ETV Bharat / bharat

রাহুল-প্রিয়ঙ্কার উপদেশ শুনে ভালো করেছেন মোদিজি, টুইট কংগ্রেসের

পরীক্ষা বাতিল করা নিয়ে রাহুল ও প্রিয়ঙ্কা টুইট করেছিলেন ৷ তাঁরা আগেই পরীক্ষা বাতিল করার আবেদন করেছিলেন ৷ আজ বোর্ড পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সাধুবাদ জানিয়েছে কংগ্রেস ৷

modi
নরেন্দ্র মোদি (ফাইল ছবি)
author img

By

Published : Apr 14, 2021, 10:36 PM IST

নয়াদিল্লি, 14 এপ্রিল : সিবিএসই পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য় ও ক্লাস টেনের পরীক্ষা বাতিল করার জন্য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্য়বাদ জানালো কংগ্রেস ৷ আজ কংগ্রেসের তরফে মোদিকে উদ্দেশ্য় করে একটি টুইট করা হয় ৷ সেখানে লেখা হয়েছে, খুব ভালো কাজ করেছেন মোদিজি ৷

কয়েকদিন আগে পরীক্ষা বাতিল করা নিয়ে টুইটে আবেদন করেছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি ৷ দুটি টুইটেরই বিষয়বস্তু ছিল একই ৷ করোনায় আক্রান্তের সংখ্য়া বাড়ছে ৷ এই অবস্থায় পরীক্ষা নিয়ে পরিস্থিতি খুব খারাপ হবে ৷ আক্রান্ত হবে স্কুল পড়ুয়ারা ৷ এই কথা জানিয়ে কেন্দ্রীয় সরকার ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়ালের কাছে আবেদন জানান বোর্ড পরীক্ষা যেন বন্ধ রাখা হয় ৷ টুইট করে ওই আবেদন জানানো হয় ৷

আরও পড়ুন-কোভিড পরিস্থিতিতে বোর্ড পরীক্ষা বন্ধ রাখার আবেদন প্রিয়াঙ্কার

এদিকে আজ কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে ক্লাস টেনের বোর্ড পরীক্ষা সম্পূর্ণ বাতিল এবং সিবিএসই পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে ৷ রাহুল ও প্রিয়ঙ্কার টুইটের জন্য়ই কেন্দ্রীয় সরকার ওই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে কংগ্রেস নেতৃত্ব ৷ আর সেকারণে প্রধানমন্ত্রীকে ধন্য়বাদ জানিয়েছে কংগ্রেস ৷

  • Well done Modi ji, listening to sound advice from Shri @Rahulgandhi, Smt. @priyankgandhi & the Congress party will go a long way in mending our nation.

    It is our democratic duty to work together for the betterment of our people. It's good to see BJP finally put nation over ego. https://t.co/oTGIy0iimb

    — Congress (@INCIndia) April 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ধন্য়বাদ জ্ঞাপন টুইটে কংগ্রেস লিখেছে, "রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধির উপদেশ শুনে দারুন কাজ করেছেন মোদিজি ৷ সাধারণ মানুষের উন্নতির জন্য় একসঙ্গে কাজ করা আমাদের গণতান্ত্রিক অধিকার ৷ এটা দেখে ভালো লাগছে যে ইগো ত্য়াগ করে জাতির কথা ভেবেছে কংগ্রেস ৷ "

আজকের বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং ৷ জানা গেছে আজকের ওই বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, পড়ুয়াদের ভালো রাখা আমাদের সরকারের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ ৷ আর তারপরেই ক্লাস টেনের পরীক্ষা বাতিল ও সিবিএসই-র পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

নয়াদিল্লি, 14 এপ্রিল : সিবিএসই পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য় ও ক্লাস টেনের পরীক্ষা বাতিল করার জন্য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্য়বাদ জানালো কংগ্রেস ৷ আজ কংগ্রেসের তরফে মোদিকে উদ্দেশ্য় করে একটি টুইট করা হয় ৷ সেখানে লেখা হয়েছে, খুব ভালো কাজ করেছেন মোদিজি ৷

কয়েকদিন আগে পরীক্ষা বাতিল করা নিয়ে টুইটে আবেদন করেছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি ৷ দুটি টুইটেরই বিষয়বস্তু ছিল একই ৷ করোনায় আক্রান্তের সংখ্য়া বাড়ছে ৷ এই অবস্থায় পরীক্ষা নিয়ে পরিস্থিতি খুব খারাপ হবে ৷ আক্রান্ত হবে স্কুল পড়ুয়ারা ৷ এই কথা জানিয়ে কেন্দ্রীয় সরকার ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়ালের কাছে আবেদন জানান বোর্ড পরীক্ষা যেন বন্ধ রাখা হয় ৷ টুইট করে ওই আবেদন জানানো হয় ৷

আরও পড়ুন-কোভিড পরিস্থিতিতে বোর্ড পরীক্ষা বন্ধ রাখার আবেদন প্রিয়াঙ্কার

এদিকে আজ কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে ক্লাস টেনের বোর্ড পরীক্ষা সম্পূর্ণ বাতিল এবং সিবিএসই পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে ৷ রাহুল ও প্রিয়ঙ্কার টুইটের জন্য়ই কেন্দ্রীয় সরকার ওই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে কংগ্রেস নেতৃত্ব ৷ আর সেকারণে প্রধানমন্ত্রীকে ধন্য়বাদ জানিয়েছে কংগ্রেস ৷

  • Well done Modi ji, listening to sound advice from Shri @Rahulgandhi, Smt. @priyankgandhi & the Congress party will go a long way in mending our nation.

    It is our democratic duty to work together for the betterment of our people. It's good to see BJP finally put nation over ego. https://t.co/oTGIy0iimb

    — Congress (@INCIndia) April 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ধন্য়বাদ জ্ঞাপন টুইটে কংগ্রেস লিখেছে, "রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধির উপদেশ শুনে দারুন কাজ করেছেন মোদিজি ৷ সাধারণ মানুষের উন্নতির জন্য় একসঙ্গে কাজ করা আমাদের গণতান্ত্রিক অধিকার ৷ এটা দেখে ভালো লাগছে যে ইগো ত্য়াগ করে জাতির কথা ভেবেছে কংগ্রেস ৷ "

আজকের বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং ৷ জানা গেছে আজকের ওই বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, পড়ুয়াদের ভালো রাখা আমাদের সরকারের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ ৷ আর তারপরেই ক্লাস টেনের পরীক্ষা বাতিল ও সিবিএসই-র পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.