ETV Bharat / bharat

Brij Bhushan Singh: অভিযোগ প্রমাণিত হলে নিজেকে ফাঁসিতে ঝোলানোর চ্যালেঞ্জ ব্রিজ ভূষণের

কুস্তিগীরদের অভিযোগ প্রমাণিত হলে নিজেই নিজেকে ফাঁসি দেবেন বলে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডব্লুএফআই প্রধান ব্রিজ ভূষণ সিং ৷

Etv Bharat
ব্রিজ ভূষণ সিং
author img

By

Published : May 31, 2023, 3:44 PM IST

Updated : May 31, 2023, 4:55 PM IST

অভিযোগ প্রমাণিত হলে নিজেকে ফাঁসিতে ঝোলানোর চ্যালেঞ্জ ব্রিজ ভূষণের

বারাবাঙ্কি (উত্তরপ্রদেশ), 31 মে: যৌন হেনস্তার অভিযোগের প্রেক্ষিতে বুধবার কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং ৷ প্রতিবাদী কুস্তিগীরদের অভিযোগের জবাব দিতে গিয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসের সুরে তিনি জানান, তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তিনি নিজেই নিজেকে ফাঁসি দেবেন। ব্রিজ ভূষণের কথায়, "আমার বিরুদ্ধে একটি অভিযোগও প্রমাণিত হলে, আমি নিজেই নিজেকে ফাঁসি দেব ৷"

উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে যখন জনসভায় ভাষণ দিচ্ছেন জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ সিং এবং সেই মঞ্চ থেকেই যখন তিনি একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, সেই সময় তাৎপর্যপূর্ণভাবে দিল্লি পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, ব্রিজ ভূষণের বিরুদ্ধে ওটা অভিযোগের কোনও সারবত্তাই নেই ৷ আর তাতেই কী আরও বাড়তি অক্সিজেন পেয়েছে ব্রিজ ভূষণ ? অন্তত বারাবাঙ্কির সভা থেকে যে মেজাজ দেখা গেল ব্রিজ ভূষণের তাতে অনেকে মনে করছেন, আদতে কুস্তিগিড়দের অভিযোগ পুলিশ কার্যত উড়িয়ে দেওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে ব্রিজ ভূষণ ৷ এদিন নিজের লোকসভা কেন্দ্র কাইশারগঞ্জের পরিবর্তে পাশের লোকসভা কেন্দ্র বারাবাঙ্কিতে গিয়ে ব্রিজ ভূষণ বলেন, "চার মাস হয়ে গিয়েছে ৷ তাঁরা (কুস্তিগিড়) আমাকে ফাঁসি দিতে চায়। সরকার আমাকে ফাঁসি দিচ্ছে না তাই তাঁরা মঙ্গলবার পদকগুলি গঙ্গায় ভাসাতে হরিদ্বারে জড়ো হয়েছিল ৷ তাদের এসব নাটক ৷"

তাঁর বিরুদ্ধে প্রতিবাদের জন্য গঙ্গায় কুস্তিগিড়রা পদক ভাসানোর যে হুমকি দিয়েছিলেন, এদিন তারও কটাক্ষ করেছেন ব্রিজ ভূষণ। এদিন তিনি বলেন,"যদি আপনাদের (কুস্তিগীরদের) কাছে কোনও প্রমাণ থাকে, তাহলে তা আদালতে দাখিল করুন ৷ আমি যে কোনও শাস্তি মেনে নিতে প্রস্তুত ৷ দিল্লি পুলিশ বিষয়টি তদন্ত করছে। অভিযোগের কোনও সত্যতা থাকলে আমাকে গ্রেফতার করবে ৷" এর সঙ্গেই, তিনি যোগ করেছেন, দিল্লি পুলিশ জানাচ্ছে, যে এখনও পর্যন্ত জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করার মতো কোনও সহায়ক প্রমাণ বা তথ্য পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগের কোনও প্রমাণ নেই ! দাবি দিল্লি পুলিশের

সূত্রের খবর, দিল্লি পুলিশ 15 দিনের মধ্যে এবিষয়ে চূড়ান্ত নথি আদালতে দাখিল করবে। সেই সঙ্গে, চার্জশিট আকারেও তাদের বক্তব্য আদালতে পেশ করতে পারে বলে জানা গিয়েছে ৷ দিল্লি পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, কুস্তিগীরদের অভিয়োগ প্রমাণ করার জন্য কোনও সমর্থনযোগ্য তথ্য তাদের কাছেই নেই ৷ এদিন ব্রিজ ভূষণ জানান, তিনি সাক্ষীদের প্রভাবিত করছেন না বা তথ্য প্রমাণও নষ্ট করছেন না ৷ প্রসঙ্গেত, মঙ্গলবার হরিদ্বারে পৌঁছে গঙ্গায় তাঁদের পদক নিমজ্জিত করতে চেয়েছিলেন কুস্তিগীররা ৷ পরে অবশ্য ব্রিজ ভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে পাঁচ দিনের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তাঁরা ৷ বজরং পুনিয়া, ভিনেশ ফোগত এবং সাক্ষী মালিক-সহ বেশ কয়েকজন ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে তাঁর গ্রেফতারির দাবিতে আন্দোলন করছেন।

