ETV Bharat / bharat

নমস্কার বাংলা... মালদায় আসার আগে টুইট আদিত্যনাথের - Yogi Adityanath tweets before visit in Bengal

'বন্দে মাতরম' মন্ত্রে দীক্ষিত বঙ্গভূমিতে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন যোগী আদিত্যনাথ । আজ টুইটে সেই কথা জানিয়েছেন তিনি ।

যোগী আদিত্যনাথ
যোগী আদিত্যনাথ
author img

By

Published : Mar 2, 2021, 12:18 PM IST

দিল্লি, 2 মার্চ : বিধানসভা নির্বাচনের আগে ভোটের প্রচার করতে আজ বাংলায় আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ । মালদার গাজোলে বিজেপির পরিবর্তন যাত্রার সমাপ্তি ঘোষণা করবেন । তার আগে, একটি টুইট করে ন তিনি । লেখেন, "সনাতন সংস্কৃতির ঐতিহ্য ভূমিতে আপনাদের মধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য প্রাপ্ত হয়েছে আমার ।"

টুইট আরও লেখেন, "বাংলাকে নমস্কার । সনাতন সংস্কৃতির ঐতিহ্য ভূমিতে আপনাদের মধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য প্রাপ্ত হয়েছে আমার । 'বন্দে মাতরম'-এর মন্ত্রের মধ্য দিয়ে সমগ্র দেশের চেতনা জাগ্রত করে যে বীরভূমি, সেই ভূমির প্রতি আমার প্রণাম ।"

আরও পড়ুন, গাজোলে বিজেপির সভায় যোগীর হাত ধরে মালদার বিরোধী শিবিরে বড় ভাঙনের জল্পনা

একুশের ভোটকে সামনে রেখে কোচবিহার থেকে উত্তরবঙ্গের পরিবর্তন যাত্রা শুরু করেছিল বিজেপি । উত্তরের আট জেলা ঘুরে সেই রথের যাত্রা শেষ হয়েছে । আজ সেই পরিবর্তন যাত্রার সমাপ্তি ঘোষণা করতে গাজোলে আসছেন যোগী আদিত্যনাথ । তাঁর সঙ্গে মঞ্চে থাকবে দলের রাজ্য নেতৃত্ব । থাকার কথা রয়েছে দীর্ঘদিন এই জেলায় তৃণমূলের পর্যবেক্ষক থাকা এবং অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরও । সভা শুরুর কথা বেলা 12টায় । তবে যোগীর আসার কথা বেলা 2টোয় । ইতিমধ্যেই সভাস্থল নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার কাজ শুরু হয়েছে । তৈরি হয়েছে ডি জোন । সেখানে কাউকেই ঢুকতে দেওয়া হবে না বলে জানা গিয়েছে ।

এদিকে, গতকাল বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন, আজ সভামঞ্চে নক্ষত্র সমাবেশ দেখা যাবে । অন্য দল থেকে বেশ কয়েকজন হেভিওয়েট দলে যোগ দিতে পারেন ।

দিল্লি, 2 মার্চ : বিধানসভা নির্বাচনের আগে ভোটের প্রচার করতে আজ বাংলায় আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ । মালদার গাজোলে বিজেপির পরিবর্তন যাত্রার সমাপ্তি ঘোষণা করবেন । তার আগে, একটি টুইট করে ন তিনি । লেখেন, "সনাতন সংস্কৃতির ঐতিহ্য ভূমিতে আপনাদের মধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য প্রাপ্ত হয়েছে আমার ।"

টুইট আরও লেখেন, "বাংলাকে নমস্কার । সনাতন সংস্কৃতির ঐতিহ্য ভূমিতে আপনাদের মধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য প্রাপ্ত হয়েছে আমার । 'বন্দে মাতরম'-এর মন্ত্রের মধ্য দিয়ে সমগ্র দেশের চেতনা জাগ্রত করে যে বীরভূমি, সেই ভূমির প্রতি আমার প্রণাম ।"

আরও পড়ুন, গাজোলে বিজেপির সভায় যোগীর হাত ধরে মালদার বিরোধী শিবিরে বড় ভাঙনের জল্পনা

একুশের ভোটকে সামনে রেখে কোচবিহার থেকে উত্তরবঙ্গের পরিবর্তন যাত্রা শুরু করেছিল বিজেপি । উত্তরের আট জেলা ঘুরে সেই রথের যাত্রা শেষ হয়েছে । আজ সেই পরিবর্তন যাত্রার সমাপ্তি ঘোষণা করতে গাজোলে আসছেন যোগী আদিত্যনাথ । তাঁর সঙ্গে মঞ্চে থাকবে দলের রাজ্য নেতৃত্ব । থাকার কথা রয়েছে দীর্ঘদিন এই জেলায় তৃণমূলের পর্যবেক্ষক থাকা এবং অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরও । সভা শুরুর কথা বেলা 12টায় । তবে যোগীর আসার কথা বেলা 2টোয় । ইতিমধ্যেই সভাস্থল নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার কাজ শুরু হয়েছে । তৈরি হয়েছে ডি জোন । সেখানে কাউকেই ঢুকতে দেওয়া হবে না বলে জানা গিয়েছে ।

এদিকে, গতকাল বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন, আজ সভামঞ্চে নক্ষত্র সমাবেশ দেখা যাবে । অন্য দল থেকে বেশ কয়েকজন হেভিওয়েট দলে যোগ দিতে পারেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.