ETV Bharat / bharat

Mohan-bhagwat : নির্ভরতা বাড়তে থাকলে চিনের সামনে মাথা নথ করতে হবে : মোহন ভগবত

স্বাধীনতা দিবসের 75তম বর্ষ উপলক্ষ্যে মুম্বইয়ের একটি স্কুলে আজ বক্তব্য রাখেন আরএসএস প্রধান মোহন ভগবত ৷ সেখানে তিনি অতিরিক্ত চিন নির্ভরতা কমানোর পক্ষে সওয়াল করেন ৷ আর তা না হলে ভারতকে একদিন চিনের সামনে মাথা নত করতে হবে বলে মন্তব্য করেন ভগবত ৷

will-have-to-bow-before-china-if-dependence-on-it-increases-Rashtriya Swayamsevak Sangh-chief-mohan-bhagwat
নির্ভরতা বাড়তে থাকলে চিনের সামনে মাথা নথ করতে হবে : মোহন ভগবত
author img

By

Published : Aug 15, 2021, 7:30 PM IST

মুম্বই, 15 অগস্ট : চিনের প্রতি নির্ভরতা যদি বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতে তাদের সামনে আমাদের মাথা নত করতে হবে ৷ আজ স্বাধীনতা দিবসের 75তম বর্ষে এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (Rashtriya Swayamsevak Sangh) প্রধান মোহন ভগবত ( Mohan Bhagwat) ৷ মুম্বইয়ের একটি স্কুলে 75তম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের পর ভাষণে একথা বলেন সঙ্ঘ প্রধান ৷ পাশাপাশি স্বদেশী এবং আত্মনির্ভরতার উপরেও জোর দেন তিনি ৷ আরএসএস (RSS) প্রধান বলেন, স্বদেশী মানে ভারতের নিয়মে ব্যবসা করা ৷

মোহন ভগবত তাঁর ভাষণে বলেন, ‘‘আমরা অতিরিক্তি মাত্রায় ইন্টারনেট এবং প্রযুক্তির ব্যবহার করি ৷ আমাদের দেশে আসল প্রযুক্তি নেই ৷ সেটা আসে বাইরে থেকে ৷ ঐক্যবদ্ধ সমাজ হিসেবে আমরা যতই চিনের বিরুদ্ধে কথা বলি, চিনের সামগ্রী বর্জন করি না কেন ৷ তোমাদের মোবাইল ফোন যা আছে সে সব কোথা থেকে আসছে ? যদি, চিনের উপর নির্ভরতা বেড়ে যায়, তবে আমাদের চিনের সামনে মাথা নত করতে হবে ৷’’ এর পরেই স্বনির্ভরতার পক্ষে সওয়াল করে তিনি বলেন, ‘‘আর্থিক নিরাপত্তা খুবই জরুরি ৷ তবে, প্রযুক্তিকে মানিয়ে নিয়ে চলার ক্ষেত্রে আমাদের নিজস্ব শর্তে চলতে হবে ৷ আমাদের স্বনির্ভর হতে হবে ৷’’

স্বদেশিকতার পক্ষে সওয়াল করলেও, বিদেশের সঙ্গে বাণিজ্য এবং তাঁদের দ্রব্য ব্যবহারে কোনও সমস্যা নেই বলেও জানান সঙ্ঘ প্রধান ৷ তাঁর কথায়, ‘‘স্বদেশিকতার অর্থ সব বিদেশি জিনিসকে বর্জন করে দেওয়া নয় ৷ আন্তর্জাতিক বাণিজ্য চলতে থাকবে, কিন্তু সেটা হবে আমাদের শর্তে ৷’’ আর তার জন্য প্রত্যেক ভারতবাসীকে স্বনির্ভর হওয়ার পরামর্শ দিয়েছেন মোহন ভগবত ৷ আর তাই যা মানুষ বাড়িতেই তৈরি করতে পারে, তার জন্য বাজারে গিয়ে টাকা খরচ করার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি ৷ তাঁর মতে, অর্থনীতির লক্ষ্য হওয়া উচিত আরও বেশি উৎপাদন বাড়ানো ৷ আর প্রতিযোগিতা হওয়া উচিত উৎপাদিত দ্রব্যের গুণগত মানের উপর ৷

আরও পড়ুন : RSS : বিধানসভায় বিজেপি-র পরাজয়ের জের, বাংলায় সংগঠনের নেতৃত্বে বাঙালি মুখ আনল আরএসএস

