নয়াদিল্লি, 1 নভেম্বর: শুধু বিরোধী নেতাদের আইফোনেই কেন অ্যাপলের সতর্কীকরণ এল ? আইফোন হ্যাক করার চেষ্টার অভিযোগ প্রসঙ্গে এই প্রশ্নই তুললেন কংগ্রেসের শীর্ষ নেতা পি চিদম্বরম ৷ রাষ্ট্র-পরিচালিত হ্যাকাররা বিরোধী দলের নেতা-নেত্রীদের আইফোনে হামলার চেষ্টা করছে বলে যে গুরুতর অভিযোগ উঠেছে তার জবাবদিহি করতে গিয়ে কেন্দ্র দাবি করেছে যে, 150টি দেশে এই সতর্কীকরণ পাঠিয়েছে অ্যাপল ৷ এ প্রসঙ্গেই চিদম্বরমের প্রশ্ন, এ দেশের কেন শুধু বেছে বেছে বিরোধী নেতাদের ফোনেই হামলা চালানো হবে ?
চিদম্বরম তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি পোস্টে লিখেছেন, "এটা অনস্বীকার্য যে কয়েকশো বিরোধী নেতা অ্যাপলের কাছ থেকে তাঁদের ফোনে রাষ্ট্রের মদতে পুষ্ট হামলাকারীদের হ্যাকিং-এর চেষ্টার সতর্কতা পেয়েছেন ৷ শুধু বিরোধী নেতারাই কেন ? বিরোধী নেতাদের ফোন হ্যাক করতে কে আগ্রহী হবে ? পেগাসাস রহস্যের পরে (এখনও যার সমাধান হয়নি), সন্দেহের আঙুল একটি সরকারি সংস্থার দিকে নির্দেশ করে । এই মুহূর্তে এটি শুধু একটি সন্দেহ ।"
বেশ কয়েকজন বিরোধী নেতা বিজেপি সরকারের বিরুদ্ধে ডেটা লঙ্ঘনের প্রচেষ্টার অভিযোগ করে জানান যে, তাঁদের ফোন এবং ইমেলে অ্যাপল থেকে বার্তা পেয়েছে । তাঁদের দাবি প্রমাণ করার জন্য তাঁরা অ্যাপলের বার্তার স্ক্রিনশটগুলিও তুলে ধরেন ৷ বিরোধীদের অভিযোগ, "রাষ্ট্র-পরিচালিত আক্রমণকারীরা আইফোনগুলিকে টার্গেট করতে পারে ৷"
-
It is undeniable that hundreds of Opposition leaders got an alert from Apple of a state-sponsored attempt to compromise their phones
— P. Chidambaram (@PChidambaram_IN) November 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Why only Opposition leaders?
Who will be interested in compromising the phones of Opposition leaders?
After the Pegasus mystery (not resolved…
">It is undeniable that hundreds of Opposition leaders got an alert from Apple of a state-sponsored attempt to compromise their phones
— P. Chidambaram (@PChidambaram_IN) November 1, 2023
Why only Opposition leaders?
Who will be interested in compromising the phones of Opposition leaders?
After the Pegasus mystery (not resolved…It is undeniable that hundreds of Opposition leaders got an alert from Apple of a state-sponsored attempt to compromise their phones
— P. Chidambaram (@PChidambaram_IN) November 1, 2023
Why only Opposition leaders?
Who will be interested in compromising the phones of Opposition leaders?
After the Pegasus mystery (not resolved…
আরও পড়ুন: আইফোনে নজরদারি বিতর্ক, মোদিকে চিঠি ইয়েচুরির
কংগ্রেসের শশী থারুর, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, শিবসেনা (ইউবিটি) এর প্রিয়াঙ্কা চতুর্বেদী এবং এএপি-র রাঘব চাড্ডা-সহ আরও অনেকে অ্যাপল থেকে উল্লিখিত বার্তাগুলির স্ক্রিনশট শেয়ার করেছেন । এ বিষয়ে অ্যাপল একটি বিবৃতিতে স্পষ্ট করে যে, তারা "কোনও নির্দিষ্ট রাষ্ট্র-পরিচালিত আক্রমণকারীকে এই বিজ্ঞপ্তির জন্য দায়ী করে না "। বিজ্ঞপ্তিগুলি মিথ্যে সংকেতও হতে পারে বলে বিবৃতিতে লিখেছে অ্যাপল ।
মঙ্গলবার কেন্দ্রের বিরুদ্ধে ফোন আড়িপাতার অভিযোগ সামনে আসার পরই কংগ্রেস নেতা রাহুল গান্ধি বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ৷ কেন্দ্র পেগাসাসের মতো ফোনে আড়িপাতার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন যে, তাঁর ফোনেও আড়িপাততে পারে কেন্দ্র ৷