ETV Bharat / bharat

P Chidambaram: কেন শুধু বিরোধী দলের নেতারাই অ্যাপলের বার্তা পেলেন ? হ্যাকিং প্রশ্নে সরব চিদম্বরম - P Chidambaram

Chidambaram on Alleged Hacking Attempt: বেশ কয়েকজন বিরোধী নেতা বিজেপি সরকারের বিরুদ্ধে তাঁদের আইফোন হ্যাক করার চেষ্টার অভিযোগ এনেছেন ৷ তাঁরা এ প্রসঙ্গে তুলে ধরেছেন অ্যাপলের পাঠানো সতর্কীকরণ বার্তা ৷ এই নিয়ে আজ কেন্দ্রকে একহাত নিলেন চিদম্বরম ৷

Chidambaram
চিদম্বরম
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 12:48 PM IST

Updated : Nov 1, 2023, 6:53 PM IST

নয়াদিল্লি, 1 নভেম্বর: শুধু বিরোধী নেতাদের আইফোনেই কেন অ্যাপলের সতর্কীকরণ এল ? আইফোন হ্যাক করার চেষ্টার অভিযোগ প্রসঙ্গে এই প্রশ্নই তুললেন কংগ্রেসের শীর্ষ নেতা পি চিদম্বরম ৷ রাষ্ট্র-পরিচালিত হ্যাকাররা বিরোধী দলের নেতা-নেত্রীদের আইফোনে হামলার চেষ্টা করছে বলে যে গুরুতর অভিযোগ উঠেছে তার জবাবদিহি করতে গিয়ে কেন্দ্র দাবি করেছে যে, 150টি দেশে এই সতর্কীকরণ পাঠিয়েছে অ্যাপল ৷ এ প্রসঙ্গেই চিদম্বরমের প্রশ্ন, এ দেশের কেন শুধু বেছে বেছে বিরোধী নেতাদের ফোনেই হামলা চালানো হবে ?

চিদম্বরম তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি পোস্টে লিখেছেন, "এটা অনস্বীকার্য যে কয়েকশো বিরোধী নেতা অ্যাপলের কাছ থেকে তাঁদের ফোনে রাষ্ট্রের মদতে পুষ্ট হামলাকারীদের হ্যাকিং-এর চেষ্টার সতর্কতা পেয়েছেন ৷ শুধু বিরোধী নেতারাই কেন ? বিরোধী নেতাদের ফোন হ্যাক করতে কে আগ্রহী হবে ? পেগাসাস রহস্যের পরে (এখনও যার সমাধান হয়নি), সন্দেহের আঙুল একটি সরকারি সংস্থার দিকে নির্দেশ করে । এই মুহূর্তে এটি শুধু একটি সন্দেহ ।"

বেশ কয়েকজন বিরোধী নেতা বিজেপি সরকারের বিরুদ্ধে ডেটা লঙ্ঘনের প্রচেষ্টার অভিযোগ করে জানান যে, তাঁদের ফোন এবং ইমেলে অ্যাপল থেকে বার্তা পেয়েছে । তাঁদের দাবি প্রমাণ করার জন্য তাঁরা অ্যাপলের বার্তার স্ক্রিনশটগুলিও তুলে ধরেন ৷ বিরোধীদের অভিযোগ, "রাষ্ট্র-পরিচালিত আক্রমণকারীরা আইফোনগুলিকে টার্গেট করতে পারে ৷"

  • It is undeniable that hundreds of Opposition leaders got an alert from Apple of a state-sponsored attempt to compromise their phones

    Why only Opposition leaders?

    Who will be interested in compromising the phones of Opposition leaders?

    After the Pegasus mystery (not resolved…

    — P. Chidambaram (@PChidambaram_IN) November 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: আইফোনে নজরদারি বিতর্ক, মোদিকে চিঠি ইয়েচুরির

কংগ্রেসের শশী থারুর, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, শিবসেনা (ইউবিটি) এর প্রিয়াঙ্কা চতুর্বেদী এবং এএপি-র রাঘব চাড্ডা-সহ আরও অনেকে অ্যাপল থেকে উল্লিখিত বার্তাগুলির স্ক্রিনশট শেয়ার করেছেন । এ বিষয়ে অ্যাপল একটি বিবৃতিতে স্পষ্ট করে যে, তারা "কোনও নির্দিষ্ট রাষ্ট্র-পরিচালিত আক্রমণকারীকে এই বিজ্ঞপ্তির জন্য দায়ী করে না "। বিজ্ঞপ্তিগুলি মিথ্যে সংকেতও হতে পারে বলে বিবৃতিতে লিখেছে অ্যাপল ।

