কলকাতা, 23 জানুয়ারি : বাংলা ছাড়া দেশের স্বাধীনতা অর্জন সম্ভব হত না বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Indias independence) । নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী একথা বলেন। জানান, দেশের স্বাধীনতা সংগ্রামে বাংলার যে আত্মত্যাগ রয়েছে, তার জন্য তিনি গর্বিত।
এদিন কলকাতায় আয়োজিত নেতাজি জন্মজয়ন্তীর এই অনুষ্ঠানে মমতা কেন্দ্রকে একহাত নেন নেতাজি সংক্রান্ত নথি সর্বসমক্ষে না আনার জন্য। তিনি বলেন, "নেতাজি সম্পর্কে আমরা এখনও অনেক কিছুই জানি না। ওরা (কেন্দ্রীয় সরকার) ক্ষমতায় আসার পরই নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তা পালন করেনি। আমরা কিন্তু নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ করেছি ।’’
দেশ স্বাধীন হওয়ার আগে এখানে স্বাধীন তাম্রলিপ্ত সরকার গঠনের কথা ঘোষণা করা হয়েছিল ৷ একে বাঙালির পরাক্রম হিসাবে তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী। রবিবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রেড রোডের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "বাংলা না-থাকলে (দেশের) স্বাধীনতা অর্জন করা হত না। আমি এই সত্যে গর্ব অনুভব করি।"
সাধারণতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল করা নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন মমতা। বলেন, “বাংলাকে নিয়ে এত এলার্জি কেন ? বাংলার ট্যাবলো বাতিল করলে, তারপর আমাদের চাপে পড়েই আবার নেতাজির মূর্তি বসাচ্ছ।”
আরও পড়ুন: বাংলায় হবে যোজনা কমিশন, নেতাজির জন্মদিনে কেন্দ্রকে বিঁধলেন মমতা
1897 সালের এই দিনটিতে জন্মগ্রহণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু । গতবছর থেকে কেন্দ্রীয় সরকার দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করছে। এই দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করার জন্য কেন্দ্রের কাছে আদেবন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের সেই দাবিতে টুইট করেন মমতা । এই বছর থেকেই নেতাজি জন্মজয়ন্তী থেকে শুরু হলো সাধারণতন্ত্র দিবসের উদযাপন। আগে এই অনুষ্ঠান শুরু হতো 24 জানুয়ারি থেকে । পাশাপাশি আজ সন্ধ্যা 6টায় ইন্ডিয়া গেটে কথামতো নেতাজির গ্রানাইটের মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।