নয়াদিল্লি, 30 নভেম্বর: কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখেই ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ সংসদের শীতকালীন অধিবেশন (Winter session of parliament) চলাকালীন কংগ্রেসের ডাকা বিরোধী দলগুলির বৈঠকের দ্বিতীয় দিনও গরহাজির (TMC again skips Opposition meeting) থাকল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ কংগ্রেস, শিবসেনা, আম আদমি পার্টি-সহ 16টি দল আজ বৈঠকে যোগ দেয় ৷ ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও (Rahul Gandhi in Opposition Meeting)৷
সোমবার শীতকালীন অধিবেশন শুরুর দিনেই কোনও আলোচনা ছাড়া কৃষি আইন প্রত্যাহার বিল পাশ ও রাজ্যসভার 12 জন সাংসদকে বরখাস্তের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে সংসদের উভয় কক্ষ ৷ সরকার সংসদ নিষ্ক্রিয় করে রাখতে চায় বলে অভিযোগ করে বিরোধীরা ৷ পরবর্তী রণকৌশল ঠিক করতে মঙ্গলবার সংসদ ভবনে ফের বিরোধী দলগুলির বৈঠক ডাকেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)৷ সেই বৈঠকে হাজির হন ডিএমকে, এনসিপি, সিপিএম, সিপিআই, আরজেডি, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ, এমডিএমকে, এলজেডি, ন্যাশনাল কনফারেন্স, আরএসপি, টিআরএস. কেরালা কংগ্রেস ও ভিসিকের সাংসদরা ৷ তবে ছিল না তৃণমূল ৷
সোমবার শীতকালীন অধিবেশন শুরুর আগেও বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ডাকে বৈঠক করে বিরোধী দলগুলি ৷ তবে সেই বৈঠকেও হাজির ছিল না তৃণমূল কংগ্রেস ৷ খাড়গে জানিয়েছিলেন, নিজেদের দলের বৈঠক থাকায় উপস্থিত থাকতে পারছে না তৃণমূল ৷ তবে টানা দু'দিন বিরোধীদের বৈঠকে তৃণমূলের অনুপস্থিতিতে রাজনৈতিক বিশেষজ্ঞরা একপ্রকার নিশ্চিত যে, কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে তৃণমূল ৷
তৃণমূল কংগ্রেসের তরফে কংগ্রেসকে বাদ দিয়েই বিভিন্ন রাজ্যে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা শুরু হয়েছে ৷ সম্প্রতি বেশ কয়েকজন কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দেওয়ার পর দুই দলের সম্পর্ক ধাক্কা খায় ৷ মেঘালয়ে 12 জন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ায় অভূতপূর্ব ভাবে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে তৃণমূলই এখন প্রধান বিরোধী দল ৷ দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কারণ জানতে চাইলে তিনি বলেন, "দিল্লি এলেই তাঁর সঙ্গে দেখা করতে হবে তার কোনও বাধ্যবাধকতা রয়েছে ?" কংগ্রেসের সঙ্গে ফাটলটা স্পষ্ট হয়েছিল তখনই ৷ যত দিন যাচ্ছে এই ফাটল আরও প্রকট হচ্ছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷
আরও পড়ুন: Kapil Sibal on Suspension of 12 MPs: সরকার সংসদকে নিষ্ক্রিয় রাখতে চায়, 12 সাংসদ বরখাস্তে তোপ সিবালের