অভিযোগ প্রমাণিত হলে নিজেকে ফাঁসিতে ঝোলানোর চ্যালেঞ্জ ব্রিজ ভূষণের

বারাবাঙ্কি (উত্তরপ্রদেশ), 31 মে: যৌন হেনস্তার অভিযোগের প্রেক্ষিতে বুধবার কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং ৷ প্রতিবাদী কুস্তিগীরদের অভিযোগের জবাব দিতে গিয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসের সুরে তিনি জানান, তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তিনি নিজেই নিজেকে ফাঁসি দেবেন। ব্রিজ ভূষণের কথায়, "আমার বিরুদ্ধে একটি অভিযোগও প্রমাণিত হলে, আমি নিজেই নিজেকে ফাঁসি দেব ৷"

উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে যখন জনসভায় ভাষণ দিচ্ছেন জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ সিং এবং সেই মঞ্চ থেকেই যখন তিনি একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, সেই সময় তাৎপর্যপূর্ণভাবে দিল্লি পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, ব্রিজ ভূষণের বিরুদ্ধে ওটা অভিযোগের কোনও সারবত্তাই নেই ৷ আর তাতেই কী আরও বাড়তি অক্সিজেন পেয়েছে ব্রিজ ভূষণ ? অন্তত বারাবাঙ্কির সভা থেকে যে মেজাজ দেখা গেল ব্রিজ ভূষণের তাতে অনেকে মনে করছেন, আদতে কুস্তিগিড়দের অভিযোগ পুলিশ কার্যত উড়িয়ে দেওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে ব্রিজ ভূষণ ৷ এদিন নিজের লোকসভা কেন্দ্র কাইশারগঞ্জের পরিবর্তে পাশের লোকসভা কেন্দ্র বারাবাঙ্কিতে গিয়ে ব্রিজ ভূষণ বলেন, "চার মাস হয়ে গিয়েছে ৷ তাঁরা (কুস্তিগিড়) আমাকে ফাঁসি দিতে চায়। সরকার আমাকে ফাঁসি দিচ্ছে না তাই তাঁরা মঙ্গলবার পদকগুলি গঙ্গায় ভাসাতে হরিদ্বারে জড়ো হয়েছিল ৷ তাদের এসব নাটক ৷"

তাঁর বিরুদ্ধে প্রতিবাদের জন্য গঙ্গায় কুস্তিগিড়রা পদক ভাসানোর যে হুমকি দিয়েছিলেন, এদিন তারও কটাক্ষ করেছেন ব্রিজ ভূষণ। এদিন তিনি বলেন,"যদি আপনাদের (কুস্তিগীরদের) কাছে কোনও প্রমাণ থাকে, তাহলে তা আদালতে দাখিল করুন ৷ আমি যে কোনও শাস্তি মেনে নিতে প্রস্তুত ৷ দিল্লি পুলিশ বিষয়টি তদন্ত করছে। অভিযোগের কোনও সত্যতা থাকলে আমাকে গ্রেফতার করবে ৷" এর সঙ্গেই, তিনি যোগ করেছেন, দিল্লি পুলিশ জানাচ্ছে, যে এখনও পর্যন্ত জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করার মতো কোনও সহায়ক প্রমাণ বা তথ্য পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগের কোনও প্রমাণ নেই ! দাবি দিল্লি পুলিশের

সূত্রের খবর, দিল্লি পুলিশ 15 দিনের মধ্যে এবিষয়ে চূড়ান্ত নথি আদালতে দাখিল করবে। সেই সঙ্গে, চার্জশিট আকারেও তাদের বক্তব্য আদালতে পেশ করতে পারে বলে জানা গিয়েছে ৷ দিল্লি পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, কুস্তিগীরদের অভিয়োগ প্রমাণ করার জন্য কোনও সমর্থনযোগ্য তথ্য তাদের কাছেই নেই ৷ এদিন ব্রিজ ভূষণ জানান, তিনি সাক্ষীদের প্রভাবিত করছেন না বা তথ্য প্রমাণও নষ্ট করছেন না ৷ প্রসঙ্গেত, মঙ্গলবার হরিদ্বারে পৌঁছে গঙ্গায় তাঁদের পদক নিমজ্জিত করতে চেয়েছিলেন কুস্তিগীররা ৷ পরে অবশ্য ব্রিজ ভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে পাঁচ দিনের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তাঁরা ৷ বজরং পুনিয়া, ভিনেশ ফোগত এবং সাক্ষী মালিক-সহ বেশ কয়েকজন ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে তাঁর গ্রেফতারির দাবিতে আন্দোলন করছেন।

Last Updated : May 31, 2023, 4:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.