ETV Bharat / bharat

Bengal YouTuber Arrested: পুরীর শ্রীমন্দিরের উপরে ড্রোন উড়িয়ে গ্রেফতার বাংলার ইউটিউবার - পুরীর শ্রীমন্দিরের উপর দিয়ে ড্রোন

পুরীর শ্রীমন্দিরের (Puri Srimandir) ভিডিয়ো করে ইউটিউবে পোস্ট করেছিলেন এক যুবক ৷ মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে ৷ নজরে আসে পুরীর পুলিশ-প্রশাসনের ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে ৷ তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

YouTuber arrested
পুরীর শ্রীমন্দির
author img

By

Published : Jan 19, 2023, 12:18 PM IST

পুরী, 19 জানুয়ারি: প্রায়শই নেতা-মন্ত্রী থেকে শুরু করে অন্য গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মিম ও বিতর্কিত ভিডিয়ো তৈরি করেন বিভিন্ন ইউটিউবার ৷ কখনও কখনও তা শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়। কখনও বাঁধে আইনি গোলমাল । ফলে তাদের স্থান হয় শ্রীঘরে । এবার পুরীর শ্রীমন্দিরের (Puri Srimandir) উপর ড্রোন ওড়ানোর অভিযোগে বাংলার এক ইউটিউবারকে গ্রেফতার করল পুলিশ (West Bengal YouTuber arrested) ৷ অভিযুক্তের নাম অনিমেষ চক্রবর্তী ৷ পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷

শহরের ডিএসপি কেকে হরিপ্রসাদের (DSP City KK Hariprasad) নেতৃত্বে একটি বিশেষ দল ওড়িশা থেকে বাংলায় এসে ওই ইউটিউবারকে গ্রেফতার করে নিয়ে যায় বলে জানা গিয়েছে । টুইটারে পুরীর এসপি বলেন, "শ্রী জগন্নাথ মন্দিরের উপর ড্রোন উড়ানোর মামলায় অভিযুক্ত ইউটিউবারকে (YouTuber) গ্রেফতার করা হয়েছে ৷ তিনি ঘটনার পর থেকে গ্রেফতারি এড়াতে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন ৷ তবে তাঁকে অবশেষে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে ডিএসপি সিটি কে কে হরিপ্রসাদের নেতৃত্বে বিশেষ দল গ্রেফতার করেছে ।"

Bengal YouTuber Arrested
ব্যারাকপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে

উল্লেখ্য, পুরীর শ্রীমন্দির বিশ্ব বিখ্যাত ৷ 3 ডিসেম্বর এই শ্রীমন্দিরের উপর দিয়ে একটি ড্রোনকে উড়তে দেখা যায় । শ্রীমন্দিরের বাইরের দৃশ্য একটি ভিডিয়ো ইউটিউবে ভাইরাল হয়েছে । 5 মিনিট 43 সেকেন্ডের ওই ভিডিয়োটি নীলচক্র থেকে সিংহদ্বার (Nilachakra to Singhadwara) পর্যন্ত এরিয়াল ভিউয়ের মাধ্যমে দেখানো হয় । ইউটিউবার ভিডিয়োতে ওড়িশা পুলিশকে (Odisha Police) ধন্যবাদও জানিয়েছেন । পরে জানা গিয়েছে, একজন ইউটিউবার তাঁর ইউটিউবে ভিডিয়োটি আপলোড করেছেন । এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করে শ্রীমন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে । তারপরেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ইউটিউবারকে ৷

flying drone over Puri Srimandir
ইউটিউবে ভিডিয়োটি আপলোড করা হয়

প্রসঙ্গত, এই ঘটনা নতুন নয়, এর আগে রাজধানী দিল্লির অত্যন্ত সংবেদনশীল এলাকা ইন্ডিয়া গেট ও তার আশপাশে ড্রোন উড়তে দেখে (flying a drone) পুলিশ তিনজন যুবককে গ্রেফতার করেছিল ৷ নিরাপত্তার খাতিরে এই সমস্ত এলাকায় কিছু বিধিনিষেধ রয়েছে ৷ তা সকলকেই মেনে চলতে হয় ৷ পরে অবশ্য অভিযুক্তরা জামিনে মুক্তি পেয়ে যায় ৷ তবে তাদের কাছ থেকে ড্রোন ও মেমরি কার্ড পুলিশ বাজেয়াপ্ত করেছিল ৷

