ETV Bharat / bharat

সরকারি নির্দেশিকা নয়, ভুল করে ব্লক হয়েছিল ‘#রিজাইন মোদি’, দাবি ফেসবুকের

বিধানসভা নির্বাচন চলছে পশ্চিমবঙ্গে ৷ আজ অষ্টম তথা শেষ দফা ৷ তার আগে ফেসবুকে দীর্ঘক্ষণ ব্লক করা ছিল প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হ্যাশট্যাগ দেওয়া পোস্টগুলি ৷ সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এটা তারা ভুল করে করেছে ৷

বিতর্কিত ফেসবুক ব্লক, ছবি সৌজন্য @srinivasaiims
বিতর্কিত ফেসবুক ব্লক, ছবি সৌজন্য @srinivasaiims
author img

By

Published : Apr 29, 2021, 11:01 AM IST

নিউ দিল্লি, 29 এপ্রিল: ভুল করে ব্লক করা হয়েছে ‘#রিজাইন মোদি’ পোস্ট, জানাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ৷ পরে এই হ্যাশট্যাগের পোস্টগুলি থেকে ব্লক তুলে নিয়ে এই কথা জানায় সংস্থা ৷

সম্প্রতি ভারতে কোভিড সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের পোস্ট ছড়িয়ে পড়ছে দ্রুত ৷ করোনা সংক্রমণের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী, তা ছাড়িয়ে গিয়েছে বিশ্বের সমস্ত রেকর্ডকে ৷ হাসপাতালে বেড নেই, অক্সিজেনের অভাবে মানুষের অসহায় অবস্থা, জ্বলতে থাকা চুল্লির ছবির পোস্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়াগুলি ৷ আর ভারতের এই অবস্থার জন্য দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাই তাঁর পদত্যাগ করা উচিত ৷ এই প্রতিবাদী পোস্টেও ছেয়ে গিয়েছে ফেসবুক-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলি ৷

সম্প্রতি এই ধরনের পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলিকে ব্লক করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এতে কোভিড সংক্রান্ত ভুল তথ্য ছড়িয়ে পড়ছে, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে ৷ তাই প্যানডেমিক নিয়ন্ত্রণে আনতে এই ধরনের যে কোনও পোস্ট যেন ব্লক করে মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানি ৷

আরও পড়ুন: রাশিয়া থেকে ভারতে এল করোনার ওষুধ বোঝাই দু'টি বিমান

ফেসবুকে দু'টি পদ্ধতিতে পোস্টকে ব্লক করা হয়ে থাকে ৷ এক, ম্যানুয়ালি অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষ নিজে ব্লকে করে, আর অন্যটি ফেসবুকের কিছু নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী আপনা আপনি পোস্টগুলি ব্লক হয়ে যায় ৷

বিধানসভা নির্বাচন চলার সময়ে দীর্ঘক্ষণ প্রধানমন্ত্রী বিরুদ্ধে করা এই ধরনের পোস্ট নাকি ফেসবুক সংস্থা ভুল করে করেছে, সরকারের কোনো নির্দেশিকা অনুসরণ না করে, জানিয়েছে তারা ৷ সংস্থা জানিয়েছে, আমরা সাময়িক ভুল করে এই হ্যাশট্যাগ ব্লক করেছিলাম ৷ এমন নয় যে ভারতের সরকার আমাদের এটা করতে বলেছে ৷ আর তাই সেগুলো পুরনো অবস্থায় ফিরিয়ে দিয়েছি ৷

নিউ দিল্লি, 29 এপ্রিল: ভুল করে ব্লক করা হয়েছে ‘#রিজাইন মোদি’ পোস্ট, জানাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ৷ পরে এই হ্যাশট্যাগের পোস্টগুলি থেকে ব্লক তুলে নিয়ে এই কথা জানায় সংস্থা ৷

সম্প্রতি ভারতে কোভিড সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের পোস্ট ছড়িয়ে পড়ছে দ্রুত ৷ করোনা সংক্রমণের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী, তা ছাড়িয়ে গিয়েছে বিশ্বের সমস্ত রেকর্ডকে ৷ হাসপাতালে বেড নেই, অক্সিজেনের অভাবে মানুষের অসহায় অবস্থা, জ্বলতে থাকা চুল্লির ছবির পোস্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়াগুলি ৷ আর ভারতের এই অবস্থার জন্য দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাই তাঁর পদত্যাগ করা উচিত ৷ এই প্রতিবাদী পোস্টেও ছেয়ে গিয়েছে ফেসবুক-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলি ৷

সম্প্রতি এই ধরনের পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলিকে ব্লক করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এতে কোভিড সংক্রান্ত ভুল তথ্য ছড়িয়ে পড়ছে, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে ৷ তাই প্যানডেমিক নিয়ন্ত্রণে আনতে এই ধরনের যে কোনও পোস্ট যেন ব্লক করে মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানি ৷

আরও পড়ুন: রাশিয়া থেকে ভারতে এল করোনার ওষুধ বোঝাই দু'টি বিমান

ফেসবুকে দু'টি পদ্ধতিতে পোস্টকে ব্লক করা হয়ে থাকে ৷ এক, ম্যানুয়ালি অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষ নিজে ব্লকে করে, আর অন্যটি ফেসবুকের কিছু নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী আপনা আপনি পোস্টগুলি ব্লক হয়ে যায় ৷

বিধানসভা নির্বাচন চলার সময়ে দীর্ঘক্ষণ প্রধানমন্ত্রী বিরুদ্ধে করা এই ধরনের পোস্ট নাকি ফেসবুক সংস্থা ভুল করে করেছে, সরকারের কোনো নির্দেশিকা অনুসরণ না করে, জানিয়েছে তারা ৷ সংস্থা জানিয়েছে, আমরা সাময়িক ভুল করে এই হ্যাশট্যাগ ব্লক করেছিলাম ৷ এমন নয় যে ভারতের সরকার আমাদের এটা করতে বলেছে ৷ আর তাই সেগুলো পুরনো অবস্থায় ফিরিয়ে দিয়েছি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.