ETV Bharat / bharat

National Digital Health Mission: প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য আইডি কার্ড, আর কী থাকছে প্রধানমন্ত্রী ডিজিটাল হেল্থ মিশনে ?

আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের (Ayushman Bharat Digital Mission) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ এর আওতায় প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য আইডি কার্ড (Health ID Card) তৈরি হবে ৷ আর কী থাকছে এই প্রকল্পে ?

WHAT IS THE AYUSHMAN BHARAT DIGITAL MISSION? these are key components of National Digital Health Mission
প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য আইডি কার্ড, আর কী থাকছে জাতীয় ডিজিটাল হেল্থ মিশনে ?
author img

By

Published : Sep 27, 2021, 2:02 PM IST

নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর: ঘোষণা হয়েছিল গত বছর স্বাধীনতা দিবসে ৷ লাল কেল্লায় দাঁড়িয়ে স্বাস্থ্য ক্ষেত্রে নবজাগরণের স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)৷ আজ তাঁর হাত ধরেই যাত্রা শুরু করল আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন (Ayushman Bharat Digital Mission)৷ যার অপর নাম জাতীয় ডিজিটাল হেল্থ মিশন (National Digital Health Mission/NDHM) বা প্রধানমন্ত্রী ডিজিটাল হেল্থ মিশন ৷ নরেন্দ্র মোদির দাবি, এই প্রকল্প স্বাস্থ্য ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে ৷ কী আছে এই প্রকল্পে ? পরিষেবাই বা কী মিলবে ? একবার দেখে নেব, কেন্দ্রীয় সরকারি এই প্রকল্পের অন্যতম প্রধান দিকগুলি ৷

হেল্থ আইডি কার্ড

এই প্রকল্পে বলা হয়েছে, দেশের প্রত্যেক নাগরিকের জন্য থাকবে একটি হেল্থ আইডি কার্ড (Health ID Card) অর্থাৎ স্বাস্থ্য পরিচয় পত্র ৷ কার্ডে থাকবে 14 সংখ্যার অনন্য নম্বর ৷ সেটাই তাঁদের হেল্থ অ্যাকাউন্ট হিসেবে বিবেচিত হবে ৷ ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় রেকর্ড এই অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে এবং একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তা সহজেই দেখে নেওয়া যাবে ৷ ব্যক্তি কী কী শারীরিক পরীক্ষা করিয়েছেন, তাঁর কী কী রোগ হয়েছে, তাঁকে কোন কোন ডাক্তার চিকিৎসা করেছেন, ব্যক্তি কী কী ওষুধ খেয়েছেন - এই সব যাবতীয় তথ্য তাঁর স্বাস্থ্য পরিচয় পত্রের অ্যাকাউন্ট থেকেই পাওয়া যাবে ৷ ব্যক্তির সম্মতি পেলে এই রেকর্ড অন্যদের সঙ্গে আদান-প্রদান করার সুযোগও থাকছে ৷

আরও পড়ুন: Ayushman Bharat Digital Mission: স্বাস্থ্যক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের উদ্বোধন মোদির

রোগী এক ডাক্তারকে বদলে অন্য ডাক্তারের কাছে গেলেও তাঁকে কোনও সমস্যায় পড়তে হবে না বলে দাবি করা হয়েছে ৷ আর তাঁর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি নিয়েও তাঁকে ঘুরে বেড়াতে হবে না ৷ কারণ তাঁর হেল্থ আইডি কার্ড থেকেই মিলবে তাঁর চিকিৎসা সংক্রান্ত সমস্ত রেকর্ড ৷ নাগরিকদের ব্যক্তিগত তথ্য ও মোবাইল নম্বর বা আধার নম্বরের সাহায্য নিয়ে তৈরি হবে এই স্বাস্থ্য পরিচয় পত্র ৷

