ETV Bharat / bharat

Navjot Singh Sidhu : সিধুকে মুখ্যমন্ত্রী মুখ করেই কি পঞ্জাবে লড়াইয়ে নামবে কংগ্রেস ?

পঞ্জাবের পরবর্তী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে 2022 সালে ৷ সেই ভোটে কি নভজ্যোৎ সিং সিধুকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরতে চাইছে কংগ্রেস ? সাম্প্রতিক কিছু ঘটনায় ওয়াকিবহাল মহলের একাংশ অন্তত তেমনই ইঙ্গিত পাচ্ছে ৷

Will Sidhu be the next CM face of Punjab Congress?
Navjot Singh Sidhu : সিধুকে মুখ্যমন্ত্রী-মুখ করেই কি পঞ্জাবে লড়াইয়ে নামবে কংগ্রেস ?
author img

By

Published : Jul 23, 2021, 1:55 PM IST

চণ্ডীগড়, 23 জুলাই : এবার কি তবে নভজ্যোৎ সিং সিধুকে মুখ্যমন্ত্রী পদের মুখ করেই পঞ্জাবে ভোটের লড়াইয়ে ঝাঁপাবে কংগ্রেস ? সাম্প্রতিক কিছু ঘটনায় এমনই ইঙ্গিত মিলছে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ ৷ সূত্রের খবর, শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব কাঁধে তুলে নেবেন পঞ্জাব কংগ্রেসের নবনিযুক্ত প্রদেশ সভাপতি নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu) ৷ সেই প্রক্রিয়া সারা হবে চণ্ডীগড় কংগ্রেস ভবনে ৷ সিধু ছাড়াও দায়িত্ব বুঝে নেবেন পঞ্জাব কংগ্রেসের আরও চারজন কার্যনির্বাহী সভাপতি ৷ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই অনুষ্ঠানে হাজির থাকবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা সিধুর প্রধান প্রতিপক্ষ অমরিন্দর সিং (Punjab CM Amarinder Singh) ৷

আরও পড়ুন : Navjot Singh Sidhu: সব ধর্মের ভোটারদের মন পাওয়ার চেষ্টা সিধুর

প্রসঙ্গত, নতুন পদ হাতে আসার পরই গত বুধবার অনুগামীদের সঙ্গে নিয়ে শিখদের পুণ্য তীর্থ অমৃতসরের স্বর্ণমন্দিরে যান সিধু ৷ ওয়াকিবহাল মহলের ধারণা, তীর্থ ভ্রমণের আড়ালে আসলে নিজের ক্ষমতা জাহির করতেই এই পদক্ষেপ করেন তিনি ৷ পঞ্জাব কংগ্রেসের নেতৃত্বস্থানীয়দের একটা বড় অংশের সমর্থনই যে তাঁর সঙ্গে রয়েছে, সেটা বোঝাতেই তাঁদের সঙ্গে নিয়ে স্বর্ণমন্দির দর্শন করতে যান সিধু ৷ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, 2022-এর বিধানসভা নির্বাচনে নভজ্যোৎ সিং সিধুকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে খাড়া করতে চাইছে কংগ্রেস ৷ ভারতের এই প্রাক্তন জাতীয় ক্রিকেটারের কাঁধে ভর করেই রাজ্যে ভোটের বৈতরণী পার হতে চাইছে তারা ৷

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই রাজ্য়ের বর্তমান মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে দড়ি টানাটানি চলছে নভজ্যোৎ সিং সিধুর ৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে নেট মাধ্যমে সরব হয়েছেন সিধু ৷ তাঁদের এই সংঘাত গড়িয়েছে দিল্লি পর্যন্ত ৷ হস্তক্ষেপ করতে হয়েছে কংগ্রেস হাইকম্যান্ডকে ৷ শেষমেশ যাবতীয় প্রতিকূলতা হঠিয়ে পঞ্জাব প্রদেশ কংগ্রেসের শীর্ষ পদ ছিনিয়ে নিয়েছেন সিধু ৷ বুঝিয়ে দিয়েছেন, শীর্ষ নেতৃত্বের ঠিক করে দেওয়া 18টি ইস্যুকে সামনে রেখেই রাজ্য়ের উন্নয়নকে ত্বরান্বিত করতে চান তিনি ৷ তবে সিধু যদি পঞ্জাবে কংগ্রেসের ভাবী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হন, সেক্ষেত্রে তাঁকে অনেক কিছুর সঙ্গেই লড়াই করতে হবে ৷

আরও পড়ুন : Punjab Congress : সিধু 62, ক্যাপ্টেন 15 !

