কলকাতা, 3 নভেম্বর : রাজ্যে খড়দা, গোসাবা, শান্তিপুর ও দিনহাটার উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে তৃণমূল ৷ আগামী 9 তারিখ নির্বাচিত বিধায়কদের শপথ ৷ কিন্তু বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন কে সেই প্রশ্ন ঘুরছে বিধানসভার অন্দরে ৷
আরও পড়ুন : Alampur Fire Incident : আলমপুরে চিপস তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শপথ নেবেন 4 কেন্দ্রের নবনির্বাচিত বিধায়করা । এই মুহূর্তে খাতায়-কলমে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা 217 । বিজেপি থেকে যোগ দেওয়া 5 বিধায়ককে ধরলে এই সংখ্যাটা বেড়ে দাঁড়াচ্ছে 221 । ফলে এই মুহূর্তে বিধানসভায় ভরা সংসার তৃণমূলের । কিন্তু রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন কে ? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন রাজ্য-রাজনীতিতে । গত ভবানীপুর উপনির্বাচনের পর রাজ্যপাল নিজে মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য জয়ী বিধায়কদের শপথবাক্য পাঠ করেছিলেন । এবারও তাই হবে কি না, তা নিয়েই চলছে জোর জল্পনা । কারণ বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর যে ক্ষমতা বিধানসভার অধ্যক্ষের হাতে ছিল, তা প্রত্যাহার করে নিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের পর এই নিয়ে কম জলঘোলা হয়নি । এর আগে বিধানসভায় অধ্যক্ষের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য বিধায়কদের শপথবাক্য পাঠ করিয়েছিলেন রাজ্যপাল । এবারও কি এই নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাতে রাজ্যপাল বিধানসভায় আসবেন ? বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি রাজভবন । এর মধ্যেই ঠিক হয়েছে, আগামী মঙ্গলবার নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ হবে ।
আরও পড়ুন : IND vs AFG Preview : সেমির দৌড়ে থাকতে আফগান ম্যাচই বিরাটদের 'ডু অর ডাই'
এমনিতেই অসুস্থ থাকায় রাজ্যপাল এবারের জন্য এই ক্ষমতা অধ্যক্ষের হাতে দিতে পারেন এমন খবরও পাওয়া গিয়েছে । কিন্তু শেষ পর্যন্ত যতক্ষণ না রাজভবন এই বিষয়ে কিছু জানাচ্ছে, রাজ্যের শাসকদলও এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারছে না । উল্লেখ্য, এবারের বিধানসভার শীতকালীন অধিবেশন তাৎপর্যপূর্ণ হতে চলেছে ৷ কারণ, আগামী বুধবার নারী ক্ষমতায়নের পক্ষে প্রস্তাব আনতে চলেছে সরকার । সবকিছু ঠিকঠাক থাকলে এই প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এখানেই শেষ নয়, চলতি অধিবেশনেই দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করেও একটি প্রস্তাব আনতে চলেছে সরকার । অন্যদিকে, মঙ্গলবার বিধানসভা অধিবেশনে যোগ দেয়নি বিজেপি । তবে, অধিবেশনে যোগ না দিলেও খাতায় স্বাক্ষর করেছেন 8 বিজেপি বিধায়ক । বিষয়টি অনৈতিক বলে ইতিমধ্যেই অভিযোগ করেছে শাসকদল ।