ETV Bharat / bharat

Air India: মহারাজা কি ঘরে ফিরবে, সরকারি তরফে ধোঁয়াশা অব্যাহত

শুক্রবার সকালে খবর ছড়ায় যে টাটা সন্সের হাতেই যাচ্ছে এয়ার ইন্ডিয়ার মালিকানা ৷ কিন্তু পরে সরকারি তরফে বিষয়টি অস্বীকার করা হয় ৷

will-tata-sons-get-air-india-ownership
Air India: মহারাজা কি ঘরে ফিরবে, সরকারি তরফে ধোঁয়াশা অব্যাহত
author img

By

Published : Oct 1, 2021, 8:32 PM IST

কলকাতা, 1 অক্টোবর : মহারাজা কি ঘরে ফিরবে ? নিশ্চিত হয়েও নিশ্চিত হওয়া যাচ্ছে না ৷ কারণ, সরকারি তরফে প্রকাশ্যে এই নিয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি ৷ বরং শুক্রবার সকাল থেকে যে জল্পনা চলছিল, তা খারিজ করে দেওয়া হয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ঋণের ভারে জর্জরিত সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের প্রক্রিয়া কয়েক বছর আগেই শুরু করেছে কেন্দ্রীয় সরকার ৷ সম্প্রতি স্পাইস জেট ও টাটা সন্স এয়ার ইন্ডিয়া কেনার জন্য দরপত্র জমা দেয় ৷

আরও পড়ুন : Air India : ঋণগ্রস্ত এয়ার ইন্ডিয়ার দায়ভার নিল টাটা গোষ্ঠী

শুক্রবার সকালে খবর ছড়ায় যে এয়ার ইন্ডিয়া বিক্রির সিদ্ধান্তে সিলমোহর বসিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এবার সরকারি এই বিমান সংস্থার মালিকানা যেতে চলেছে টাটা সন্সের হাতে ৷

তার পরই হইচই পড়ে যায় সর্বত্র ৷ কারণ, এটা হলে ওই সংস্থার ঘরে ফেরা সম্ভব হত ৷ কেন টাটার হাতে এয়ার ইন্ডিয়ার যাওয়াকে ঘরে ফেরা বলা হচ্ছে ? কারণ, আজকের এয়ার ইন্ডিয়া তৈরিই হয়েছিল টাটা গোষ্ঠীর হাত ধরে ৷ শুরুতে অবশ্য নাম ছিল টাটা এয়ার সার্ভিসেস ৷ পরে তা হয় টাটা এয়ারলাইন্স ৷ 1953 সালে কেন্দ্রীয় সরকার এই সংস্থাকে অধিগ্রহণ করে ৷

আরও পড়ুন : Air India : 68 বছর পর জন্মদাতা টাটা গোষ্ঠীর কাছে ফেরার অপেক্ষায় মহারাজা

তার আগে জে আর ডি টাটার হাত ধরে 1932 সালে এই বিমান সংস্থার সূচনা ৷ 1946 সালে এই বিমান সংস্থাকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করেন জে আর ডি টাটা ৷ তখনই নাম বদলে হয় এয়ার ইন্ডিয়া ৷

1948 সালে সংস্থার 49 শতাংশ শেয়ার চলে যায় সরকারের হাতে ৷ 1953 সালে সংস্থার অধিকাংশ শেয়ার চলে যায় সরকারের হাতে ৷ তবে 1977 সাল পর্যন্ত সংস্থার চেয়ারম্যান ছিলেন জে আর ডি টাটা ৷

আরও পড়ুন : Modi-Channi : মোদির কাছে কৃষি আইন প্রত্যাহারের দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

সরকারের হাতে পড়ে বারবার বদল হয়েছে এই বিমান সংস্থা ৷ এয়ার ইন্ডিয়ার অন্তর্দেশীয় উড়ানকে ইন্ডিয়ান এয়ার লাইন্স হিসেবে নতুন করে গড়ে তোলা হয় ৷ যদিও 2007 সালে এই দুই সরকারি উড়ান সংস্থা এক হয়ে যায় ৷

যদিও সময় যত এগিয়েছে, তত ঋণের ভারে জর্জরিত হয়েছে এয়ার ইন্ডিয়া ৷ বাড়তে বাড়তে তা পৌঁছেছে 50 হাজার কোটি টাকায় ৷ তার পরই সরকারি তরফে এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের পরিকল্পনা নেওয়া হয় ৷

আরও পড়ুন : Captian Amrinder Singh : ক্যাপ্টেনের অভিযোগ ওড়াল কংগ্রেস, নতুন দল গড়তে পারেন অমরিন্দর

শুক্রবার সকালে জানা যায় যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীনে তৈরি মন্ত্রীগোষ্ঠী টাটার হাতে এয়ার ইন্ডিয়ার মালিকানা ছেড়ে দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে ৷ যদিও এই নিয়ে অর্থমন্ত্রক ও টাটা সন্স কোনও প্রতিক্রিয়া এখনও দেয়নি ৷

বরং কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের সচিব তুহিনকান্ত পান্ডে টুইট করে গোটা বিষয়টি অস্বীকার করেছেন ৷ এমন কিছু বলে সরকারের তরফেই সংবাদমাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন : SC on Farmers: আপনারা গোটা শহরের শ্বাসরোধ করে রেখেছেন, সুপ্রিম কোর্টের তোপে কৃষকরা

