কলকাতা, 10 ডিসেম্বর: অত্যাধুনিক রুশ হেলিকপ্টার এমআই 17ভি5 বায়ুসেনার অন্যতম সুরক্ষিত বায়ুযান হিসেবে পরিচিত ৷ একে অত্যন্ত ভরসার বলে চিহ্নিত করেছিলেন বিশেষজ্ঞরা ৷ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি-সহ উল্লেখযোগ্য ভিভিআইপিদের যাতায়াতের নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠেছিল এই কপ্টার ৷ তবে তাতে সওয়ার হয়েই আচমকা মৃত্যু ঘনিয়ে এল চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত (CDS Bipin Rawat chopper crash), তাঁর স্ত্রী মধুলিকা ও আরও 11 জনের ৷ কীভাবে হল এই দুর্ঘটনা ? তা নিয়ে ধন্ধে সেনা বিশেষজ্ঞরা ৷ ঘটনার তিন বাহিনীর তদন্তের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh orders tri service inquiry)৷ কিন্তু তিন বাহিনীর তদন্ত (What is tri service enquiry) বিষয়টি ঠিক কী ?
কী এই তিন বাহিনীর তদন্ত ?
এ বিষয়ে সবিস্তার জানতে ব্রিগেডিয়ার বিকে খান্নার সঙ্গে কথা বলেছে ইটিভি ভারত ৷ তাঁর কথায়, "এ ধরনের তদন্তে বাহিনীর তিনটি বিভাগ, স্থল, নৌ ও বায়ুসেনার থেকে বাছাই করা সৈনিকদের নিয়ে গঠিত হয় তদন্ত কমিটি ৷ ব্ল্যাক বক্স ও হেলিকপ্টারের ধ্বংসাবশেষের খুঁটিনাটি পরীক্ষা করে তদন্ত এগিয়ে নিয়ে যায় এই কমিটি ৷ সাধারণত এই ধরনের তদন্তে চারটি দিকের উপর বিশেষ ভাবে নজর দেওয়া হয় ৷ মানব ত্রুটি, যান্ত্রিক ত্রুটি, আবহাওয়ার পরিস্থিতি ও সন্ত্রাসবাদী হামলা ৷" এগুলোর মধ্যে ঠিক কী কারণে রাওয়াতের হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ল, তা খতিয়ে দেখবে তিন বাহিনীর তদন্ত কমিটি ৷
তিনি আরও জানিয়েছেন যে, "সাধারণত হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনার তদন্ত করেন বায়ুসেনার আধিকারিকরা ৷ তবে যেহেতু এই ঘটনায় মৃতদের মধ্যে সিডিএস-ও রয়েছেন, সেই কারণে তিন বাহিনীর তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে ৷" এয়ার মার্শাল মানবেন্দ্র সিং (inquiry led by air marshal manvendra singh) এই তদন্তের নেতৃত্ব দেবেন ৷
আরও পড়ুন: Last rites of CDS Rawat : পূর্ণ সামরিক মর্যাদার সঙ্গে শেষকৃত্য সিডিএস বিপিন রাওয়াতের
বৃহস্পতিবার প্রাথমিক তদন্ত শুরু হওয়ার পর ভেঙে পড়া কপ্টার থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে ৷ উড়ানের এই রেকর্ডার থেকে কপ্টারটি ভেঙে পড়ার কারণ বোঝা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা ৷ কপ্টারটি ভেঙে পড়ার আগের মুহূর্ত পর্যন্ত সেখানে ঠিক কী পরিস্থিতি ছিল তা জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই ব্ল্যাক বক্স ৷
আরও পড়ুন : Chopper Crash: চপার দুর্ঘটনায় মৃত সেনা আধিকারিকদের শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রীর