নয়াদিল্লি, 26 মে : কয়েকমাস আগে হোয়াটস অ্যাপের প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্ক ছড়িয়েছিল ৷ তা কিছুটা স্তিমিত হওয়ার পর এবার ভারত সরকারের নয়া ডিজিটাল আইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ যা নিয়ে এবার লড়াই পৌঁছে গেল আদালতে ৷
হোয়াটস অ্যাপের তরফে দিল্লি হাইকোর্টে এই নিয়ে মামলা করা হয়েছে ৷ তাদের এই অভিযোগ, কেন্দ্রীয় সরকার যে ডিজিটাল আইন এনেছে, তা মেনে নিলে ব্যবহারকারীদের গোপনীয়তায় ব্যাঘাত ঘটতে পারে ৷ কে কাকে মেসেজ পাঠাচ্ছে, তা প্রকাশ্যে চলে আসতে পারে ৷ যা হোয়াটস অ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন নীতি বিঘ্নিত হতে পারে ৷
তাই গতকাল, মঙ্গলবার দিল্লি হাইকোর্টে এই মামলা দায়ের করা হয় হোয়াটস অ্যাপের তরফে ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন যে কেন্দ্রীয় সরকারের এই নতুন ডিজিটাল আইন আজ, বুধবার থেকেই লাগু হওয়ার কথা ৷
আরও পড়ুন : লাইভ : ঘূর্ণিঝড় প্রাণ কাড়ল দুজনের, চলছে ঝড়ের তাণ্ডব
জানা গিয়েছে যে এই মামলা দায়ের করতে গিয়ে 2017 সালে সুপ্রিম কোর্টের দেওয়া একটি নির্দেশের কথাও উল্লেখ করা হয়েছে ৷ যেখানে গোপনীয়তা বজায় রাখা সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছিল ৷ তবে আইনি সংক্রান্ত কিছু নির্দেশ দেওয়া হয়েছিল ৷