কিন্তু শুক্রবার সকালে যে খবর ছড়িয়েছিল, তা যদি ঠিক হয়, তাহলে 68 বছর পর ঘরে ফিরবে মহারাজা ৷

কলকাতা, 1 অক্টোবর : মহারাজা কি ঘরে ফিরবে ? নিশ্চিত হয়েও নিশ্চিত হওয়া যাচ্ছে না ৷ কারণ, সরকারি তরফে প্রকাশ্যে এই নিয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি ৷ বরং শুক্রবার সকাল থেকে যে জল্পনা চলছিল, তা খারিজ করে দেওয়া হয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ঋণের ভারে জর্জরিত সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের প্রক্রিয়া কয়েক বছর আগেই শুরু করেছে কেন্দ্রীয় সরকার ৷ সম্প্রতি স্পাইস জেট ও টাটা সন্স এয়ার ইন্ডিয়া কেনার জন্য দরপত্র জমা দেয় ৷

আরও পড়ুন : Air India : ঋণগ্রস্ত এয়ার ইন্ডিয়ার দায়ভার নিল টাটা গোষ্ঠী

শুক্রবার সকালে খবর ছড়ায় যে এয়ার ইন্ডিয়া বিক্রির সিদ্ধান্তে সিলমোহর বসিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এবার সরকারি এই বিমান সংস্থার মালিকানা যেতে চলেছে টাটা সন্সের হাতে ৷

তার পরই হইচই পড়ে যায় সর্বত্র ৷ কারণ, এটা হলে ওই সংস্থার ঘরে ফেরা সম্ভব হত ৷ কেন টাটার হাতে এয়ার ইন্ডিয়ার যাওয়াকে ঘরে ফেরা বলা হচ্ছে ? কারণ, আজকের এয়ার ইন্ডিয়া তৈরিই হয়েছিল টাটা গোষ্ঠীর হাত ধরে ৷ শুরুতে অবশ্য নাম ছিল টাটা এয়ার সার্ভিসেস ৷ পরে তা হয় টাটা এয়ারলাইন্স ৷ 1953 সালে কেন্দ্রীয় সরকার এই সংস্থাকে অধিগ্রহণ করে ৷

আরও পড়ুন : Air India : 68 বছর পর জন্মদাতা টাটা গোষ্ঠীর কাছে ফেরার অপেক্ষায় মহারাজা

তার আগে জে আর ডি টাটার হাত ধরে 1932 সালে এই বিমান সংস্থার সূচনা ৷ 1946 সালে এই বিমান সংস্থাকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করেন জে আর ডি টাটা ৷ তখনই নাম বদলে হয় এয়ার ইন্ডিয়া ৷

1948 সালে সংস্থার 49 শতাংশ শেয়ার চলে যায় সরকারের হাতে ৷ 1953 সালে সংস্থার অধিকাংশ শেয়ার চলে যায় সরকারের হাতে ৷ তবে 1977 সাল পর্যন্ত সংস্থার চেয়ারম্যান ছিলেন জে আর ডি টাটা ৷

আরও পড়ুন : Modi-Channi : মোদির কাছে কৃষি আইন প্রত্যাহারের দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

সরকারের হাতে পড়ে বারবার বদল হয়েছে এই বিমান সংস্থা ৷ এয়ার ইন্ডিয়ার অন্তর্দেশীয় উড়ানকে ইন্ডিয়ান এয়ার লাইন্স হিসেবে নতুন করে গড়ে তোলা হয় ৷ যদিও 2007 সালে এই দুই সরকারি উড়ান সংস্থা এক হয়ে যায় ৷

যদিও সময় যত এগিয়েছে, তত ঋণের ভারে জর্জরিত হয়েছে এয়ার ইন্ডিয়া ৷ বাড়তে বাড়তে তা পৌঁছেছে 50 হাজার কোটি টাকায় ৷ তার পরই সরকারি তরফে এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের পরিকল্পনা নেওয়া হয় ৷

আরও পড়ুন : Captian Amrinder Singh : ক্যাপ্টেনের অভিযোগ ওড়াল কংগ্রেস, নতুন দল গড়তে পারেন অমরিন্দর

শুক্রবার সকালে জানা যায় যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীনে তৈরি মন্ত্রীগোষ্ঠী টাটার হাতে এয়ার ইন্ডিয়ার মালিকানা ছেড়ে দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে ৷ যদিও এই নিয়ে অর্থমন্ত্রক ও টাটা সন্স কোনও প্রতিক্রিয়া এখনও দেয়নি ৷

বরং কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের সচিব তুহিনকান্ত পান্ডে টুইট করে গোটা বিষয়টি অস্বীকার করেছেন ৷ এমন কিছু বলে সরকারের তরফেই সংবাদমাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন : SC on Farmers: আপনারা গোটা শহরের শ্বাসরোধ করে রেখেছেন, সুপ্রিম কোর্টের তোপে কৃষকরা

কিন্তু শুক্রবার সকালে যে খবর ছড়িয়েছিল, তা যদি ঠিক হয়, তাহলে 68 বছর পর ঘরে ফিরবে মহারাজা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.