ভুবনেশ্বর, 12 জুলাই : রেলস্টেশনে শিশুর জন্ম দিলেন মা ৷ শনিবার ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বর স্টেশনে ৷ আয়েশা খাতুন, বয়স 27 ৷ 10 জুলাই হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেসে (Howrah-Yesvantpur Express) যশবন্তপুর যাচ্ছিলেন ৷ ট্রেনেই প্রসব যন্ত্রণা অনুভব করেন ৷ তাঁর কথায়, "ট্রেন তখন কটক স্টেশনের কাছে, আমি পেটে ভীষণ ব্যথা অনুভব করি ৷ একজন রেলওয়ে দিদি আর চিকিৎসকের সাহায্যে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে আমার শিশুর জন্ম দিই ৷"
আরও পডু়ন : দুইয়ের বেশি সন্তান হলেই সরকারি সুবিধায় কোপ, আইনের পথে যোগী সরকার
বিকেল 4.55 নাগাদ রেলের "মেরি সহেলি" (Meri Saheli) নামক বিশেষ স্বেচ্ছাসেবক দলের সহযোগিতায় আয়েশা শিশুর জন্ম দেন ভুবনেশ্বর স্টেশনে (Bhubaneswar Railway Station) ৷ প্রসব-পরবর্তী চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠায় রেল কর্তৃপক্ষ, জানালেন তিনি ৷ নবজাতক আর তিনি দু'জনেই সুস্থ রয়েছেন ৷ তাই যশবন্তপুরে ফিরে যেতে ভুবনেশ্বর স্টেশন ডিরেক্টর চিত্তরঞ্জন নায়ক (Chittaranjan Nayak) তাঁকে উপহার হিসেবে টিকিট দিয়েছেন, সঙ্গে ভালবাসার স্মৃতি হিসেবে স্ন্যাক্সের টোকেন ৷ আয়েশা বলেন, "আমায় সাহায্য করার জন্য আর ফেরার টিকিট দেওয়ার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ ৷ আমি ভাল আছি ৷ আমরা এবার বেঙ্গালুরু যাব ৷"
ভুবনেশ্বরের স্টেশন ডিরেক্টর জানিয়েছেন, কটক (Cuttack) থেকে একজন টিকিট কালেকটর খবর দেন হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেসের একটি কোচে একজন গর্ভবতী মহিলার প্রসব যন্ত্রণা উঠেছে ৷ ডিরেক্টর বলেন, "আমরা সঙ্গে সঙ্গে ভুবনেশ্বর স্টেশনে 'মেরি সহেলি' দলকে খবর দিই, আর অন্যান্য আধিকারিকদেরও ৷ সেখানে মা শিশুর জন্ম দেন ৷ স্টেশনে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের দলটি জানায় যে মা আর সদ্য়জাত শিশু সুস্থ রয়েছে ৷" চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মা ও সদ্য়জাত শিশুকে ভুবনেশ্বরের (Bhubaneswar) ক্যাপিটাল হাসপাতালে (Capital Hospital) পাঠিয়ে দেন তাঁরা, জানালেন ডিরেক্টর ৷ আর সিপিআরও-র (CPRO) নির্দেশ অনুযায়ী তিনি ভালোবাসার নিদর্শনস্বরূপ স্ন্যাক্সের কুপন-সহ ফেরার টিকির উপহার দেন আয়েশাকে ৷