ETV Bharat / bharat

Wife Cuts Husband Tongue: দাম্পত্য কলহের জের, কামড়ে স্বামীর জিভ ছিঁড়ে নিলেন স্ত্রী - লউনয়ের খবর

এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে ৷ দাম্পত্য কলহের জেরে স্বামীর জিভ কামড়ে ছিঁড়ে নিলেন স্ত্রী ৷ মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ (Lucknow shocking incident) ৷

ETV Bharat
স্বামীর জিভ কাটলেন স্ত্রী
author img

By

Published : Jan 27, 2023, 10:41 PM IST

লখনউ, 27 জানুয়ারি: মাঝেমধ্যেই বিবাদ হয় স্বামী-স্ত্রীর ৷ এই দাম্পত্য কলহের জেরে বাপের বাড়ি চলে গিয়েছিলেন মহিলা ৷ স্ত্রী'র রাগ ভাঙিয়ে তাঁকে ও সন্তানকে বাড়ি ফিরিয়ে আনতে গিয়েছিলেন স্বামীই ৷ আর সেটাই হল কাল ৷ দাম্পত্য কলহ মিটিয়ে নেওয়ার বদলে রাগে স্বামীর জিভ কামড়ে ছিঁড়ে নিলেন স্ত্রী ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (husband tongue cut by wife) ৷

উত্তরপ্রদেশের লখনউয়ের ঠাকুরগঞ্জ থানা এলাকার বাসিন্দা মুন্নার সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয়েছিল সালমার ৷ বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে ঝগড়া অশান্তি লেগে থাকত ৷ সম্প্রতি তাঁদের বিবাদ চরমে ওঠে ৷ ফলে মুন্নার বাড়ি ছেড়ে সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যান সালমা ৷ শুক্রবার সালমা ও সন্তানকে ফিরিয়ে আনতে যান মুন্না ৷ কিন্তু ফিরতে রাজি হননি সালমা ৷ সেখানে ফের দু'জনের বিবাদ শুরু হয় ৷ অভিযোগ, এই বিবাদের মাঝেই একসময় মুন্নার উপর ঝাঁপিয়ে পড়েন তাঁর স্ত্রী ৷ কামড়ে তাঁর ভিজ টেনে ছিঁড়ে মাটিতে ফেলে দেন সালমা (wife cut husband tongue in Lucknow)৷

আরও পড়ুন: বিবিসির তথ্যচিত্র দেখানো নিয়ে তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয়, আটক 24 পড়ুয়া

এদিন মুন্না তাঁর সন্তানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ৷ কিন্তু তাতে রাজ হননি সালমা ৷ একে কেন্দ্র করেই এদিন স্বামী-স্ত্রীর মধ্যে ফের বিবাদ শুরু হয় ৷ আর সেখান থেকেই ঘটে এই ঘটনা ৷ এই প্রসঙ্গে লখনউ এর এডিসিপি (পশ্চিম) চিরঞ্জীবনাথ সিং জানিয়েছেন, অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে ৷ আহত ওই ব্যক্তিকে ভরতি করা হয়েছে হাসপাতালে ৷ দাম্পত্য কলহের থেকেই এই ঘটনা ঘটে বলে দাবি পুলিশের ৷ দাম্পত্য কলহের অনেক ঘটনাই সামনে আসে ৷ বিবাদের জেরে খুনের ঘটনার খবরও নতুন নয় ৷ কিন্তু রাগে কামড়ে স্বামীর জিভ টেনে ছিঁড়ে ফেলের এই ঘটনা রীতিমতো আলোড়ন তৈরি করেছে ৷

আরও পড়ুন: চারমাসের গর্ভবতী বধূকে পুড়িয়ে খুন ! দুর্ঘটনা বলে দাবি শ্বশুরবাড়ির

লখনউ, 27 জানুয়ারি: মাঝেমধ্যেই বিবাদ হয় স্বামী-স্ত্রীর ৷ এই দাম্পত্য কলহের জেরে বাপের বাড়ি চলে গিয়েছিলেন মহিলা ৷ স্ত্রী'র রাগ ভাঙিয়ে তাঁকে ও সন্তানকে বাড়ি ফিরিয়ে আনতে গিয়েছিলেন স্বামীই ৷ আর সেটাই হল কাল ৷ দাম্পত্য কলহ মিটিয়ে নেওয়ার বদলে রাগে স্বামীর জিভ কামড়ে ছিঁড়ে নিলেন স্ত্রী ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (husband tongue cut by wife) ৷

উত্তরপ্রদেশের লখনউয়ের ঠাকুরগঞ্জ থানা এলাকার বাসিন্দা মুন্নার সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয়েছিল সালমার ৷ বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে ঝগড়া অশান্তি লেগে থাকত ৷ সম্প্রতি তাঁদের বিবাদ চরমে ওঠে ৷ ফলে মুন্নার বাড়ি ছেড়ে সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যান সালমা ৷ শুক্রবার সালমা ও সন্তানকে ফিরিয়ে আনতে যান মুন্না ৷ কিন্তু ফিরতে রাজি হননি সালমা ৷ সেখানে ফের দু'জনের বিবাদ শুরু হয় ৷ অভিযোগ, এই বিবাদের মাঝেই একসময় মুন্নার উপর ঝাঁপিয়ে পড়েন তাঁর স্ত্রী ৷ কামড়ে তাঁর ভিজ টেনে ছিঁড়ে মাটিতে ফেলে দেন সালমা (wife cut husband tongue in Lucknow)৷

আরও পড়ুন: বিবিসির তথ্যচিত্র দেখানো নিয়ে তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয়, আটক 24 পড়ুয়া

এদিন মুন্না তাঁর সন্তানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ৷ কিন্তু তাতে রাজ হননি সালমা ৷ একে কেন্দ্র করেই এদিন স্বামী-স্ত্রীর মধ্যে ফের বিবাদ শুরু হয় ৷ আর সেখান থেকেই ঘটে এই ঘটনা ৷ এই প্রসঙ্গে লখনউ এর এডিসিপি (পশ্চিম) চিরঞ্জীবনাথ সিং জানিয়েছেন, অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে ৷ আহত ওই ব্যক্তিকে ভরতি করা হয়েছে হাসপাতালে ৷ দাম্পত্য কলহের থেকেই এই ঘটনা ঘটে বলে দাবি পুলিশের ৷ দাম্পত্য কলহের অনেক ঘটনাই সামনে আসে ৷ বিবাদের জেরে খুনের ঘটনার খবরও নতুন নয় ৷ কিন্তু রাগে কামড়ে স্বামীর জিভ টেনে ছিঁড়ে ফেলের এই ঘটনা রীতিমতো আলোড়ন তৈরি করেছে ৷

আরও পড়ুন: চারমাসের গর্ভবতী বধূকে পুড়িয়ে খুন ! দুর্ঘটনা বলে দাবি শ্বশুরবাড়ির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.