ETV Bharat / bharat

Air India Flight Nuisance: বৃদ্ধার গায়ে প্রস্রাবের ঘটনার একমাস পর কেন অভিযোগ দায়ের, প্রশ্নের মুখে বিমান সংস্থা - ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর

নিউইয়র্ক-দিল্লি বিমানে এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠেছে (case of urinating on elderly female passenger) ৷ এই ঘটনায় একমাস পর কেন পুলিশের কাছে অভিযোগ দায়ের হল, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বিষয়টি নিয়ে পদক্ষেপ করতে চলেছে ডিজিসিএ (DGCA) ৷

Air India
এয়ার ইন্ডিয়া
author img

By

Published : Jan 5, 2023, 4:37 PM IST

নয়াদিল্লি, 5 জানুয়ারি: নিউইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে একজন 70 বছর বয়সী বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠেছে (case of urinating on elderly female passenger) ৷ সেই ঘটনায় বুধবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থানায় (IGI Airport PS) অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযুক্ত যাত্রীর খোঁজে ইতিমধ্যেই দিল্লি পুলিশের দল মুম্বই রওনা হয়েছে বলে জানা গিয়েছে । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে অভিযুক্ত মুম্বইয়ের (Mumbai) বাসিন্দা ৷ সেই কারণেই তদন্তকারীরা দিল্লি গিয়েছেন ৷

এই ঘটনাটি 26 নভেম্বর ঘটেছিল বলে জানা গিয়েছে ৷ বৃদ্ধা টাটা গ্রুপের (Tata Group) চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে একটি চিঠি লিখে অভিযোগ করেন ৷ তার পর এয়ার ইন্ডিয়ার (Air India) আধিকারিকরা এক মাস ধরে তদন্ত করেন ৷ সেই তদন্ত শেষের পরে 28 ডিসেম্বরে লিখিত অভিযোগ দায়ের করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ । তবে 26 নভেম্বর যখন ঘটনাটি ঘটেছিল এবং ওই সময় ওই মহিলা যাত্রী লিখিত অভিযোগ করেছিলেন, তখন কেন এক মাস পর পুলিশের কাছে এই অভিযোগ করা হল, সেই প্রশ্ন উঠেছে ৷ পুলিশ সেই বিষয়টিও খতিয়ে দেখছে ।

এই বিষয়ে ডিজিসিএ-ও পদক্ষেপ করবে বলেও জানা গিয়েছে ৷ এর কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট বিমান সংস্থাকেও নোটিশ দিতে চলেছে ডিজিসিএ (DGCA) ৷ তাঁদের সন্দেহ, ওই ঘটনার সময় সংশ্লিষ্ট বিমানের ক্রু যাঁরা ছিলেন, তাঁরা ঠিকমতো দায়িত্ব পালন করেননি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 26 নভেম্বর একটি ফ্লাইট নিউইয়র্ক থেকে দিল্লি আসছিল । ঘটনাটি ঘটে লাঞ্চের পর ৷ সেই সময় একজন যাত্রী বিমানের মধ্যেই একজন বয়স্ক মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করতে শুরু করেন । এতে তাঁর জামাকাপড়, জুতো ও ব্যাগ ভিজে যায় । নির্যাতিতা ক্রুর সদস্যদের কাছে এই বিষয়ে অভিযোগ করেছিলেন । অভিযোগ, তাঁরা বিষয়টিকে গুরুত্ব দেননি ৷ শুধু মহিলাকে আসন পরিবর্তনের পরামর্শ দেন ৷

অভিযোগ, পরে বৃদ্ধ মহিলাকে আবারও একই আসনে বসতে বলা হয়, যেখানে দুর্গন্ধ বের হচ্ছিল । ওই যাত্রীর অভিযোগ, বিজনেস ক্লাসে বেশি সিট খালি থাকলেও তাঁকে আবার একই আসনে বসতে বলা হয় । অভিযুক্ত যাত্রী দিল্লি বিমানবন্দরে নামার সময়ও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এবং তাঁকে সহজে বাইরে যেতে দেওয়া হয় । এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে ডিজিসিএ ৷ তারা জানিয়েছে যে যাঁরা কর্তব্যে অবহেলা করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । তবে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন যে এই নিয়ে তাঁদের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে ।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব মদ্যপ পুরুষ যাত্রীর !