মঙ্গলবার কেন্দ্রের বিরুদ্ধে ফোন আড়িপাতার অভিযোগ সামনে আসার পরই কংগ্রেস নেতা রাহুল গান্ধি বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ৷ কেন্দ্র পেগাসাসের মতো ফোনে আড়িপাতার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন যে, তাঁর ফোনেও আড়িপাততে পারে কেন্দ্র ৷

নয়াদিল্লি, 1 নভেম্বর: শুধু বিরোধী নেতাদের আইফোনেই কেন অ্যাপলের সতর্কীকরণ এল ? আইফোন হ্যাক করার চেষ্টার অভিযোগ প্রসঙ্গে এই প্রশ্নই তুললেন কংগ্রেসের শীর্ষ নেতা পি চিদম্বরম ৷ রাষ্ট্র-পরিচালিত হ্যাকাররা বিরোধী দলের নেতা-নেত্রীদের আইফোনে হামলার চেষ্টা করছে বলে যে গুরুতর অভিযোগ উঠেছে তার জবাবদিহি করতে গিয়ে কেন্দ্র দাবি করেছে যে, 150টি দেশে এই সতর্কীকরণ পাঠিয়েছে অ্যাপল ৷ এ প্রসঙ্গেই চিদম্বরমের প্রশ্ন, এ দেশের কেন শুধু বেছে বেছে বিরোধী নেতাদের ফোনেই হামলা চালানো হবে ?

চিদম্বরম তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি পোস্টে লিখেছেন, "এটা অনস্বীকার্য যে কয়েকশো বিরোধী নেতা অ্যাপলের কাছ থেকে তাঁদের ফোনে রাষ্ট্রের মদতে পুষ্ট হামলাকারীদের হ্যাকিং-এর চেষ্টার সতর্কতা পেয়েছেন ৷ শুধু বিরোধী নেতারাই কেন ? বিরোধী নেতাদের ফোন হ্যাক করতে কে আগ্রহী হবে ? পেগাসাস রহস্যের পরে (এখনও যার সমাধান হয়নি), সন্দেহের আঙুল একটি সরকারি সংস্থার দিকে নির্দেশ করে । এই মুহূর্তে এটি শুধু একটি সন্দেহ ।"

বেশ কয়েকজন বিরোধী নেতা বিজেপি সরকারের বিরুদ্ধে ডেটা লঙ্ঘনের প্রচেষ্টার অভিযোগ করে জানান যে, তাঁদের ফোন এবং ইমেলে অ্যাপল থেকে বার্তা পেয়েছে । তাঁদের দাবি প্রমাণ করার জন্য তাঁরা অ্যাপলের বার্তার স্ক্রিনশটগুলিও তুলে ধরেন ৷ বিরোধীদের অভিযোগ, "রাষ্ট্র-পরিচালিত আক্রমণকারীরা আইফোনগুলিকে টার্গেট করতে পারে ৷"

  • It is undeniable that hundreds of Opposition leaders got an alert from Apple of a state-sponsored attempt to compromise their phones

    Why only Opposition leaders?

    Who will be interested in compromising the phones of Opposition leaders?

    After the Pegasus mystery (not resolved…

    — P. Chidambaram (@PChidambaram_IN) November 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: আইফোনে নজরদারি বিতর্ক, মোদিকে চিঠি ইয়েচুরির

কংগ্রেসের শশী থারুর, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, শিবসেনা (ইউবিটি) এর প্রিয়াঙ্কা চতুর্বেদী এবং এএপি-র রাঘব চাড্ডা-সহ আরও অনেকে অ্যাপল থেকে উল্লিখিত বার্তাগুলির স্ক্রিনশট শেয়ার করেছেন । এ বিষয়ে অ্যাপল একটি বিবৃতিতে স্পষ্ট করে যে, তারা "কোনও নির্দিষ্ট রাষ্ট্র-পরিচালিত আক্রমণকারীকে এই বিজ্ঞপ্তির জন্য দায়ী করে না "। বিজ্ঞপ্তিগুলি মিথ্যে সংকেতও হতে পারে বলে বিবৃতিতে লিখেছে অ্যাপল ।

মঙ্গলবার কেন্দ্রের বিরুদ্ধে ফোন আড়িপাতার অভিযোগ সামনে আসার পরই কংগ্রেস নেতা রাহুল গান্ধি বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ৷ কেন্দ্র পেগাসাসের মতো ফোনে আড়িপাতার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন যে, তাঁর ফোনেও আড়িপাততে পারে কেন্দ্র ৷

Last Updated : Nov 1, 2023, 6:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.