ETV Bharat / bharat

বিদ্রোহী আজাদে আবেগপ্রবণ হয়ে মোদি কাকে জবাব দিলেন ? - Congress MP

আজ, সংসদের উচ্চকক্ষে চার সাংসদের ফেয়ারওয়েল স্পিচ দেন প্রধানমন্ত্রী৷ ওই চার সাংসদের মধ্যে অন্যতম কংগ্রেসের গুলাম নবি আজাদ৷ যিনি রাজ্যসভায় বিরোধী দলনেতাও৷ তাঁর সম্পর্কে বলতে গিয়ে আবেগে ভেসে যান মোদি৷ কেঁদেও ফেলেন৷ বক্তৃতার শেষ অংশটুকু কার্যত ধরা গলায় বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে৷ স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠছে, কংগ্রেসের এক সাংসদ সম্পর্কে হঠাৎ করে এত আবেগময় কেন হয়ে উঠলেন প্রধানমন্ত্রী?

বিদ্রোহী আজাদে আবেগপ্রবণ হয়ে মোদি কাকে জবাব দিলেন ?
বিদ্রোহী আজাদে আবেগপ্রবণ হয়ে মোদি কাকে জবাব দিলেন ?
author img

By

Published : Feb 9, 2021, 11:13 PM IST

দিল্লি, 9 ফেব্রুয়ারি : শত্রুর শত্রু বন্ধু৷ এই কথাটি আমরা অনেকেই শুনেছি৷ অনেকেই জীবনের চলার পথে তা প্রয়োগ করে থাকেন৷ তবে রাজনীতির ময়দানে এই পথ অনেককেই নিতে দেখা যায়৷ মঙ্গলবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের পরই এই বাক্যটাই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে রাজনৈতিক মহলে৷

কেন?

সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আগে ঘটনাটিতে একটু আলোকপাত করতে হবে৷ আজ, সংসদের উচ্চকক্ষে চার সাংসদের ফেয়ারওয়েল স্পিচ দেন প্রধানমন্ত্রী৷ ওই চার সাংসদের মধ্যে অন্যতম কংগ্রেসের গুলাম নবি আজাদ৷ যিনি রাজ্যসভায় বিরোধী দলনেতাও৷ তাঁর সম্পর্কে বলতে গিয়ে আবেগে ভেসে যান মোদি৷ কেঁদেও ফেলেন৷ বক্তৃতার শেষ অংশটুকু কার্যত ধরা গলায় বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে৷

বিদ্রোহী আজাদে আবেগপ্রবণ হয়ে মোদি কাকে জবাব দিলেন ?

স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠছে, কংগ্রেসের এক সাংসদ সম্পর্কে হঠাৎ করে এত আবেগময় কেন হয়ে উঠলেন প্রধানমন্ত্রী?

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, এটা আসলে কাঁটা দিয়ে কাঁটা তোলার ছক৷ কারণ, সাম্প্রতিক কালে কংগ্রেসের অন্দরমহলে বেহাল দশা নিয়ে সবচেয়ে বেশি সরব হয়েছেন গুলাম নবি আজাদ৷ কংগ্রেসের স্থায়ী সভাপতি চেয়ে যে নেতারা বিদ্রোহ করেছিলেন, তার পুরোভাগে ছিলেন এই কাশ্মিরী নেতা৷ অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে তাঁর সইও ছিল৷

আরও পড়ুন : মেয়াদ শেষ আজাদের, আবেগে ভাসলেন মোদি

ফলে তাঁকে কাছে টেনে আসলে মোদি তির ছুঁড়লেন গান্ধী পরিবারের দিকে৷ আর কংগ্রেসের অন্য বিদ্রোহী নেতাদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী৷ বোঝাতে চাইলেন, তাঁদের প্রতিও তাঁর (মোদি) সহানুভূতি রয়েছে৷

দিল্লি, 9 ফেব্রুয়ারি : শত্রুর শত্রু বন্ধু৷ এই কথাটি আমরা অনেকেই শুনেছি৷ অনেকেই জীবনের চলার পথে তা প্রয়োগ করে থাকেন৷ তবে রাজনীতির ময়দানে এই পথ অনেককেই নিতে দেখা যায়৷ মঙ্গলবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের পরই এই বাক্যটাই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে রাজনৈতিক মহলে৷

কেন?

সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আগে ঘটনাটিতে একটু আলোকপাত করতে হবে৷ আজ, সংসদের উচ্চকক্ষে চার সাংসদের ফেয়ারওয়েল স্পিচ দেন প্রধানমন্ত্রী৷ ওই চার সাংসদের মধ্যে অন্যতম কংগ্রেসের গুলাম নবি আজাদ৷ যিনি রাজ্যসভায় বিরোধী দলনেতাও৷ তাঁর সম্পর্কে বলতে গিয়ে আবেগে ভেসে যান মোদি৷ কেঁদেও ফেলেন৷ বক্তৃতার শেষ অংশটুকু কার্যত ধরা গলায় বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে৷

বিদ্রোহী আজাদে আবেগপ্রবণ হয়ে মোদি কাকে জবাব দিলেন ?

স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠছে, কংগ্রেসের এক সাংসদ সম্পর্কে হঠাৎ করে এত আবেগময় কেন হয়ে উঠলেন প্রধানমন্ত্রী?

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, এটা আসলে কাঁটা দিয়ে কাঁটা তোলার ছক৷ কারণ, সাম্প্রতিক কালে কংগ্রেসের অন্দরমহলে বেহাল দশা নিয়ে সবচেয়ে বেশি সরব হয়েছেন গুলাম নবি আজাদ৷ কংগ্রেসের স্থায়ী সভাপতি চেয়ে যে নেতারা বিদ্রোহ করেছিলেন, তার পুরোভাগে ছিলেন এই কাশ্মিরী নেতা৷ অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে তাঁর সইও ছিল৷

আরও পড়ুন : মেয়াদ শেষ আজাদের, আবেগে ভাসলেন মোদি

ফলে তাঁকে কাছে টেনে আসলে মোদি তির ছুঁড়লেন গান্ধী পরিবারের দিকে৷ আর কংগ্রেসের অন্য বিদ্রোহী নেতাদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী৷ বোঝাতে চাইলেন, তাঁদের প্রতিও তাঁর (মোদি) সহানুভূতি রয়েছে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.