ডিব্রুগড়, 21 মে: কলকাতা হাইকোর্টের নির্দেশে মেনে আইআইটি খড়গপুরের ছাত্রের দেহ আনতে রবিবার অসমের ডিব্রুগড়ে পৌঁছল পশ্চিমবঙ্গ সিআইডি'র একটি বিশেষ দল ৷ গত বছরের অক্টোবরে খড়গপুরে আইআইটিতে পড়ুয়া ফাইজান আহমেদের রহস্যজনক মৃত্যু হয় ৷ এই ছাত্রের মৃত্যুর তদন্ত করছে সিআইডি । জানা গিয়েছে, মৃত্যু রহস্য উদঘাটনের জন্য সিআইডির দলটি এ দিন কবর থেকে ফাইজানের দেহ খুঁড়ে বের করবে এবং সেটিকে বাংলায় নিয়ে আসা হবে ৷
প্রসঙ্গত, অসমের তিনসুকিয়ার বাসিন্দা ফাইজান ৷ 14 অক্টোবর 2022 সালে রহস্যজনকভাবে খড়গপুর আইআইটির হোস্টেলের ঘরের ভিতরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল তাঁকে । প্রাথমিকভাবে পুলিশ রিপোর্ট অনুসারে, এটি আত্মহত্যার বিষয় হিসাবে বিবেচিত হয়েছিল । গত সাত মাস ধরে ঘটনার তদন্ত চলছে ৷ এই ঘটনায় ছাত্রটিকে খুনের অভিযোগ ওঠে । কলকাতা হাইকোর্টে ছাত্রের পরিবার আবেদন জানান যে ফাইজান ব়্যাগিং শিকার ও তাঁকে খুন করা হয়েছে ৷ তাঁরা সিবিআই তদন্ত চায় ৷ তার পরিপ্রেক্ষিতে 25 এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা পশ্চিমবঙ্গ পুলিশকে বিষয়টি পুনরায় তদন্ত করার নির্দেশ দেন ৷
হাইকোর্ট নিযুক্ত বিশেষজ্ঞ কমিটির তরফে আদালতে জমা দেওয়া ছাত্রের মৃত্যু সম্পর্কিত রিপোর্টে বিস্ফেরক তথ্য উঠে আসে ৷ তাতে দেখা যায়, ফাইজানের মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল ৷ কিন্তু পুলিশের রিপোর্টে তার উল্লেখ ছিল না ৷ বিচারপতি মান্থা মনে করেন তদন্তকে ভুল পথে চালনা করা হচ্ছে ৷ তাই তিনি ফের ময়নাতদন্তের নির্দেশ দেন ৷ তিনি জানান, আইআইটি ছাত্রের দেহ অসম গিয়ে কবর থেকে তুলে আনতে হবে ৷ নতুন করে সেটির ময়নাতদন্ত হবে কলকাতা মেডিক্যাল কলেজে ৷ দ্বিতীয় ময়নাতদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা করবে পশ্চিমবঙ্গ সরকার ৷ এক মাসের মধ্যে সেই কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ উল্লেখ্য, ফাইজানকে 16 অক্টোবর ডিব্রুগড়ের দক্ষিণ আমোলাপট্টি কবরস্থানে সমাহিত করা হয়েছিল ।
আরও পড়ুন: আইআইটি ছাত্রমৃত্যুতে নয়া মোড়, মৃতদেহ ফের ময়নাতদন্তের নির্দেশ আদালতের