হায়দরাবাদ, 20 জুলাই : ভারতে তৈরি করোনার প্রতিষেধক (Covid Vaccine) কোভ্যাকসিনকে এখনও পর্যন্ত ছাড়পত্র দেয়নি বিশ্বস্বাস্থ্য সংস্থা (World Health Organization) বা হু ৷ জরুরি ভিত্তিতে এই টিকা ব্য়বহারের জন্য ছাড়পত্রের দাবিতে ইতিমধ্যেই হু-এর কাছে আবেদন করেছে কোভ্যাকসিনের (Covaxin) প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক (Bharat Biotech) ৷ সেই আবেদন আপাতত খতিয়ে দেখছে হু (WHO) ৷
কোভ্যাকসিন দেওয়ার সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে ওই হু-এর তরফে জানানো হয়েছে ৷ বিশ্বস্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে এই নিয়ে জানানো হয়েছে যে গত 6 জুলাই থেকে সমস্ত তথ্য নেওয়া হচ্ছে ৷ কিন্তু এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷
আরও পড়ুন : Corona in India : 125 দিন পর দৈনিক সংক্রমণ নামল তিরিশ হাজারে, কমল মৃত্যুও
কয়েকদিন আগে ভারত বায়োটেকের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা এল্লা জানান, কোভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে স্বীকৃতি পাওয়ার খুব কাছাকাছি রয়েছে ৷ এই নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার সঙ্গে তাঁদের সংস্থা কাজ করছে বলে টুইট করে জানান তিনি ৷ আর এই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলবে না বলে তিনি জানিয়েছিলেন ৷
তাছাড়া কোভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে যে ওই টিকার তিনটি ট্রায়ালের পর এটা প্রমাণিত যে করোনার এই টিকা 77.8 শতাংশ কার্যকরী ৷ আর করোনার ডেল্টা ভ্যারিয়্যান্টের উপর এর কার্যকারিতা 65.2 শতাংশ ৷
আরও পড়ুন : এক ধাক্কায় অনেকটা কমে রাজ্যে 24 ঘণ্টায় করোনা আক্রান্ত 666
প্রসঙ্গত, ভারতে কোভ্যাকসিন ও কোভিশিল্ড দেওয়া শুরু হয় ৷ ওই ভ্যাকসিন দু’টির মধ্য়ে কোভিশিল্ড ইতিমধ্যে হু-এর স্বীকৃতি পেয়েছে ৷ তাই এই ভ্যাকসিন যারা বিদেশে যাচ্ছেন, তাঁদের কোনও সমস্যার মুখে পড়তে হচ্ছে না ৷ কিন্তু যাঁরা কোভ্যাকসিন নিয়েছেন, তাঁরা সমস্যায় পড়ছেন ৷ কারণ, এই ভ্যাকসিন হু-এর ছাড়পত্র পায়নি ৷ এই সমস্যা কাটাতেই হু এর সঙ্গে আলোচনা করছে ভারত বায়োটেক ৷