প্রসঙ্গত, আসন্ন বিধানসভাসভা নির্বাচনে পঞ্জাবে কংগ্রেসের ভোটকুশলী হিসাবে দায়িত্ব নিয়েছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor) ৷ তাঁর সাফ কথা, পশ্চিমের এই রাজ্যে ক্ষমতা ধরে রাখতে হলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর মুখে বদল আনা ছাড়া আর কোনও উপায় নেই কংগ্রেসের কাছে ৷ কারণ, এর আগে ক্য়াপ্টেন অমরিন্দর সিংকে মুখ করেই ভোটযুদ্ধে জয়ী হয়েছিল তারা ৷ কিন্তু সেবার রাজ্যবাসীকে যেসমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার প্রায় কিছুই দিনের আলো দেখেনি ৷ এই অবস্থায় অমরিন্দরের সেরা বিকল্প সিধুই ৷ অন্তত এমনটাই মনে করেন প্রশান্ত ৷

তাছাড়া, রাজনীতিতে নামার অনেক আগেই জাতীয়স্তরের ক্রিকেট এবং টিভিতে কমেডি শো-র দৌলতে নিজস্ব একটা ফ্য়ান-বেস তৈরি করে নিয়েছিলেন সিধু ৷ তাঁর সেই জনপ্রিয়তা এখনও অক্ষুণ্ণ ৷ উপরন্তু, তিনি কংগ্রেসের তারকা প্রচারক ৷ উত্তরপ্রদেশের ভোট ময়দানে সিধুর এই ক্যারিশমা কাজে লাগাতে মরিয়া কংগ্রেস ৷ একইসঙ্গে, পঞ্জাবে দলের ভিত আরও মজবুত করতেও সিধুর এই স্টারডমকে ব্যবহার করতে চায় হাইকম্যান্ড ৷ তাই আগামী দিনে সিধুকেই যদি অমরিন্দরের বিকল্প হিসাবে বেছে নেয় কংগ্রেস, তাতে অবাক হওয়ার কিছু নেই বলেই মত ওয়াকিবহাল মহলের ৷

চণ্ডীগড়, 23 জুলাই : এবার কি তবে নভজ্যোৎ সিং সিধুকে মুখ্যমন্ত্রী পদের মুখ করেই পঞ্জাবে ভোটের লড়াইয়ে ঝাঁপাবে কংগ্রেস ? সাম্প্রতিক কিছু ঘটনায় এমনই ইঙ্গিত মিলছে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ ৷ সূত্রের খবর, শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব কাঁধে তুলে নেবেন পঞ্জাব কংগ্রেসের নবনিযুক্ত প্রদেশ সভাপতি নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu) ৷ সেই প্রক্রিয়া সারা হবে চণ্ডীগড় কংগ্রেস ভবনে ৷ সিধু ছাড়াও দায়িত্ব বুঝে নেবেন পঞ্জাব কংগ্রেসের আরও চারজন কার্যনির্বাহী সভাপতি ৷ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই অনুষ্ঠানে হাজির থাকবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা সিধুর প্রধান প্রতিপক্ষ অমরিন্দর সিং (Punjab CM Amarinder Singh) ৷

