ETV Bharat / bharat

Independence Day 2023: বৃহত্তম অর্কেস্ট্রায় জন-গণ-মন, রিকি কেজের প্রশংসা মোদির - রিকি কেজ

PM Modi praises Ricky Kej for National Anthem rendition: বৃহত্তম অর্কেস্ট্রায় জাতীয় সঙ্গীত পরিবেশন রেকর্ড করার জন্য রিকি কেজের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Independence Day 2023
রিকি কেজের প্রশংসা মোদির
author img

By

Published : Aug 15, 2023, 2:37 PM IST

নয়াদিল্লি, 15 অগস্ট: স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে তিনবারের গ্র্যামি বিজয়ী রিকি কেজের প্রশংসা ৷ দেশের সর্ববৃহৎ অর্কেস্ট্রার সঙ্গে জাতীয় সঙ্গীত 'জন গণ মন'র পরিবেশন রেকর্ড করার জন্য রিকির প্রশংসা করে মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেন, এটি প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে ৷

কেজের ভিডিয়ো শেয়ার মোদির: রিকি কেজ সোমবার লন্ডনের আইকনিক অ্যাবে রোড স্টুডিয়োতে রয়্যাল ফিলহারমনিক অর্কেস্ট্রা (আরপিও) থেকে 100 সদস্যের ব্রিটিশ অর্কেস্ট্রা সমন্বিত 'জন গণ মন'-এর একটি ভিডিয়ো শেয়ার করেন । পুরষ্কার বিজয়ী সঙ্গীতশিল্পীর সেই ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "অসাধারণ । এটি অবশ্যই প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে ।"

ভারতের 77তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে 'জন গণ মন'-র সেই উপস্থাপনার রেকর্ড করা হয় ৷ মঙ্গলবার রিকি টুইটে লেখেন,

"কয়েকদিন আগে, লন্ডনের কিংবদন্তি অ্যাবে রোড স্টুডিয়োতে আমি 100 সদস্যের ব্রিটিশ অর্কেস্ট্রা সমন্বিত দ্য রয়্যাল ফিলহারমনিক অর্কেস্ট্রা থেকে ভারতের জাতীয় সঙ্গীতের উপস্থাপনা করেছি ৷ এটি ভারতের জাতীয় সঙ্গীত রেকর্ড করার জন্য এখনও পর্যন্ত বৃহত্তম অর্কেস্ট্রা ৷ এটি দুরন্ত ৷ শেষে জয় হে-তে আমি শিউড়ে উঠেছি । একজন ভারতীয় সুরকার হিসেবে দারুণ অনুভব করেছি ৷"

ভিডিয়ো শেয়ারের আবেদন কেজের: রিকি কেজ এবং লন্ডনে ভারতীয় মিশন মাইলফলক তৈরি করার পাশাপাশি প্রবাসীদের এক মিনিটের ভিডিয়োটি শেয়ার করার জন্যও আবেদন জানিয়েছেন ৷ আরপিও ব্রিটেনের 'সর্বাধিক চাহিদার' অর্কেস্ট্রা হিসেবে পরিচিত ৷ ভারতের স্বাধীনতার এক বছর আগে 1946 সালে স্যার টমাস বিচ্যাম এটি তৈরি করেছিলেন ৷

আরও পড়ুন: স্বাধীনতা আন্দোলনে কতজন বাঙালি জেল খেটেছিলেন, কতজনের হয়েছিল ফাঁসি, জানেন কি ?

নয়াদিল্লি, 15 অগস্ট: স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে তিনবারের গ্র্যামি বিজয়ী রিকি কেজের প্রশংসা ৷ দেশের সর্ববৃহৎ অর্কেস্ট্রার সঙ্গে জাতীয় সঙ্গীত 'জন গণ মন'র পরিবেশন রেকর্ড করার জন্য রিকির প্রশংসা করে মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেন, এটি প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে ৷

কেজের ভিডিয়ো শেয়ার মোদির: রিকি কেজ সোমবার লন্ডনের আইকনিক অ্যাবে রোড স্টুডিয়োতে রয়্যাল ফিলহারমনিক অর্কেস্ট্রা (আরপিও) থেকে 100 সদস্যের ব্রিটিশ অর্কেস্ট্রা সমন্বিত 'জন গণ মন'-এর একটি ভিডিয়ো শেয়ার করেন । পুরষ্কার বিজয়ী সঙ্গীতশিল্পীর সেই ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "অসাধারণ । এটি অবশ্যই প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে ।"

ভারতের 77তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে 'জন গণ মন'-র সেই উপস্থাপনার রেকর্ড করা হয় ৷ মঙ্গলবার রিকি টুইটে লেখেন,

"কয়েকদিন আগে, লন্ডনের কিংবদন্তি অ্যাবে রোড স্টুডিয়োতে আমি 100 সদস্যের ব্রিটিশ অর্কেস্ট্রা সমন্বিত দ্য রয়্যাল ফিলহারমনিক অর্কেস্ট্রা থেকে ভারতের জাতীয় সঙ্গীতের উপস্থাপনা করেছি ৷ এটি ভারতের জাতীয় সঙ্গীত রেকর্ড করার জন্য এখনও পর্যন্ত বৃহত্তম অর্কেস্ট্রা ৷ এটি দুরন্ত ৷ শেষে জয় হে-তে আমি শিউড়ে উঠেছি । একজন ভারতীয় সুরকার হিসেবে দারুণ অনুভব করেছি ৷"

ভিডিয়ো শেয়ারের আবেদন কেজের: রিকি কেজ এবং লন্ডনে ভারতীয় মিশন মাইলফলক তৈরি করার পাশাপাশি প্রবাসীদের এক মিনিটের ভিডিয়োটি শেয়ার করার জন্যও আবেদন জানিয়েছেন ৷ আরপিও ব্রিটেনের 'সর্বাধিক চাহিদার' অর্কেস্ট্রা হিসেবে পরিচিত ৷ ভারতের স্বাধীনতার এক বছর আগে 1946 সালে স্যার টমাস বিচ্যাম এটি তৈরি করেছিলেন ৷

আরও পড়ুন: স্বাধীনতা আন্দোলনে কতজন বাঙালি জেল খেটেছিলেন, কতজনের হয়েছিল ফাঁসি, জানেন কি ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.