আরও পড়ুন: ইন্ডিয়া গেটের কাছে ড্রোন ওড়ানোয় ইউটিউবারকে গ্রেপ্তার

পুরী, 19 জানুয়ারি: প্রায়শই নেতা-মন্ত্রী থেকে শুরু করে অন্য গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মিম ও বিতর্কিত ভিডিয়ো তৈরি করেন বিভিন্ন ইউটিউবার ৷ কখনও কখনও তা শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়। কখনও বাঁধে আইনি গোলমাল । ফলে তাদের স্থান হয় শ্রীঘরে । এবার পুরীর শ্রীমন্দিরের (Puri Srimandir) উপর ড্রোন ওড়ানোর অভিযোগে বাংলার এক ইউটিউবারকে গ্রেফতার করল পুলিশ (West Bengal YouTuber arrested) ৷ অভিযুক্তের নাম অনিমেষ চক্রবর্তী ৷ পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷

শহরের ডিএসপি কেকে হরিপ্রসাদের (DSP City KK Hariprasad) নেতৃত্বে একটি বিশেষ দল ওড়িশা থেকে বাংলায় এসে ওই ইউটিউবারকে গ্রেফতার করে নিয়ে যায় বলে জানা গিয়েছে । টুইটারে পুরীর এসপি বলেন, "শ্রী জগন্নাথ মন্দিরের উপর ড্রোন উড়ানোর মামলায় অভিযুক্ত ইউটিউবারকে (YouTuber) গ্রেফতার করা হয়েছে ৷ তিনি ঘটনার পর থেকে গ্রেফতারি এড়াতে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন ৷ তবে তাঁকে অবশেষে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে ডিএসপি সিটি কে কে হরিপ্রসাদের নেতৃত্বে বিশেষ দল গ্রেফতার করেছে ।"

Bengal YouTuber Arrested
ব্যারাকপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে

উল্লেখ্য, পুরীর শ্রীমন্দির বিশ্ব বিখ্যাত ৷ 3 ডিসেম্বর এই শ্রীমন্দিরের উপর দিয়ে একটি ড্রোনকে উড়তে দেখা যায় । শ্রীমন্দিরের বাইরের দৃশ্য একটি ভিডিয়ো ইউটিউবে ভাইরাল হয়েছে । 5 মিনিট 43 সেকেন্ডের ওই ভিডিয়োটি নীলচক্র থেকে সিংহদ্বার (Nilachakra to Singhadwara) পর্যন্ত এরিয়াল ভিউয়ের মাধ্যমে দেখানো হয় । ইউটিউবার ভিডিয়োতে ওড়িশা পুলিশকে (Odisha Police) ধন্যবাদও জানিয়েছেন । পরে জানা গিয়েছে, একজন ইউটিউবার তাঁর ইউটিউবে ভিডিয়োটি আপলোড করেছেন । এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করে শ্রীমন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে । তারপরেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ইউটিউবারকে ৷

flying drone over Puri Srimandir
ইউটিউবে ভিডিয়োটি আপলোড করা হয়

প্রসঙ্গত, এই ঘটনা নতুন নয়, এর আগে রাজধানী দিল্লির অত্যন্ত সংবেদনশীল এলাকা ইন্ডিয়া গেট ও তার আশপাশে ড্রোন উড়তে দেখে (flying a drone) পুলিশ তিনজন যুবককে গ্রেফতার করেছিল ৷ নিরাপত্তার খাতিরে এই সমস্ত এলাকায় কিছু বিধিনিষেধ রয়েছে ৷ তা সকলকেই মেনে চলতে হয় ৷ পরে অবশ্য অভিযুক্তরা জামিনে মুক্তি পেয়ে যায় ৷ তবে তাদের কাছ থেকে ড্রোন ও মেমরি কার্ড পুলিশ বাজেয়াপ্ত করেছিল ৷

আরও পড়ুন: ইন্ডিয়া গেটের কাছে ড্রোন ওড়ানোয় ইউটিউবারকে গ্রেপ্তার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.