ETV Bharat / bharat

Rahul Gandhi: রাহুলের বিদেশ সফর রহস্যে ঘেরা বলে অভিযোগ অমিত মালব্যর - ফার্স্ট লেডি জিল বাইডেন

যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে পা রেখেছেন, তাঁর প্রতিপক্ষ ও কংগ্রেস নেতা রাহুল গান্ধি সেদিনই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরতে চলেছেন । মঙ্গলবার মার্কিন সফর শুরু হল মোদির ৷

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By

Published : Jun 20, 2023, 8:20 PM IST

Updated : Jun 20, 2023, 8:28 PM IST

হায়দরাবাদ, 20 জুন: পাঁচদিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে মঙ্গলবার ওই দেশে পৌঁছেছেন তিনি ৷ অথচ সেই দিনই মার্কিন মুলুক ছেড়ে ভারতে ফিরছেন কংগ্রেসের রাহুল গান্ধি ৷ এই বিষয়টি সামনে আসতেই কংগ্রেসের এই নেতাকে টুইটারে খোঁচা দিয়েছেন বিজেপির অমিত মালব্য ৷ প্রশ্ন তুলেছেন, রাহুল গান্ধি এত ঘন ঘন বিদেশ সফর কেন করেন ?

টুইটারে তিনি লিখেছেন, ‘‘কেন রাহুল গান্ধি বিদেশে এত বেশি সময় কাটান ? বিশেষ করে তার সফরের একটি বড় অংশ কেন রহস্যে ঢাকা থাকে ?’’ একই সঙ্গে গেরুয়া শিবিরের এই নেতা অভিযোগ করেছেন, "বিদেশি সংস্থা ও ভারতের স্বার্থের বিরোধী গোষ্ঠীর সঙ্গে তাঁর গোপন বৈঠকের বেশ কয়েকটি প্রতিবেদন সামনে এসেছে ৷ যা তাঁর এই সফরের উদ্দেশ্য নিয়ে আরও প্রশ্ন তুলেছে ৷’’

  • Why does Rahul Gandhi spend so much time abroad, especially with a large part of his trips being shrouded in mystery? Several reports on his clandestine meetings with foreign agencies and groups inimical to India’s interest raise further questions on the purpose of these visits… https://t.co/H1Ip3bFKp9

    — Amit Malviya (@amitmalviya) June 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাহুল গান্ধি গত মাসের শেষের দিকে ছ’দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যান ৷ সেখানে তিনি ভারতীয় প্রবাসী, পুঁজিপতি, প্রযুক্তি বিশেষজ্ঞ ও ছাত্রদের সঙ্গে নানা অনুষ্ঠানে যোগ দেন ৷ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন । সেখানে তাঁর মন্তব্য নিয়ে গত কয়েকদিন ধরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে ৷ বিজেপি রাহুলের বিরুদ্ধে বিদেশে ভারতের দুর্নাম করার অভিযোগ করেছে ৷

এদিকে প্রধানমন্ত্রী যখন বিদেশে, সেই সময় বিহারের পটনায় মোদি বিরোধী রাজনৈতিক নেতারা বৈঠকে বসতে চলেছেন ৷ সেই বৈঠকে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটের সলতে পাকানো হবে বলেই রাজনৈতিক মহলের মত ৷ সেখানে উপস্থিত থাকবেন রাহুল গান্ধি ৷ তাই সেখানে তিনি কী বলেন, সেই দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের ৷

আরও পড়ুন: ‘ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত হবে,’ প্রথম ‘স্টেট ভিজিটে’ যাওয়ার আগে বার্তা মোদির

হায়দরাবাদ, 20 জুন: পাঁচদিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে মঙ্গলবার ওই দেশে পৌঁছেছেন তিনি ৷ অথচ সেই দিনই মার্কিন মুলুক ছেড়ে ভারতে ফিরছেন কংগ্রেসের রাহুল গান্ধি ৷ এই বিষয়টি সামনে আসতেই কংগ্রেসের এই নেতাকে টুইটারে খোঁচা দিয়েছেন বিজেপির অমিত মালব্য ৷ প্রশ্ন তুলেছেন, রাহুল গান্ধি এত ঘন ঘন বিদেশ সফর কেন করেন ?

টুইটারে তিনি লিখেছেন, ‘‘কেন রাহুল গান্ধি বিদেশে এত বেশি সময় কাটান ? বিশেষ করে তার সফরের একটি বড় অংশ কেন রহস্যে ঢাকা থাকে ?’’ একই সঙ্গে গেরুয়া শিবিরের এই নেতা অভিযোগ করেছেন, "বিদেশি সংস্থা ও ভারতের স্বার্থের বিরোধী গোষ্ঠীর সঙ্গে তাঁর গোপন বৈঠকের বেশ কয়েকটি প্রতিবেদন সামনে এসেছে ৷ যা তাঁর এই সফরের উদ্দেশ্য নিয়ে আরও প্রশ্ন তুলেছে ৷’’

  • Why does Rahul Gandhi spend so much time abroad, especially with a large part of his trips being shrouded in mystery? Several reports on his clandestine meetings with foreign agencies and groups inimical to India’s interest raise further questions on the purpose of these visits… https://t.co/H1Ip3bFKp9

    — Amit Malviya (@amitmalviya) June 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাহুল গান্ধি গত মাসের শেষের দিকে ছ’দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যান ৷ সেখানে তিনি ভারতীয় প্রবাসী, পুঁজিপতি, প্রযুক্তি বিশেষজ্ঞ ও ছাত্রদের সঙ্গে নানা অনুষ্ঠানে যোগ দেন ৷ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন । সেখানে তাঁর মন্তব্য নিয়ে গত কয়েকদিন ধরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে ৷ বিজেপি রাহুলের বিরুদ্ধে বিদেশে ভারতের দুর্নাম করার অভিযোগ করেছে ৷

এদিকে প্রধানমন্ত্রী যখন বিদেশে, সেই সময় বিহারের পটনায় মোদি বিরোধী রাজনৈতিক নেতারা বৈঠকে বসতে চলেছেন ৷ সেই বৈঠকে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটের সলতে পাকানো হবে বলেই রাজনৈতিক মহলের মত ৷ সেখানে উপস্থিত থাকবেন রাহুল গান্ধি ৷ তাই সেখানে তিনি কী বলেন, সেই দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের ৷

আরও পড়ুন: ‘ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত হবে,’ প্রথম ‘স্টেট ভিজিটে’ যাওয়ার আগে বার্তা মোদির

Last Updated : Jun 20, 2023, 8:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.