ETV Bharat / bharat

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্বস্বাস্থ্য সংস্থা - ভারত

ওই সংস্থার মহাসচিবের তরফে টুইটারের মাধ্যমে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে যে ভারতের পরিস্থিতি ভয়ঙ্কর ৷ আর এর থেকে বোঝা যাচ্ছে ঠিক কী কী করার ক্ষমতা রয়েছে এই ভাইরাসের ৷ তাই এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন ৷

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্বস্বাস্থ্য সংস্থা
ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্বস্বাস্থ্য সংস্থা
author img

By

Published : Apr 23, 2021, 8:27 PM IST

কলকাতা, 23 এপ্রিল : করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের ধাক্কা লেগেছে ভারতে ৷ পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করেছে ৷ আর ভারতের এই পরিস্থিতি এবার উদ্বেগ প্রকাশ করা হল বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে ৷

ওই সংস্থার মহাসচিবের তরফে টুইটারের মাধ্যমে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে যে ভারতের পরিস্থিতি ভয়ঙ্কর ৷ আর এর থেকে বোঝা যাচ্ছে ঠিক কী কী করার ক্ষমতা রয়েছে এই ভাইরাসের ৷ তাই এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন ৷

  • "I offer my deep condolences to everyone in #India who has lost someone they love. And I offer my deep commitment that WHO & our partners in the @ACTAccelerator stand with the government & people of 🇮🇳 & will do everything we can to save as many lives as we can"-@DrTedros

    — World Health Organization (WHO) (@WHO) April 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাসচিব টেড্রস অন্য একটি টুইটে ভারতে করোনার সংক্রমণে যাঁদের প্রাণ গিয়েছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ৷ আর এই সংকটের সময়ের ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন ৷

  • "The situation in #India is a devastating reminder of what this virus can do and why we must marshal every tool against it in a comprehensive and integrated approach: public health measures, vaccines, diagnostics and therapeutics"-@DrTedros

    — World Health Organization (WHO) (@WHO) April 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর এই নিয়ে করা তৃতীয় টুইটটিতেই মূলত ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷ একই সঙ্গে করোনার সংক্রমণ ঠেকাতে ভারত সরকার যে পদক্ষেপ করছে, তার প্রশংসা করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা ৷

আরও পড়ুন : কোভিশিল্ডের আরও 5 লাখ ডোজ় রাজ্যে

কলকাতা, 23 এপ্রিল : করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের ধাক্কা লেগেছে ভারতে ৷ পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করেছে ৷ আর ভারতের এই পরিস্থিতি এবার উদ্বেগ প্রকাশ করা হল বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে ৷

ওই সংস্থার মহাসচিবের তরফে টুইটারের মাধ্যমে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে যে ভারতের পরিস্থিতি ভয়ঙ্কর ৷ আর এর থেকে বোঝা যাচ্ছে ঠিক কী কী করার ক্ষমতা রয়েছে এই ভাইরাসের ৷ তাই এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন ৷

  • "I offer my deep condolences to everyone in #India who has lost someone they love. And I offer my deep commitment that WHO & our partners in the @ACTAccelerator stand with the government & people of 🇮🇳 & will do everything we can to save as many lives as we can"-@DrTedros

    — World Health Organization (WHO) (@WHO) April 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাসচিব টেড্রস অন্য একটি টুইটে ভারতে করোনার সংক্রমণে যাঁদের প্রাণ গিয়েছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ৷ আর এই সংকটের সময়ের ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন ৷

  • "The situation in #India is a devastating reminder of what this virus can do and why we must marshal every tool against it in a comprehensive and integrated approach: public health measures, vaccines, diagnostics and therapeutics"-@DrTedros

    — World Health Organization (WHO) (@WHO) April 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর এই নিয়ে করা তৃতীয় টুইটটিতেই মূলত ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷ একই সঙ্গে করোনার সংক্রমণ ঠেকাতে ভারত সরকার যে পদক্ষেপ করছে, তার প্রশংসা করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা ৷

আরও পড়ুন : কোভিশিল্ডের আরও 5 লাখ ডোজ় রাজ্যে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.