নয়াদিল্লি, 19 জুলাই : অতিমারির বিরুদ্ধে একজোট হয়ে লড়তে হবে ৷ বাদল অধিবেশন শুরুর আগে বিরোধীদের উদ্দেশে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার যে প্রস্তুত, তাও জানান তিনি ৷
আজ থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন ৷ অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "কক্ষের সব নেতাদের কাছে আর্জি জানাচ্ছি যে, আজ অধিবেশন শুরুর পর কিছুটা সময় দেবেন, তাহলে আমি কক্ষের ভেতরে ও বাইরে আরও তথ্য দিতে পারব ৷ শান্তিপূর্ণভাবে কড়া প্রশ্ন করুন ৷ সরকারকে উত্তর দিতে দিন ৷"
অতিমারি নিয়ে একজোট হয়ে লড়াই করার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "অতিমারি শুধু দেশেই নয়, গোটা বিশ্বেই থাবা বসিয়েছে ৷ অতিমারির বিরুদ্ধে আমাদের একজোট হয়ে লড়াই চালাতে হবে ৷"
প্রধানমন্ত্রীর আর্জি, "আমরা চাই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে অতিমারি নিয়ে আলোচনা হোক ৷ সব সাংসদদের কাছে গঠনমূলক পরামর্শ পাব বলে আশা করছি, যাতে সবাই একজোট হয়ে লড়তে পারি ৷ সব গাফিলতি সংশোধন করে নেওয়া হবে ৷"