স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদের তালিকা

স্বাস্থ্য পরিষেবা যাঁরা দেন, তার সবিস্তার তালিকা দেওয়া থাকবে জাতীয় ডিজিটাল হেল্থ মিশনের ভাণ্ডারে ৷ সেখানে থাকবে হেল্থকেয়ার প্রফেশনালস রেজিস্ট্রি (HPR) ও হেল্থকেয়ার ফেসিলিটিস রেজিস্ট্রি (HFR)৷ চিকিৎসা সংক্রান্ত পেশাদারদের নথি ও স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদের তালিকা থাকবে এইচপিআর ও এইচএফআর-এ ৷ এর ফলে ডাক্তার ও স্বাস্থ্য পরিষেবার খোঁজ খুব সহজেই পাওয়া যাবে ৷ পিএমও-র দাবি, এই মিশনের মাধ্যমে জাস্ট এক ক্লিকেই স্বাস্থ্য পরিষেবা পেয়ে যাবে আম আদমি ৷

আরও পড়ুন: Biplab Kumar Deb :"সরকারের হাতেই সব ক্ষমতা", আদালত অবমাননা নিয়ে বিপ্লবের মন্তব্যের সমালোচনায় তৃণমূল

জাতীয় ডিজিটাল হেল্থ মিশনের সুবিধে

6টি কেন্দ্রশাসিত অঞ্চলে পাইলট প্রজেক্ট হিসেবে আগেই বাস্তবায়িত করা হয়েছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনকে ৷ বর্তমানে এই প্রকল্পের আওতায় এক লাখেরও বেশি মানুষের স্বাস্থ্য পরিচয় পত্র তৈরি হয়ে গিয়েছে ৷ জাতীয় ডিজিটাল হেল্থ মিশনের জন্য হেল্থ আইডি কার্ড তৈরি করতে কোনও খরচ লাগছে না ৷ তবে এটি তৈরি করবেন কি না, তা একেবারেই ব্যক্তির নিজস্ব মতামত ৷ কেন্দ্রের দাবি, এই প্রকল্পের সঙ্গে সংযুক্ত হলে সহজেই ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত নথি পর্যালোচনা করা, পরবর্তী চিকিৎসা সম্পর্কে পরিকল্পনা করা ও তার খরচ আগাম হিসেব করা অনেক সহজ হয়ে যাবে ৷

আরও পড়ুন: Cyclone Gulab : দুই মৎস্যজীবীর প্রাণ কাড়ল 'গুলাব', শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়

নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর: ঘোষণা হয়েছিল গত বছর স্বাধীনতা দিবসে ৷ লাল কেল্লায় দাঁড়িয়ে স্বাস্থ্য ক্ষেত্রে নবজাগরণের স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)৷ আজ তাঁর হাত ধরেই যাত্রা শুরু করল আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন (Ayushman Bharat Digital Mission)৷ যার অপর নাম জাতীয় ডিজিটাল হেল্থ মিশন (National Digital Health Mission/NDHM) বা প্রধানমন্ত্রী ডিজিটাল হেল্থ মিশন ৷ নরেন্দ্র মোদির দাবি, এই প্রকল্প স্বাস্থ্য ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে ৷ কী আছে এই প্রকল্পে ? পরিষেবাই বা কী মিলবে ? একবার দেখে নেব, কেন্দ্রীয় সরকারি এই প্রকল্পের অন্যতম প্রধান দিকগুলি ৷

হেল্থ আইডি কার্ড

এই প্রকল্পে বলা হয়েছে, দেশের প্রত্যেক নাগরিকের জন্য থাকবে একটি হেল্থ আইডি কার্ড (Health ID Card) অর্থাৎ স্বাস্থ্য পরিচয় পত্র ৷ কার্ডে থাকবে 14 সংখ্যার অনন্য নম্বর ৷ সেটাই তাঁদের হেল্থ অ্যাকাউন্ট হিসেবে বিবেচিত হবে ৷ ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় রেকর্ড এই অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে এবং একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তা সহজেই দেখে নেওয়া যাবে ৷ ব্যক্তি কী কী শারীরিক পরীক্ষা করিয়েছেন, তাঁর কী কী রোগ হয়েছে, তাঁকে কোন কোন ডাক্তার চিকিৎসা করেছেন, ব্যক্তি কী কী ওষুধ খেয়েছেন - এই সব যাবতীয় তথ্য তাঁর স্বাস্থ্য পরিচয় পত্রের অ্যাকাউন্ট থেকেই পাওয়া যাবে ৷ ব্যক্তির সম্মতি পেলে এই রেকর্ড অন্যদের সঙ্গে আদান-প্রদান করার সুযোগও থাকছে ৷

