাস্তা আটকান ৷ মহিলাকে সেখানে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ ৷ তিনি প্রতিবাদ করা অভিযুক্ত মহিলার স্বামী এবং সন্তানদের প্রাণনাশের হুমকি দেন ৷ এর পর জোর করে মহিলা এবং তাঁর মেয়েকে গাড়িতে তোলেন ওই ব্যক্তি ৷
সেখান থেকে তাঁদের নিজের বাড়িতে নিয়ে যান অভিযুক্ত স্বেচ্ছাসেবক ৷ সেখানে মহিলাকে দু’দিন আটকে রাখেন তিনি ৷ অভিযোগ 6 বছরের মেয়ের সামনেই তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় ৷ পুলিশে জানানো অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত গত 9 অক্টোবর মহিলা এবং তাঁর মেয়েকে অনন্তপুরম থেকে গাড়িতে তিরুপতি নিয়ে যান ৷ একটি ঘরভাড়া করে তাঁদের রাখেন ৷ সেখানেও পেশায় স্বেচ্ছাসেবক অনবরত মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে ৷
আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে সহবাস ! অভিযুক্ত বিয়েতে অস্বীকার করায় আত্মহত্যার চেষ্টা যুবতীর
এরই মধ্যে স্ত্রী এবং মেয়ের খোঁজ না-পেয়ে, নির্যাতিতার স্বামী পুলিশের দ্বারস্থ হন ৷ 11 অক্টোবর তিনি পুলিশে অভিযোগ জানান ৷ পুলিশ তদন্তে নেমে গত 25 অক্টোবর তিরুপতি থেকে নির্যাতিতা মহিলা এবং তাঁর 6 বছরের মেয়েকে উদ্ধার করে ৷ অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে ৷ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ ৷ মহিলার শারীরিক পরীক্ষা করানো হয়েছে ৷