ETV Bharat / bharat

সর্বাধিক উচ্চতায় করোনার দৈনিক সংক্রমণ ! আক্রান্ত আরও 2.61 লাখ, মৃত 1500 - ভারতে করোনা

রোজই নিজের রেকর্ড নিজে ভাঙছে করোনাভাইরাস ৷ একদিনে কোভিড পজ়িটিভ হয়েছেন 2.61 লাখ মানুষ ৷ আরও দেড় হাজারেও বেশি মানুষ করোনার বলি হয়েছেন ৷

With 2,61,500 Fresh coronavirus cases, India Sees Biggest-Ever Daily Spike
সর্বাধিক উচ্চতায় করোনার দৈনিক সংক্রমণ ! আক্রান্ত আরও 2.61 লাখ, মৃত 1500
author img

By

Published : Apr 18, 2021, 10:04 AM IST

নয়াদিল্লি, 18 এপ্রিল: যত দিন যাচ্ছে ততই দেশে হু হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ৷ এ বার নয়া রেকর্ড সৃষ্টি করে সর্বাধিক উচ্চতায় পৌঁছল কোভিড 19-এর দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 2.61 লক্ষেরও বেশি মানুষ ৷ করোনায় প্রাণ গিয়েছে আরও দেড় হাজারেরও বেশি মানুষের ৷ এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের ৷

করোনার সর্বাধিক ভয়ংকরতম দিনের সাক্ষী থাকল দেশ ৷ দৈনিক সংক্রমণ পৌঁছে গেল 2,61,500-তে ৷ এর ফলে মোট সংক্রমিতের সংখ্যা হয়েছে 1,47,88,109 ৷ গত 24 ঘণ্টায় করোনার কবলে পড়ে প্রাণ গিয়েছে 1,501 জনের ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,77,150 ৷ দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 18,01,316 ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 1,28,09,643 জন ৷

আরও পড়ুন: করোনার বিরুদ্ধে জয় করবে ভারত, প্রত্যয়ী মোদি ; দিলেন দ্রুত টিকা বাড়ানোর পরামর্শ

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রে গত 24 ঘণ্টায় আরও 67,123 জনের শরীরে করোনা বাসা বেঁধেছে ৷ তার পরেই রয়েছে উত্তরপ্রদেশ ৷ সেখানে আরও 27,734 জন নতুন করে সংক্রমিত হয়েছেন ৷ যোগীর রাজ্যের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে আজ বেলা 11টায় সেখানকার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উত্তরপ্রদেশের পর দিল্লি (24,375), কর্নাটক (17,489) ও ছত্তিসগঢ়ের (16,083) করোনা পরিস্থিতিও যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে ৷ আমাদের রাজ্যেও রোজ বাড়ছে সংক্রমণ ৷ এই অবস্থায় সবাইকে কোভিড নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷

নয়াদিল্লি, 18 এপ্রিল: যত দিন যাচ্ছে ততই দেশে হু হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ৷ এ বার নয়া রেকর্ড সৃষ্টি করে সর্বাধিক উচ্চতায় পৌঁছল কোভিড 19-এর দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 2.61 লক্ষেরও বেশি মানুষ ৷ করোনায় প্রাণ গিয়েছে আরও দেড় হাজারেরও বেশি মানুষের ৷ এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের ৷

করোনার সর্বাধিক ভয়ংকরতম দিনের সাক্ষী থাকল দেশ ৷ দৈনিক সংক্রমণ পৌঁছে গেল 2,61,500-তে ৷ এর ফলে মোট সংক্রমিতের সংখ্যা হয়েছে 1,47,88,109 ৷ গত 24 ঘণ্টায় করোনার কবলে পড়ে প্রাণ গিয়েছে 1,501 জনের ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,77,150 ৷ দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 18,01,316 ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 1,28,09,643 জন ৷

আরও পড়ুন: করোনার বিরুদ্ধে জয় করবে ভারত, প্রত্যয়ী মোদি ; দিলেন দ্রুত টিকা বাড়ানোর পরামর্শ

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রে গত 24 ঘণ্টায় আরও 67,123 জনের শরীরে করোনা বাসা বেঁধেছে ৷ তার পরেই রয়েছে উত্তরপ্রদেশ ৷ সেখানে আরও 27,734 জন নতুন করে সংক্রমিত হয়েছেন ৷ যোগীর রাজ্যের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে আজ বেলা 11টায় সেখানকার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উত্তরপ্রদেশের পর দিল্লি (24,375), কর্নাটক (17,489) ও ছত্তিসগঢ়ের (16,083) করোনা পরিস্থিতিও যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে ৷ আমাদের রাজ্যেও রোজ বাড়ছে সংক্রমণ ৷ এই অবস্থায় সবাইকে কোভিড নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.