আরও পড়ুন: Ayushman Bharat Digital Mission: স্বাস্থ্যক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের উদ্বোধন মোদির

রোগী এক ডাক্তারকে বদলে অন্য ডাক্তারের কাছে গেলেও তাঁকে কোনও সমস্যায় পড়তে হবে না বলে দাবি করা হয়েছে ৷ আর তাঁর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি নিয়েও তাঁকে ঘুরে বেড়াতে হবে না ৷ কারণ তাঁর হেল্থ আইডি কার্ড থেকেই মিলবে তাঁর চিকিৎসা সংক্রান্ত সমস্ত রেকর্ড ৷ নাগরিকদের ব্যক্তিগত তথ্য ও মোবাইল নম্বর বা আধার নম্বরের সাহায্য নিয়ে তৈরি হবে এই স্বাস্থ্য পরিচয় পত্র ৷

স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদের তালিকা

স্বাস্থ্য পরিষেবা যাঁরা দেন, তার সবিস্তার তালিকা দেওয়া থাকবে জাতীয় ডিজিটাল হেল্থ মিশনের ভাণ্ডারে ৷ সেখানে থাকবে হেল্থকেয়ার প্রফেশনালস রেজিস্ট্রি (HPR) ও হেল্থকেয়ার ফেসিলিটিস রেজিস্ট্রি (HFR)৷ চিকিৎসা সংক্রান্ত পেশাদারদের নথি ও স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদের তালিকা থাকবে এইচপিআর ও এইচএফআর-এ ৷ এর ফলে ডাক্তার ও স্বাস্থ্য পরিষেবার খোঁজ খুব সহজেই পাওয়া যাবে ৷ পিএমও-র দাবি, এই মিশনের মাধ্যমে জাস্ট এক ক্লিকেই স্বাস্থ্য পরিষেবা পেয়ে যাবে আম আদমি ৷

আরও পড়ুন: Biplab Kumar Deb :"সরকারের হাতেই সব ক্ষমতা", আদালত অবমাননা নিয়ে বিপ্লবের মন্তব্যের সমালোচনায় তৃণমূল

জাতীয় ডিজিটাল হেল্থ মিশনের সুবিধে

6টি কেন্দ্রশাসিত অঞ্চলে পাইলট প্রজেক্ট হিসেবে আগেই বাস্তবায়িত করা হয়েছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনকে ৷ বর্তমানে এই প্রকল্পের আওতায় এক লাখেরও বেশি মানুষের স্বাস্থ্য পরিচয় পত্র তৈরি হয়ে গিয়েছে ৷ জাতীয় ডিজিটাল হেল্থ মিশনের জন্য হেল্থ আইডি কার্ড তৈরি করতে কোনও খরচ লাগছে না ৷ তবে এটি তৈরি করবেন কি না, তা একেবারেই ব্যক্তির নিজস্ব মতামত ৷ কেন্দ্রের দাবি, এই প্রকল্পের সঙ্গে সংযুক্ত হলে সহজেই ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত নথি পর্যালোচনা করা, পরবর্তী চিকিৎসা সম্পর্কে পরিকল্পনা করা ও তার খরচ আগাম হিসেব করা অনেক সহজ হয়ে যাবে ৷

আরও পড়ুন: Cyclone Gulab : দুই মৎস্যজীবীর প্রাণ কাড়ল 'গুলাব', শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.