নয়া দিল্লি, 20 অগস্ট : কোভিশিল্ডের (Covishield) ভুয়ো ডোজ় । হ্যাঁ ঠিকই শুনেছেন । তাও আবার তা পাওয়া গিয়েছে ভারতে । শুধু ভারত নয়, আফ্রিকাতেও এর সন্ধান মিলেছে । এমনই জানাল খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization, WHO) ৷ একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে একটি বিবৃতিতে তারা জানায়, ভারত ও আফ্রিকায় জুলাই-অগস্টে এই ভ্যাকসিনের নকল ডোজ় বাজেয়াপ্ত করেছে কর্তৃপক্ষ ৷
এই ভ্যাকসিনের প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (Serum Institute of India) ওই ডোজগুলি ভুয়ো বলে নিশ্চিত করেছে ৷ এই জাল ভ্যাকসিন "বিশ্বের মানুষের স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক" বলে সতর্ক করেছে হু ৷ এরকম ভুয়ো ভ্যাকসিনের সরবরাহ রোখার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷
অ্যাস্ট্রাজেনেকার (AstraZeneca) প্রযুক্তিতে ভারতের সেরাম ইনস্টিটিউট বা এসআইআই-এ উৎপাদিত হয় কোভিশিল্ড ৷ এখনও পর্যন্ত ভারতে 48 কোটিরও বেশি মানুষকে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ এমনকি অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া দেশগুলিকে সাহায্যের উদ্দেশ্যে সরকারের বিভিন্ন প্রকল্প আর আন্তর্জাতিক কোভ্যাক্স প্রকল্পের (Covax Scheme) আওতায় সেরাম সংস্থা এশিয়া, আফ্রিকা আর দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে কয়েক লক্ষ কোভিশিল্ড পাঠিয়েছে ৷
বিশ্বে কোভিড-19-এ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত ৷ এ বছরের শেষে দেশের সব নাগরিককে ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ৷ 2021-এর জানুয়ারিতে দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয় ৷ এখনও অবধি দেশের নাগরিকের প্রায় 13 শতাংশকে ভ্যাকসিনের দু'টি ডোজ দেওয়া হয়েছে ৷