ETV Bharat / bharat

What is tri service enquiry: রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় তিন বাহিনীর তদন্ত, বিষয়টা ঠিক কী ? - তিন বাহিনীর তদন্ত

চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের (CDS Bipin Rawat chopper crash) হেলিকপ্টার ভেঙে পড়ার তদন্তের ভার দেওয়া হয়েছে তিন বাহিনীর কমিটির উপর ৷ এটি ঠিক কী (What is tri service enquiry)?

What is tri service enquiry which is ordered into CDS Bipin Rawat chopper crash
রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় তিন বাহিনীর তদন্ত, বিষয়টা ঠিক কী ?
author img

By

Published : Dec 10, 2021, 11:53 AM IST

কলকাতা, 10 ডিসেম্বর: অত্যাধুনিক রুশ হেলিকপ্টার এমআই 17ভি5 বায়ুসেনার অন্যতম সুরক্ষিত বায়ুযান হিসেবে পরিচিত ৷ একে অত্যন্ত ভরসার বলে চিহ্নিত করেছিলেন বিশেষজ্ঞরা ৷ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি-সহ উল্লেখযোগ্য ভিভিআইপিদের যাতায়াতের নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠেছিল এই কপ্টার ৷ তবে তাতে সওয়ার হয়েই আচমকা মৃত্যু ঘনিয়ে এল চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত (CDS Bipin Rawat chopper crash), তাঁর স্ত্রী মধুলিকা ও আরও 11 জনের ৷ কীভাবে হল এই দুর্ঘটনা ? তা নিয়ে ধন্ধে সেনা বিশেষজ্ঞরা ৷ ঘটনার তিন বাহিনীর তদন্তের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh orders tri service inquiry)৷ কিন্তু তিন বাহিনীর তদন্ত (What is tri service enquiry) বিষয়টি ঠিক কী ?

কী এই তিন বাহিনীর তদন্ত ?

এ বিষয়ে সবিস্তার জানতে ব্রিগেডিয়ার বিকে খান্নার সঙ্গে কথা বলেছে ইটিভি ভারত ৷ তাঁর কথায়, "এ ধরনের তদন্তে বাহিনীর তিনটি বিভাগ, স্থল, নৌ ও বায়ুসেনার থেকে বাছাই করা সৈনিকদের নিয়ে গঠিত হয় তদন্ত কমিটি ৷ ব্ল্যাক বক্স ও হেলিকপ্টারের ধ্বংসাবশেষের খুঁটিনাটি পরীক্ষা করে তদন্ত এগিয়ে নিয়ে যায় এই কমিটি ৷ সাধারণত এই ধরনের তদন্তে চারটি দিকের উপর বিশেষ ভাবে নজর দেওয়া হয় ৷ মানব ত্রুটি, যান্ত্রিক ত্রুটি, আবহাওয়ার পরিস্থিতি ও সন্ত্রাসবাদী হামলা ৷" এগুলোর মধ্যে ঠিক কী কারণে রাওয়াতের হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ল, তা খতিয়ে দেখবে তিন বাহিনীর তদন্ত কমিটি ৷

আরও পড়ুন: Rajnath Singh orders tri service inquiry : রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় তিন বাহিনীর তদন্তের নির্দেশ রাজনাথের

তিনি আরও জানিয়েছেন যে, "সাধারণত হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনার তদন্ত করেন বায়ুসেনার আধিকারিকরা ৷ তবে যেহেতু এই ঘটনায় মৃতদের মধ্যে সিডিএস-ও রয়েছেন, সেই কারণে তিন বাহিনীর তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে ৷" এয়ার মার্শাল মানবেন্দ্র সিং (inquiry led by air marshal manvendra singh) এই তদন্তের নেতৃত্ব দেবেন ৷

আরও পড়ুন: Last rites of CDS Rawat : পূর্ণ সামরিক মর্যাদার সঙ্গে শেষকৃত্য সিডিএস বিপিন রাওয়াতের

বৃহস্পতিবার প্রাথমিক তদন্ত শুরু হওয়ার পর ভেঙে পড়া কপ্টার থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে ৷ উড়ানের এই রেকর্ডার থেকে কপ্টারটি ভেঙে পড়ার কারণ বোঝা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা ৷ কপ্টারটি ভেঙে পড়ার আগের মুহূর্ত পর্যন্ত সেখানে ঠিক কী পরিস্থিতি ছিল তা জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই ব্ল্যাক বক্স ৷

