ETV Bharat / bharat

জন্মদিন-বিবাহ বার্ষিকীতে মেলেনি উপহার, রাগে স্বামীর নাকে ঘুষি মেরে হত্যা স্ত্রীর ! - he did not give gift on birthday in Pune

Wife Kills Husband: স্ত্রীর অভিযোগ ছিল, জন্মদিন ও বিবাহ বার্ষিকীতে স্বামী তাকে কোনও উপহার দেন না ৷ তাই নিয়ে দু'জনের মধ্যে বিবাদ বাধে ৷ রাগে স্বামীর নাক ফাঁটিয়ে দেন স্ত্রী ৷ ঘটনায় মৃত্যু হয়েছে যুবকের ৷

Wife Kills Husband
স্বামীর নাকে ঘুষি মেরে হত্যা স্ত্রীর
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 1:19 PM IST

পুনে, 25 নভেম্বর: স্বামী জন্মদিন বা বিবাহ বার্ষিকীতে কোনও উপহার দেন না ৷ এতেই ক্ষোভ জন্মেছিল যুবতীর মনে ৷ সেই ক্ষোভ বিবাদের চেহারা নেয় ৷ বিবাদ চরমে ওঠায় রাগে ঘুষি মেরে স্বামীর নাকই ফাঁটিয়ে দিলেন স্ত্রী ৷ ঘটনায় নাকের হাড় ভেঙে মৃত্যু হয়েছে যুবকের ৷ মৃতের নাম নিখিল পুষ্পরাজ খান্না (36) ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর দেড়টায় পুনের ওয়ানওয়াদি এলাকায় ৷ পুলিশ অভিযুক্ত যুবতী রেণুকা খান্নাকে (38) গ্রেফতার করেছে ৷

জানা গিয়েছে, নিখিল পেশায় একজন ব্যবসায়ী ৷ নির্মাণ সামগ্রীর ব্যবসা ছিল তাঁর ৷ ছয় বছর আগে নিখিল ও অভিযুক্ত স্ত্রী রেণুকার প্রেম করে বিয়ে হয় । বিয়ের পর থেকেই নানাকারণে দৈনন্দিন জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেত থাকত ৷ শুক্রবার দুপুরে সেই পারিবারিক কলহ আরও বাড়ে ৷ ওইদিন নিখিলের বাবা-মা কাজে বেরিয়ে গেলে তাঁকে স্ত্রী রেণুকা বলেন, "জন্মদিনের উপহার দাওনি কেন? বিবাদ বার্ষিকীতে উপহার দাওনি কেন?" এই বিবাদের জেরে স্বামী নিখিলের নাকে ঘুষি মারেন রেণুকা । তাতে নিখিলে গুরুতর জখম হন ৷ তাঁর নাকের হাড় ভেঙে যায় ৷ এরপর নিখিলকে সসুন হাসপাতালে নিয়ে যাওয়া হয় । নিখিলের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক ।

ওয়ানওয়াদি থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর সঞ্জয় পতঙ্গে বলেন, "গঙ্গা শাখা হল ওয়ানওয়াদি থানার সীমানার মধ্যে থাকা একটি সোসাইটি ৷ নিখিল খান্না নামের একজন ব্যবসায়ী এই সোসাইটিতে তাঁর স্ত্রী, মা ও বাবাকে নিয়ে থাকতেন । শুক্রবার দুপুর দেড়টার দিকে দু'জনের মধ্যে ঝগড়া হয় এবং অভিযুক্ত রেণুকা নিখিলের নাকে ঘুষি মারে । নিখিলের নাকের হাড় ভেঙে যায় । খবর পেয়ে আমরা বাড়িতে গিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য সসুন হাসপাতালে নিয়ে যাই । চিকিৎসক নিখিলকে মৃত ঘোষণা করেন ।"

আরও পড়ুন:

  1. অন্য সম্প্রদায়ের ছেলেকে বিয়েতে আপত্তি, দিদিকে ভুয়ো নার্স দিয়ে খুনের চেষ্টা ভাইয়ের !
  2. বিবাহ বহির্ভূত সম্পর্কে বাঁধা, প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন যুবতীর!
  3. ঋণ-পারিবারিক বিবাদের জের, রাজস্থানে স্ত্রী ও দুই মেয়েকে খুন যুবকের !

