আমেদাবাদ, 12 সেপ্টেম্বর : কে হবেন গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রী ? রাজ্যের জন্য এখন এই প্রশ্ন-ই লাখ টাকার ৷ জল্পনাও শোনা যাচ্ছে নানা প্রকার ৷ রবিবারই নরেন্দ্র সিং তোমর (Narendra Singh Tomar) এবং তরুণ চুঘ (Tarun Chugh) গুজরাত পৌঁছেছেন ৷ গুজরাতের বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এনিয়ে বৈঠকেও বসেছেন দলীয় বিধায়কদের সঙ্গে ৷ ঘোষণা হবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ৷ তবে তার আগেই বিজয় রুপানির পরবর্তী যোগ্য পাঁচ সম্ভাব্য প্রার্থীর তালিকা তৈরি করল ইটিভি ভারত ৷ দেখে নিন তাঁরা কারা...
গোর্ধন জ়াদাফিয়া (Gordhan Zadafia)
গোর্ধন জ়াদাফিয়া (67) বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য এবং রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের (Keshubhai Patel) ঘনিষ্ট বলে পরিচিত ৷ পার্টি এবং তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল ৷ তারপর তিনি মহা গুজরাত জনতা পার্টি চালু করেন এবং পরে কেশুভাই প্যাটেলের গুজরাট পরিবর্তন পার্টিতে যোগ দেন । পরে আবার তিনি বিজেপিতে ফিরে আসেন । বর্তমানে তিনি গুজরাত বিজেপির সহ-সভাপতি । জ়াদাফিয়া ভাবনগর জেলার থাসাভিলেজের একজন লাউভা পতিদার (Leuva Patidar) । পাশাপাশি তিনি একজন অভিজ্ঞ রাজনীতিক, তিনি 2002 সালের গুজরাত দাঙ্গার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন ।
নিতিন প্যাটেল (Nitin Patel)
নিতিন প্যাটেল (65) বিজেপির একজন প্রবীণ কদভ পতিদার (Kadva Patidar) নেতা, যাঁর শিকড় রয়েছে মেহসানা জেলায় । বর্তমানে তিনি রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী । 1995 সালে ক্যাবিনেট মন্ত্রী হন ৷ তারপর থেকে অর্থ ও স্বাস্থ্য-সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন । 2016 সালে যখন আনন্দীবেন প্যাটেলর পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তাঁর নাম উঠে আসে ৷
মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya)
ভাবনগর জেলার হানল গ্রামের কৃষক পরিবারের জন্মগ্রহণ করা মনসুখ মান্ডব্য (49) লাউভা প্যাটেল গোষ্ঠীর একটি শক্তিশালী উপ-জাতির সদস্য ৷ 2012 সালে রাজ্যসভায় নির্বাচিত হন তিনি । 2016 সালে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে প্রতিমন্ত্রী হিসাবে অন্তর্ভুক্ত হন । জুলাইয়ে ক্যাবিনেট মন্ত্রীপদে উন্নীত হয়েছেন ৷ স্বাস্থ্যের দায়িত্ব সামলাচ্ছেন ৷ ৷ 1992 সালে এবিভিপিতে যোগদান এবং 2002 সালে প্রথম বিধানসভা নির্বাচনে জয়লাভের পর থেকে রাজনৈতিক কেরিয়ারে দ্রুত অগ্রগতি অর্জন করেছেন মান্ডব্য ।
প্রফুল খোদাভাই প্যাটেল (Praful Khodabhai Patel)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খুব ঘনিষ্ঠ বলে বিবেচিত মেহসানা জেলার উমতা গ্রামের প্রফুল খোদাভাই প্যাটেল (63) । মোদির মুখ্যমন্ত্রিত্বেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন । নির্বাচনে এখনও পর্যন্ত তাঁর একমাত্র সাফল্য আসে 2007 সালে । তখন তিনি বিজেপি প্রার্থী হিসাবে হিম্মতনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ।
সিআর পাটিল (CR Paatil)
সিআর পাটিল (66) নবসারি থেকে তিনবার সাংসদ পদে নির্বাচিত হয়েছেন ৷ পরে জুলাইতেই বিজেপির রাজ্য সভাপতি নিযুক্ত হন । রাজ্য সভাপতি হিসাবে তিনি বিধানসভা নির্বাচনে 182টি আসনের লক্ষ্যে দলীয় সংগঠনে বেশ কিছু পরিবর্তন এনেছেন । মহারাষ্ট্রের জলগাঁয়ের বাসিন্দা পাটিল রাজনীতিতে যোগ দেওয়ার আগে গুজরাত পুলিশে চাকরি করেছেন ।
আরও পড়ুন : Prashant Kishor : পিকেকে দলে নেওয়া নিয়ে দ্বিধাবিভক্ত কংগ্রেস