এটাওয়া (উত্তরপ্রদেশ), 31 মে : ভ্যাকসিন না নিলে, মদ পাওয়া যাবে না ৷ এমনই অদ্ভুত নির্দেশ জারি করেছে উত্তরপ্রদেশের এটাওয়া জেলা প্রশাসন ৷
এদিন একটি সংবাদ সংস্থা এটাওয়ার বিভিন্ন মদের দোকানে এইরকম পোস্টার লাগানো ছবি পোস্ট করে, "শুধুমাত্র ভ্যাকসিনেশনপ্রাপ্ত ব্যক্তিদেরই মদ বিক্রি করা হবে" ৷
এই প্রসঙ্গে সাইফাই অঞ্চলের মদবিক্রেতারা জানিয়েছেন, সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট তাঁদের এই নির্দেশ দিয়েছেন ৷ বিক্রেতারা বলেন, "ভ্যাকসিনেশন সার্টিফিকেট পরীক্ষা করে তবেই আমরা ক্রেতাকে মদ বিক্রি করছি ৷"
-
Etawah: Liquor sellers in Saifai say the sub-divisional magistrate have instructed them not to sell liquor to those who are not vaccinated against COVID-19.
— ANI UP (@ANINewsUP) May 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
"We're selling liquor only after checking the vaccination certificate of the customer," a shopkeeper says. (30.05) pic.twitter.com/BCqXttPkmv
">Etawah: Liquor sellers in Saifai say the sub-divisional magistrate have instructed them not to sell liquor to those who are not vaccinated against COVID-19.
— ANI UP (@ANINewsUP) May 31, 2021
"We're selling liquor only after checking the vaccination certificate of the customer," a shopkeeper says. (30.05) pic.twitter.com/BCqXttPkmvEtawah: Liquor sellers in Saifai say the sub-divisional magistrate have instructed them not to sell liquor to those who are not vaccinated against COVID-19.
— ANI UP (@ANINewsUP) May 31, 2021
"We're selling liquor only after checking the vaccination certificate of the customer," a shopkeeper says. (30.05) pic.twitter.com/BCqXttPkmv
আরও পড়ুন : প্রায় দেড় লাখে নামল দৈনিক সংক্রমণ, কমল মৃতের সংখ্যাও
প্রশাসন মনে করছে, এই ব্যবস্থার মাধ্যমে আরও বেশি লোককে ভ্যাকসিন নিতে উৎসাহিত করা যাবে ৷ এটাওয়াহ এখনও অবধি 13,777 জন সংক্রামিত হয়েছেন, 279 জন মারা গিয়েছেন ৷ সুস্থ হওয়া রোগীর সংখ্যা 13,200 ৷
এর আগে ছত্তিশগড়ে আদিবাসী উন্নয়ন দফতরের এক আধিকারিকও এই রকম পদক্ষেপ করেছিলেন ৷ তিনি কর্মীদের পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন ভ্যাকসিন না নিলে পরের মাস থেকে বেতন দেওয়া হবে না ৷ অ্যাসিস্ট্যান্ট কমিশনার কে এস শর্মা 21 মে-তে গৌরেলা, পেন্ড্রা, মারওয়াহি জেলাতে এই আদেশ বহাল করেন ৷
এই আদেশে আদিবাসী উন্নয়ন দফতরে কর্মরত আধিকারিক, কর্মী, স্থানীয় স্কুলে, হস্টেলে থাকা বাসিন্দাদের ভ্যাকসিন নিয়ে সেই সার্টিফিকেট দেখাতে বলা হয়েছিল ৷