পুনে, 25 নভেম্বর: স্বামী জন্মদিন বা বিবাহ বার্ষিকীতে কোনও উপহার দেন না ৷ এতেই ক্ষোভ জন্মেছিল যুবতীর মনে ৷ সেই ক্ষোভ বিবাদের চেহারা নেয় ৷ বিবাদ চরমে ওঠায় রাগে ঘুষি মেরে স্বামীর নাকই ফাঁটিয়ে দিলেন স্ত্রী ৷ ঘটনায় নাকের হাড় ভেঙে মৃত্যু হয়েছে যুবকের ৷ মৃতের নাম নিখিল পুষ্পরাজ খান্না (36) ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর দেড়টায় পুনের ওয়ানওয়াদি এলাকায় ৷ পুলিশ অভিযুক্ত যুবতী রেণুকা খান্নাকে (38) গ্রেফতার করেছে ৷

জানা গিয়েছে, নিখিল পেশায় একজন ব্যবসায়ী ৷ নির্মাণ সামগ্রীর ব্যবসা ছিল তাঁর ৷ ছয় বছর আগে নিখিল ও অভিযুক্ত স্ত্রী রেণুকার প্রেম করে বিয়ে হয় । বিয়ের পর থেকেই নানাকারণে দৈনন্দিন জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেত থাকত ৷ শুক্রবার দুপুরে সেই পারিবারিক কলহ আরও বাড়ে ৷ ওইদিন নিখিলের বাবা-মা কাজে বেরিয়ে গেলে তাঁকে স্ত্রী রেণুকা বলেন, "জন্মদিনের উপহার দাওনি কেন? বিবাদ বার্ষিকীতে উপহার দাওনি কেন?" এই বিবাদের জেরে স্বামী নিখিলের নাকে ঘুষি মারেন রেণুকা । তাতে নিখিলে গুরুতর জখম হন ৷ তাঁর নাকের হাড় ভেঙে যায় ৷ এরপর নিখিলকে সসুন হাসপাতালে নিয়ে যাওয়া হয় । নিখিলের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক ।

ওয়ানওয়াদি থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর সঞ্জয় পতঙ্গে বলেন, "গঙ্গা শাখা হল ওয়ানওয়াদি থানার সীমানার মধ্যে থাকা একটি সোসাইটি ৷ নিখিল খান্না নামের একজন ব্যবসায়ী এই সোসাইটিতে তাঁর স্ত্রী, মা ও বাবাকে নিয়ে থাকতেন । শুক্রবার দুপুর দেড়টার দিকে দু'জনের মধ্যে ঝগড়া হয় এবং অভিযুক্ত রেণুকা নিখিলের নাকে ঘুষি মারে । নিখিলের নাকের হাড় ভেঙে যায় । খবর পেয়ে আমরা বাড়িতে গিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য সসুন হাসপাতালে নিয়ে যাই । চিকিৎসক নিখিলকে মৃত ঘোষণা করেন ।"

আরও পড়ুন:

  1. অন্য সম্প্রদায়ের ছেলেকে বিয়েতে আপত্তি, দিদিকে ভুয়ো নার্স দিয়ে খুনের চেষ্টা ভাইয়ের !
  2. বিবাহ বহির্ভূত সম্পর্কে বাঁধা, প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন যুবতীর!
  3. ঋণ-পারিবারিক বিবাদের জের, রাজস্থানে স্ত্রী ও দুই মেয়েকে খুন যুবকের !
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.