ETV Bharat / bharat

Aryan Khan : 'আর্তের সেবায় নিজেকে ডুবিয়ে দেব', এনসিবি আধিকারিককে বললেন আরিয়ান - NCB Drug Case

কাউন্সেলিংয়ের জন্য এনসিবি কর্তারা মনোবিদ-সহ সমাজের বিভিন্ন ধরনের লোকের সাহায্য নেন ৷ মাদক মামলায় জিজ্ঞাসাবাদ শেষ হলেই শুরু হয় কাউন্সেলিং ৷

Aryan Khan
Aryan Khan
author img

By

Published : Oct 17, 2021, 8:47 PM IST

Updated : Oct 19, 2021, 6:17 PM IST

মুম্বই, 17 অক্টোবর : গত 3 অক্টোবর মুম্বই-গোয়ার তটে প্রমোদ তরীর মাদক পার্টিতে হানা দিয়ে 2 মহিলা-সহ 8 জনকে আটক করে এনসিবি ৷ সেই তালিকায় রয়েছেন বলিউডের মেগাস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান (Aryan Khan)৷ তারপর থেকেই বলিউড বাদশার ছেলে কিভাবে মাদককাণ্ডে জড়িয়ে পড়ল, তা জানতে উৎসুক দেশবাসী ৷ সাধারণত, মাদক মামলায় গ্রেফতার করা হলে এনসিবির তরফে তাদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয় ৷ সেই কাউন্সেলিংই চলছে শাহরুখ-তনয়েরও ৷

আরও পড়ুন : Uttar Pradesh: বছরের পর বছর কিশোরীকে ধর্ষণের অভিযোগ, নির্যাতিতার বাবা-সহ উত্তরপ্রদেশে পুলিশের হাতে 2 রাজনীতিকও

তদন্তের শুরুতেই মাদক নেওয়ার কথা স্বীকার করেছিলেন আরিয়ান ৷ এবার কাউন্সেলিং চলাকালীন এনসিবি আধিকারিককে জানালেন, এবার থেকে সমাজের মঙ্গলের জন্য কাজ করবেন ৷ সমাজের পিছিয়ে পড়া মানুষদের সেবায় নিজেকে ডুবিয়ে দেবেন ৷

আরও পড়ুন : Kerala Flood Situation : বানভাসি কেরালায় মৃত বেড়ে 26, পিনারাইয়ের সঙ্গে কথা মোদির

আরিয়ান খানের সঙ্গেই ওই প্রমোদতরী থেকে এনসিবি গ্রেফতার করেছিল আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা, নুপূর সারিকা, ইসমীত সিং, মোহক জসওয়াল, বিক্রান্ত চোকের ও গোমিত চোপড়াকে ৷ ইতিমধ্যেই বেশ কয়েকবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে ৷ আগামী 20 অক্টোবর শাহরুখ-পুত্রের জামিনের আবেদনের রায় দেবেন বিচারক ৷

মুম্বই, 17 অক্টোবর : গত 3 অক্টোবর মুম্বই-গোয়ার তটে প্রমোদ তরীর মাদক পার্টিতে হানা দিয়ে 2 মহিলা-সহ 8 জনকে আটক করে এনসিবি ৷ সেই তালিকায় রয়েছেন বলিউডের মেগাস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান (Aryan Khan)৷ তারপর থেকেই বলিউড বাদশার ছেলে কিভাবে মাদককাণ্ডে জড়িয়ে পড়ল, তা জানতে উৎসুক দেশবাসী ৷ সাধারণত, মাদক মামলায় গ্রেফতার করা হলে এনসিবির তরফে তাদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয় ৷ সেই কাউন্সেলিংই চলছে শাহরুখ-তনয়েরও ৷

আরও পড়ুন : Uttar Pradesh: বছরের পর বছর কিশোরীকে ধর্ষণের অভিযোগ, নির্যাতিতার বাবা-সহ উত্তরপ্রদেশে পুলিশের হাতে 2 রাজনীতিকও

তদন্তের শুরুতেই মাদক নেওয়ার কথা স্বীকার করেছিলেন আরিয়ান ৷ এবার কাউন্সেলিং চলাকালীন এনসিবি আধিকারিককে জানালেন, এবার থেকে সমাজের মঙ্গলের জন্য কাজ করবেন ৷ সমাজের পিছিয়ে পড়া মানুষদের সেবায় নিজেকে ডুবিয়ে দেবেন ৷

আরও পড়ুন : Kerala Flood Situation : বানভাসি কেরালায় মৃত বেড়ে 26, পিনারাইয়ের সঙ্গে কথা মোদির

আরিয়ান খানের সঙ্গেই ওই প্রমোদতরী থেকে এনসিবি গ্রেফতার করেছিল আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা, নুপূর সারিকা, ইসমীত সিং, মোহক জসওয়াল, বিক্রান্ত চোকের ও গোমিত চোপড়াকে ৷ ইতিমধ্যেই বেশ কয়েকবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে ৷ আগামী 20 অক্টোবর শাহরুখ-পুত্রের জামিনের আবেদনের রায় দেবেন বিচারক ৷

Last Updated : Oct 19, 2021, 6:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.