ETV Bharat / bharat

বাংলার পরিযায়ী শ্রমিককে কেরলে গলা কেটে খুন, হত্যার পর দেহ পুঁতে দিল বন্ধুরা ! - migrant worker allegedly killed and buried

West Bengal Migrant Worker Killed in Kerala: কেরলে হত্যা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিককে ৷ টাকার জন্য গলা কেটে হত্যা করে আলতাফকে পুঁতে দেওয়ার অভিযোগ বন্ধুদের বিরুদ্ধে ৷ ঘটনায় পুলিশ দু'জন বন্ধুকে গ্রেফতার করেছে ৷

West Bengal Migrant Worker Killed in Kerala
পরিযায়ী শ্রমিককে কেরলে গলা কেটে হত্যা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 2:16 PM IST

কোল্লাম(কেরল), 23 ডিসেম্বর: টাকা হাতানোর মতলব ! পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিককে কেরলে গলা কেটে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ বন্ধুদের বিরুদ্ধে ৷ হত্যার ঘটনাটি ঘটেছে কোল্লাম জেলার কান্নানল্লুরে । নিহতের নাম আলতাফ মিয়া ৷ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুই পরিযায়ী শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ ।

পশ্চিমবঙ্গের বাসিন্দা আলতাফ কেরলে কাজ করতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে ৷ দক্ষিণের রাজ্যটিতে তিনি ইটভাটায় কর্মরত ছিলেন । তাঁর বন্ধুরা পাশের একটি কাজু কারখানায় কাজ করতেন । দু'দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি ৷ কান্নানল্লুর পুলিশে তাঁর নিখোঁজের অভিযোগ করা হয় । সেই অভিযোগ দায়ের করেন তাঁর বন্ধুরাই । এরপর আলতাফ ও তাঁর বন্ধুদের ফোন কলের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ । আলতাফ তাস খেলায় পারদর্শী ছিলেন । পুলিশ জানতে পারে, তাস খেলার টাকা হাতানোর জন্য তাঁর বন্ধুরা তাঁকে খুন করেছে । আলতাফকে গলা কেটে হত্যার পর তাঁর বন্ধুরা তাঁকে কবর দিয়ে দেয় বলে অভিযোগ । সূত্রের খবর, অভিযুক্তরা পুলিশের কাছে স্বীকার করেছে যে তারাই এই খুন করেছে ।

বৃহস্পতিবার রাত 11টায় আলতাফের দেহটি খনন করে তোলা হয়েছে ৷ কান্নানল্লুর পুলিশ, বন বিশেষজ্ঞ এবং তহসিলদারের উপস্থিতিতে দেহটি মাটির নীচ থেকে তোলা হয় । এরপর দেহটিকে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । ময়নাতদন্ত শেষে দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷ তার জন্য পশ্চিমবঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করছে কান্নানল্লুর পুলিশ ৷ তবে আলতাফের বাড়ি কোথায় সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷ এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ ।

আরও পড়ুন:

  1. অগ্রিম শোধ না করায় মেলেনি বাড়ি ফেরার অনুমতি, ভিনরাজ্যে মৃত্যু মালদার পরিযায়ী শ্রমিকের!
  2. কেরলের প্লাইউড কারখানার চুল্লিতে পড়ে মর্মান্তিক মৃত্যু কলকাতার পরিযায়ী শ্রমিকের
  3. ইটিভি ভারতে প্রকাশিত খবরের জের, পূর্ণিয়ার নার্সিংহোমে আটকে থাকা পরিযায়ীর পরিবারের পাশে তৃণমূল নেতা

কোল্লাম(কেরল), 23 ডিসেম্বর: টাকা হাতানোর মতলব ! পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিককে কেরলে গলা কেটে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ বন্ধুদের বিরুদ্ধে ৷ হত্যার ঘটনাটি ঘটেছে কোল্লাম জেলার কান্নানল্লুরে । নিহতের নাম আলতাফ মিয়া ৷ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুই পরিযায়ী শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ ।

পশ্চিমবঙ্গের বাসিন্দা আলতাফ কেরলে কাজ করতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে ৷ দক্ষিণের রাজ্যটিতে তিনি ইটভাটায় কর্মরত ছিলেন । তাঁর বন্ধুরা পাশের একটি কাজু কারখানায় কাজ করতেন । দু'দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি ৷ কান্নানল্লুর পুলিশে তাঁর নিখোঁজের অভিযোগ করা হয় । সেই অভিযোগ দায়ের করেন তাঁর বন্ধুরাই । এরপর আলতাফ ও তাঁর বন্ধুদের ফোন কলের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ । আলতাফ তাস খেলায় পারদর্শী ছিলেন । পুলিশ জানতে পারে, তাস খেলার টাকা হাতানোর জন্য তাঁর বন্ধুরা তাঁকে খুন করেছে । আলতাফকে গলা কেটে হত্যার পর তাঁর বন্ধুরা তাঁকে কবর দিয়ে দেয় বলে অভিযোগ । সূত্রের খবর, অভিযুক্তরা পুলিশের কাছে স্বীকার করেছে যে তারাই এই খুন করেছে ।

বৃহস্পতিবার রাত 11টায় আলতাফের দেহটি খনন করে তোলা হয়েছে ৷ কান্নানল্লুর পুলিশ, বন বিশেষজ্ঞ এবং তহসিলদারের উপস্থিতিতে দেহটি মাটির নীচ থেকে তোলা হয় । এরপর দেহটিকে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । ময়নাতদন্ত শেষে দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷ তার জন্য পশ্চিমবঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করছে কান্নানল্লুর পুলিশ ৷ তবে আলতাফের বাড়ি কোথায় সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷ এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ ।

আরও পড়ুন:

  1. অগ্রিম শোধ না করায় মেলেনি বাড়ি ফেরার অনুমতি, ভিনরাজ্যে মৃত্যু মালদার পরিযায়ী শ্রমিকের!
  2. কেরলের প্লাইউড কারখানার চুল্লিতে পড়ে মর্মান্তিক মৃত্যু কলকাতার পরিযায়ী শ্রমিকের
  3. ইটিভি ভারতে প্রকাশিত খবরের জের, পূর্ণিয়ার নার্সিংহোমে আটকে থাকা পরিযায়ীর পরিবারের পাশে তৃণমূল নেতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.