আর তাই গ্রামীণ ভারতে উৎপাদন বৃদ্ধির প্রতি সওয়াল করেছেন মোহন ভগবত ৷ তিনি বলেন, ‘‘আমরা আন্তর্জাতিক ব্যবসা এবং অর্থনীতির বিরুদ্ধে নই ৷ কিন্তু, আমাদের উৎপাদন গ্রামে হওয়া জরুরি ৷ এখানে জনগণের জন্য উৎপাদন হবে না ৷ জনগণের দ্বারা উৎপাদন হবে ৷

মুম্বই, 15 অগস্ট : চিনের প্রতি নির্ভরতা যদি বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতে তাদের সামনে আমাদের মাথা নত করতে হবে ৷ আজ স্বাধীনতা দিবসের 75তম বর্ষে এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (Rashtriya Swayamsevak Sangh) প্রধান মোহন ভগবত ( Mohan Bhagwat) ৷ মুম্বইয়ের একটি স্কুলে 75তম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের পর ভাষণে একথা বলেন সঙ্ঘ প্রধান ৷ পাশাপাশি স্বদেশী এবং আত্মনির্ভরতার উপরেও জোর দেন তিনি ৷ আরএসএস (RSS) প্রধান বলেন, স্বদেশী মানে ভারতের নিয়মে ব্যবসা করা ৷

মোহন ভগবত তাঁর ভাষণে বলেন, ‘‘আমরা অতিরিক্তি মাত্রায় ইন্টারনেট এবং প্রযুক্তির ব্যবহার করি ৷ আমাদের দেশে আসল প্রযুক্তি নেই ৷ সেটা আসে বাইরে থেকে ৷ ঐক্যবদ্ধ সমাজ হিসেবে আমরা যতই চিনের বিরুদ্ধে কথা বলি, চিনের সামগ্রী বর্জন করি না কেন ৷ তোমাদের মোবাইল ফোন যা আছে সে সব কোথা থেকে আসছে ? যদি, চিনের উপর নির্ভরতা বেড়ে যায়, তবে আমাদের চিনের সামনে মাথা নত করতে হবে ৷’’ এর পরেই স্বনির্ভরতার পক্ষে সওয়াল করে তিনি বলেন, ‘‘আর্থিক নিরাপত্তা খুবই জরুরি ৷ তবে, প্রযুক্তিকে মানিয়ে নিয়ে চলার ক্ষেত্রে আমাদের নিজস্ব শর্তে চলতে হবে ৷ আমাদের স্বনির্ভর হতে হবে ৷’’

স্বদেশিকতার পক্ষে সওয়াল করলেও, বিদেশের সঙ্গে বাণিজ্য এবং তাঁদের দ্রব্য ব্যবহারে কোনও সমস্যা নেই বলেও জানান সঙ্ঘ প্রধান ৷ তাঁর কথায়, ‘‘স্বদেশিকতার অর্থ সব বিদেশি জিনিসকে বর্জন করে দেওয়া নয় ৷ আন্তর্জাতিক বাণিজ্য চলতে থাকবে, কিন্তু সেটা হবে আমাদের শর্তে ৷’’ আর তার জন্য প্রত্যেক ভারতবাসীকে স্বনির্ভর হওয়ার পরামর্শ দিয়েছেন মোহন ভগবত ৷ আর তাই যা মানুষ বাড়িতেই তৈরি করতে পারে, তার জন্য বাজারে গিয়ে টাকা খরচ করার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি ৷ তাঁর মতে, অর্থনীতির লক্ষ্য হওয়া উচিত আরও বেশি উৎপাদন বাড়ানো ৷ আর প্রতিযোগিতা হওয়া উচিত উৎপাদিত দ্রব্যের গুণগত মানের উপর ৷

আরও পড়ুন : RSS : বিধানসভায় বিজেপি-র পরাজয়ের জের, বাংলায় সংগঠনের নেতৃত্বে বাঙালি মুখ আনল আরএসএস

আর তাই গ্রামীণ ভারতে উৎপাদন বৃদ্ধির প্রতি সওয়াল করেছেন মোহন ভগবত ৷ তিনি বলেন, ‘‘আমরা আন্তর্জাতিক ব্যবসা এবং অর্থনীতির বিরুদ্ধে নই ৷ কিন্তু, আমাদের উৎপাদন গ্রামে হওয়া জরুরি ৷ এখানে জনগণের জন্য উৎপাদন হবে না ৷ জনগণের দ্বারা উৎপাদন হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.