আরও পড়ুন : Navjot Singh Sidhu: সব ধর্মের ভোটারদের মন পাওয়ার চেষ্টা সিধুর

প্রসঙ্গত, নতুন পদ হাতে আসার পরই গত বুধবার অনুগামীদের সঙ্গে নিয়ে শিখদের পুণ্য তীর্থ অমৃতসরের স্বর্ণমন্দিরে যান সিধু ৷ ওয়াকিবহাল মহলের ধারণা, তীর্থ ভ্রমণের আড়ালে আসলে নিজের ক্ষমতা জাহির করতেই এই পদক্ষেপ করেন তিনি ৷ পঞ্জাব কংগ্রেসের নেতৃত্বস্থানীয়দের একটা বড় অংশের সমর্থনই যে তাঁর সঙ্গে রয়েছে, সেটা বোঝাতেই তাঁদের সঙ্গে নিয়ে স্বর্ণমন্দির দর্শন করতে যান সিধু ৷ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, 2022-এর বিধানসভা নির্বাচনে নভজ্যোৎ সিং সিধুকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে খাড়া করতে চাইছে কংগ্রেস ৷ ভারতের এই প্রাক্তন জাতীয় ক্রিকেটারের কাঁধে ভর করেই রাজ্যে ভোটের বৈতরণী পার হতে চাইছে তারা ৷

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই রাজ্য়ের বর্তমান মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে দড়ি টানাটানি চলছে নভজ্যোৎ সিং সিধুর ৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে নেট মাধ্যমে সরব হয়েছেন সিধু ৷ তাঁদের এই সংঘাত গড়িয়েছে দিল্লি পর্যন্ত ৷ হস্তক্ষেপ করতে হয়েছে কংগ্রেস হাইকম্যান্ডকে ৷ শেষমেশ যাবতীয় প্রতিকূলতা হঠিয়ে পঞ্জাব প্রদেশ কংগ্রেসের শীর্ষ পদ ছিনিয়ে নিয়েছেন সিধু ৷ বুঝিয়ে দিয়েছেন, শীর্ষ নেতৃত্বের ঠিক করে দেওয়া 18টি ইস্যুকে সামনে রেখেই রাজ্য়ের উন্নয়নকে ত্বরান্বিত করতে চান তিনি ৷ তবে সিধু যদি পঞ্জাবে কংগ্রেসের ভাবী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হন, সেক্ষেত্রে তাঁকে অনেক কিছুর সঙ্গেই লড়াই করতে হবে ৷

আরও পড়ুন : Punjab Congress : সিধু 62, ক্যাপ্টেন 15 !

প্রসঙ্গত, আসন্ন বিধানসভাসভা নির্বাচনে পঞ্জাবে কংগ্রেসের ভোটকুশলী হিসাবে দায়িত্ব নিয়েছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor) ৷ তাঁর সাফ কথা, পশ্চিমের এই রাজ্যে ক্ষমতা ধরে রাখতে হলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর মুখে বদল আনা ছাড়া আর কোনও উপায় নেই কংগ্রেসের কাছে ৷ কারণ, এর আগে ক্য়াপ্টেন অমরিন্দর সিংকে মুখ করেই ভোটযুদ্ধে জয়ী হয়েছিল তারা ৷ কিন্তু সেবার রাজ্যবাসীকে যেসমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার প্রায় কিছুই দিনের আলো দেখেনি ৷ এই অবস্থায় অমরিন্দরের সেরা বিকল্প সিধুই ৷ অন্তত এমনটাই মনে করেন প্রশান্ত ৷

তাছাড়া, রাজনীতিতে নামার অনেক আগেই জাতীয়স্তরের ক্রিকেট এবং টিভিতে কমেডি শো-র দৌলতে নিজস্ব একটা ফ্য়ান-বেস তৈরি করে নিয়েছিলেন সিধু ৷ তাঁর সেই জনপ্রিয়তা এখনও অক্ষুণ্ণ ৷ উপরন্তু, তিনি কংগ্রেসের তারকা প্রচারক ৷ উত্তরপ্রদেশের ভোট ময়দানে সিধুর এই ক্যারিশমা কাজে লাগাতে মরিয়া কংগ্রেস ৷ একইসঙ্গে, পঞ্জাবে দলের ভিত আরও মজবুত করতেও সিধুর এই স্টারডমকে ব্যবহার করতে চায় হাইকম্যান্ড ৷ তাই আগামী দিনে সিধুকেই যদি অমরিন্দরের বিকল্প হিসাবে বেছে নেয় কংগ্রেস, তাতে অবাক হওয়ার কিছু নেই বলেই মত ওয়াকিবহাল মহলের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.