ETV Bharat / bharat

আজ ভোটমুখী বাংলা-অসমে মোদি, উদ্বোধন একাধিক প্রকল্পের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

সামনেই ভোট । তার আগে আবার বাংলা ও অসম সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দুই রাজ্যেই বেশকিছু প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি শিলান্যাসও করবেন তিনি । উদ্বোধন করবেন রেল প্রকল্পের ।

PM Narendra Modi to visit poll-bound Assam, West Bengal today
ফের ভোটমুখী বাংলা-অসম সফরে মোদি, উদ্বোধন একাধিক প্রকল্পের
author img

By

Published : Feb 22, 2021, 7:51 AM IST

দিল্লি, 22 ফেব্রুয়ারি: ভোটের মুখে আজ ফের অসম ও বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি কয়েকটি রেল প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি । একনজরে দেখে নেওয়া যাক তাঁর সারাদিনের সফরসূচি ।

আজ প্রধানমন্ত্রী প্রথমে যাচ্ছেন অসমে । প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানানো হয়েছে, বেলা 11.30টা নাগাদ ধেমাজির শিলাপাথরে তেল ও গ্যাসের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প জাতির উদ্দেশে উত্‍সর্গ করবেন নরেন্দ্র মোদি । ইন্ডিয়ান অয়েলের বঙ্গাইগাঁও রিফাইনারি, মধুবনে অয়েল ইন্ডিয়া লিমিটেডের সেকেন্ডারি পার্ক ফার্ম ও তিনসুকিয়ার হেবেদা গ্রামের গ্যাস কমপ্রেসার স্টেশনকে জাতির উদ্দেশে উত্‍‌সর্গ করবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে ধেমাজি ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধনও করবেন তিনি। শিলান্যাস করবেন সুয়ালকুচি ইঞ্জিনিয়ারিং কলেজের ।

এরপর প্রধানমন্ত্রীর গন্তব্য বাংলা । বিকেল পৌনে চারটে নাগাদ চুঁচুড়ার ডানলপ ময়দানে জনসভা করবেন প্রধানমন্ত্রী । বিকেল 4.30 টে নাগাদ তিনি একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করবেন । প্রধানমন্ত্রীর হাতেই ফ্ল্যাগ অফ হবে কলকাতা মেট্রোর নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারণের । 464 কোটি টাকার এই প্রকল্পে 4.1 কিলোমিটার রাস্তা মেট্রোপথে সম্প্রসারিত হচ্ছে । নতুন তৈরি হওয়া বরানগর ও দক্ষিণেশ্বর স্টেশন যাত্রী স্বার্থের কথা মাথায় রেখে আধুনিক রূপে তৈরি করা হয়েছে ।

আরও পড়ুন: সিঙ্গুরের জেলা থেকে শিল্পায়ন নিয়ে কি কোনও বার্তা দেবেন মোদি ?

কলাইকুণ্ডা থেকে ঝাড়গ্রামের মাঝে থার্ড লাইনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । দক্ষিণ-পূর্ব রেলের 132 কিলোমিটার দীর্ঘ খড়গপুর-আদিত্যপুর থার্ড লইন প্রকল্পে আরও 30 কিলোমিটার সম্প্রসারিত হতে চলেছে । এই প্রকল্পে বরাদ্দ হয়েছিল 1,312 কোটি টাকা । এ ছাড়াও আজিমগঞ্জ থেকে খাড়গাহাট রোড বিভাগের দ্বিগুণ পরিমাণ সম্প্রসারণেরো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । ইস্টার্ন রেলওয়ের হাওড়া-ব্যান্ডেল-আজিমঞ্জ বিভাগের অংশ এটি ।

দিল্লি, 22 ফেব্রুয়ারি: ভোটের মুখে আজ ফের অসম ও বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি কয়েকটি রেল প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি । একনজরে দেখে নেওয়া যাক তাঁর সারাদিনের সফরসূচি ।

আজ প্রধানমন্ত্রী প্রথমে যাচ্ছেন অসমে । প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানানো হয়েছে, বেলা 11.30টা নাগাদ ধেমাজির শিলাপাথরে তেল ও গ্যাসের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প জাতির উদ্দেশে উত্‍সর্গ করবেন নরেন্দ্র মোদি । ইন্ডিয়ান অয়েলের বঙ্গাইগাঁও রিফাইনারি, মধুবনে অয়েল ইন্ডিয়া লিমিটেডের সেকেন্ডারি পার্ক ফার্ম ও তিনসুকিয়ার হেবেদা গ্রামের গ্যাস কমপ্রেসার স্টেশনকে জাতির উদ্দেশে উত্‍‌সর্গ করবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে ধেমাজি ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধনও করবেন তিনি। শিলান্যাস করবেন সুয়ালকুচি ইঞ্জিনিয়ারিং কলেজের ।

এরপর প্রধানমন্ত্রীর গন্তব্য বাংলা । বিকেল পৌনে চারটে নাগাদ চুঁচুড়ার ডানলপ ময়দানে জনসভা করবেন প্রধানমন্ত্রী । বিকেল 4.30 টে নাগাদ তিনি একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করবেন । প্রধানমন্ত্রীর হাতেই ফ্ল্যাগ অফ হবে কলকাতা মেট্রোর নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারণের । 464 কোটি টাকার এই প্রকল্পে 4.1 কিলোমিটার রাস্তা মেট্রোপথে সম্প্রসারিত হচ্ছে । নতুন তৈরি হওয়া বরানগর ও দক্ষিণেশ্বর স্টেশন যাত্রী স্বার্থের কথা মাথায় রেখে আধুনিক রূপে তৈরি করা হয়েছে ।

আরও পড়ুন: সিঙ্গুরের জেলা থেকে শিল্পায়ন নিয়ে কি কোনও বার্তা দেবেন মোদি ?

কলাইকুণ্ডা থেকে ঝাড়গ্রামের মাঝে থার্ড লাইনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । দক্ষিণ-পূর্ব রেলের 132 কিলোমিটার দীর্ঘ খড়গপুর-আদিত্যপুর থার্ড লইন প্রকল্পে আরও 30 কিলোমিটার সম্প্রসারিত হতে চলেছে । এই প্রকল্পে বরাদ্দ হয়েছিল 1,312 কোটি টাকা । এ ছাড়াও আজিমগঞ্জ থেকে খাড়গাহাট রোড বিভাগের দ্বিগুণ পরিমাণ সম্প্রসারণেরো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । ইস্টার্ন রেলওয়ের হাওড়া-ব্যান্ডেল-আজিমঞ্জ বিভাগের অংশ এটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.