নয়াদিল্লি, 5 জানুয়ারি: নিউইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে একজন 70 বছর বয়সী বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠেছে (case of urinating on elderly female passenger) ৷ সেই ঘটনায় বুধবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থানায় (IGI Airport PS) অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযুক্ত যাত্রীর খোঁজে ইতিমধ্যেই দিল্লি পুলিশের দল মুম্বই রওনা হয়েছে বলে জানা গিয়েছে । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে অভিযুক্ত মুম্বইয়ের (Mumbai) বাসিন্দা ৷ সেই কারণেই তদন্তকারীরা দিল্লি গিয়েছেন ৷

এই ঘটনাটি 26 নভেম্বর ঘটেছিল বলে জানা গিয়েছে ৷ বৃদ্ধা টাটা গ্রুপের (Tata Group) চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে একটি চিঠি লিখে অভিযোগ করেন ৷ তার পর এয়ার ইন্ডিয়ার (Air India) আধিকারিকরা এক মাস ধরে তদন্ত করেন ৷ সেই তদন্ত শেষের পরে 28 ডিসেম্বরে লিখিত অভিযোগ দায়ের করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ । তবে 26 নভেম্বর যখন ঘটনাটি ঘটেছিল এবং ওই সময় ওই মহিলা যাত্রী লিখিত অভিযোগ করেছিলেন, তখন কেন এক মাস পর পুলিশের কাছে এই অভিযোগ করা হল, সেই প্রশ্ন উঠেছে ৷ পুলিশ সেই বিষয়টিও খতিয়ে দেখছে ।

এই বিষয়ে ডিজিসিএ-ও পদক্ষেপ করবে বলেও জানা গিয়েছে ৷ এর কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট বিমান সংস্থাকেও নোটিশ দিতে চলেছে ডিজিসিএ (DGCA) ৷ তাঁদের সন্দেহ, ওই ঘটনার সময় সংশ্লিষ্ট বিমানের ক্রু যাঁরা ছিলেন, তাঁরা ঠিকমতো দায়িত্ব পালন করেননি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 26 নভেম্বর একটি ফ্লাইট নিউইয়র্ক থেকে দিল্লি আসছিল । ঘটনাটি ঘটে লাঞ্চের পর ৷ সেই সময় একজন যাত্রী বিমানের মধ্যেই একজন বয়স্ক মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করতে শুরু করেন । এতে তাঁর জামাকাপড়, জুতো ও ব্যাগ ভিজে যায় । নির্যাতিতা ক্রুর সদস্যদের কাছে এই বিষয়ে অভিযোগ করেছিলেন । অভিযোগ, তাঁরা বিষয়টিকে গুরুত্ব দেননি ৷ শুধু মহিলাকে আসন পরিবর্তনের পরামর্শ দেন ৷

অভিযোগ, পরে বৃদ্ধ মহিলাকে আবারও একই আসনে বসতে বলা হয়, যেখানে দুর্গন্ধ বের হচ্ছিল । ওই যাত্রীর অভিযোগ, বিজনেস ক্লাসে বেশি সিট খালি থাকলেও তাঁকে আবার একই আসনে বসতে বলা হয় । অভিযুক্ত যাত্রী দিল্লি বিমানবন্দরে নামার সময়ও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এবং তাঁকে সহজে বাইরে যেতে দেওয়া হয় । এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে ডিজিসিএ ৷ তারা জানিয়েছে যে যাঁরা কর্তব্যে অবহেলা করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । তবে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন যে এই নিয়ে তাঁদের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে ।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব মদ্যপ পুরুষ যাত্রীর !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.