আরও পড়ুন : Chopper Crash: চপার দুর্ঘটনায় মৃত সেনা আধিকারিকদের শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

কলকাতা, 10 ডিসেম্বর: অত্যাধুনিক রুশ হেলিকপ্টার এমআই 17ভি5 বায়ুসেনার অন্যতম সুরক্ষিত বায়ুযান হিসেবে পরিচিত ৷ একে অত্যন্ত ভরসার বলে চিহ্নিত করেছিলেন বিশেষজ্ঞরা ৷ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি-সহ উল্লেখযোগ্য ভিভিআইপিদের যাতায়াতের নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠেছিল এই কপ্টার ৷ তবে তাতে সওয়ার হয়েই আচমকা মৃত্যু ঘনিয়ে এল চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত (CDS Bipin Rawat chopper crash), তাঁর স্ত্রী মধুলিকা ও আরও 11 জনের ৷ কীভাবে হল এই দুর্ঘটনা ? তা নিয়ে ধন্ধে সেনা বিশেষজ্ঞরা ৷ ঘটনার তিন বাহিনীর তদন্তের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh orders tri service inquiry)৷ কিন্তু তিন বাহিনীর তদন্ত (What is tri service enquiry) বিষয়টি ঠিক কী ?

কী এই তিন বাহিনীর তদন্ত ?

এ বিষয়ে সবিস্তার জানতে ব্রিগেডিয়ার বিকে খান্নার সঙ্গে কথা বলেছে ইটিভি ভারত ৷ তাঁর কথায়, "এ ধরনের তদন্তে বাহিনীর তিনটি বিভাগ, স্থল, নৌ ও বায়ুসেনার থেকে বাছাই করা সৈনিকদের নিয়ে গঠিত হয় তদন্ত কমিটি ৷ ব্ল্যাক বক্স ও হেলিকপ্টারের ধ্বংসাবশেষের খুঁটিনাটি পরীক্ষা করে তদন্ত এগিয়ে নিয়ে যায় এই কমিটি ৷ সাধারণত এই ধরনের তদন্তে চারটি দিকের উপর বিশেষ ভাবে নজর দেওয়া হয় ৷ মানব ত্রুটি, যান্ত্রিক ত্রুটি, আবহাওয়ার পরিস্থিতি ও সন্ত্রাসবাদী হামলা ৷" এগুলোর মধ্যে ঠিক কী কারণে রাওয়াতের হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ল, তা খতিয়ে দেখবে তিন বাহিনীর তদন্ত কমিটি ৷

আরও পড়ুন: Rajnath Singh orders tri service inquiry : রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় তিন বাহিনীর তদন্তের নির্দেশ রাজনাথের

তিনি আরও জানিয়েছেন যে, "সাধারণত হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনার তদন্ত করেন বায়ুসেনার আধিকারিকরা ৷ তবে যেহেতু এই ঘটনায় মৃতদের মধ্যে সিডিএস-ও রয়েছেন, সেই কারণে তিন বাহিনীর তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে ৷" এয়ার মার্শাল মানবেন্দ্র সিং (inquiry led by air marshal manvendra singh) এই তদন্তের নেতৃত্ব দেবেন ৷

আরও পড়ুন: Last rites of CDS Rawat : পূর্ণ সামরিক মর্যাদার সঙ্গে শেষকৃত্য সিডিএস বিপিন রাওয়াতের

বৃহস্পতিবার প্রাথমিক তদন্ত শুরু হওয়ার পর ভেঙে পড়া কপ্টার থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে ৷ উড়ানের এই রেকর্ডার থেকে কপ্টারটি ভেঙে পড়ার কারণ বোঝা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা ৷ কপ্টারটি ভেঙে পড়ার আগের মুহূর্ত পর্যন্ত সেখানে ঠিক কী পরিস্থিতি ছিল তা জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই ব্ল্যাক বক্স ৷

আরও পড়ুন : Chopper Crash: চপার দুর্ঘটনায় মৃত সেনা আধিকারিকদের শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.