ETV Bharat / bharat

Kailash Satyarthi : আফগান শিশুদের সুরক্ষা নিশ্চিত করার আর্জি নোবেলজয়ী কৈলাস সত্যার্থীর - United Nations Child Fund

যে কোনও যুদ্ধ বা বিদ্রোহে শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ৷ এমনই মনে করেন নোবেলজয়ী কৈলাস সত্যার্থী ৷ যিনি সম্প্রতি রাষ্ট্রসংঘের সাসটেনেবল ডেভেলপমেন্ট গোলসের (Sustainable Development Goals) অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত হয়েছেন ৷ আফগান শিশুদের সুরক্ষার জন্য দ্রুত ও উপযুক্ত প্রচেষ্টার আহ্বান জানান নোবেল শান্তি পুরস্কার প্রাপক এই ভারতীয় ৷

Kailash Satyarthi
কৈলাশ সত্যার্থী
author img

By

Published : Sep 19, 2021, 9:48 PM IST

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর : আফগান শিশুদের জন্য দ্রুত ও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলেন নোবেল শান্তি পুরস্কারজয়ী ভারতীয় কৈলাস সত্যার্থী ৷ তালিবান শাসনাধীন আফগান শিশুদের সুরক্ষা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি ৷ তাদের সুরক্ষার জন্য দ্রুত পদক্ষেপ করার আর্জি জানালেন রাষ্ট্রসংঘের সাসটেনেবল ডেভেলপমেন্ট গোলসের (Sustainable Development Goals বা SDG) অ্যাডভোকেট ৷

আফগান শিশুদের নিয়ে আশঙ্কা প্রকাশ করে নোবেলজয়ী সমাজসেবী কৈলাস সত্যার্থী সংবাদমাধ্যমে বলেন, "মানুষ বা জাতি যদি মনে করে এটি আফগান শিশুদের বিষয় এবং আমরা বিশ্বের সেই অংশে শান্তি স্থাপনে যাচ্ছি না। কিন্তু আমাদের বিবেচনা করা উচিত যে, আফগান শিশুরা আমাদেরই সন্তান ৷ সুতরাং যৌথ প্রচেষ্টায় শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সুরক্ষা নিশ্চিত করতে হবে ৷"

তবে তিনি এও জানান, আফগান শাসকদের সাহায্য ছাড়া শিশুদের কল্যাণ সম্ভব নয় ৷ তাদের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছানো উচিত। গত মাসেই কাবুল দখল করে আফগানিস্তানের শাসন ক্ষমতা নিজেদের হাতে নেয় তালিবান ৷ আফগান সরকারের পতনের পর সংকটে পড়ে আফগানিস্তান ৷ কৈলাস সত্যার্থীর মতে, আফগান শিশুদের বিশেষ করে মেয়েদের যদি সমান তালে শিক্ষা না-দেওয়া হয়, তাহলে তারা সারা জীবনের জন্য শোষণের শিকার হবে। তাদের উপর অবিচার ও অত্যাচার আরও বাড়বে।

আরও পড়ুন : আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে হবে, তালিবানকে কড়া বার্তা মার্কিন বিদেশ সচিবের

রাষ্ট্রসংঘের শিশু তহবিল (ইউনিসিইএফ)-এর মতে, 10 মিলিয়ন আফগান শিশুদের পর্যাপ্ত খাদ্য, ওষুধ এবং পানীয় জলের অভাব রয়েছে ৷ এখনই এই অভাব মেটানো প্রয়োজন ৷ ইউনিসিইএফ-এর তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আফগানিস্তানে পাঁচ বছরের কম বয়সি 10 লক্ষ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগবে। কয়েকজন চিকিৎসক গত মাসে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়েছে বলেও দাবি করেছেন ৷

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর : আফগান শিশুদের জন্য দ্রুত ও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলেন নোবেল শান্তি পুরস্কারজয়ী ভারতীয় কৈলাস সত্যার্থী ৷ তালিবান শাসনাধীন আফগান শিশুদের সুরক্ষা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি ৷ তাদের সুরক্ষার জন্য দ্রুত পদক্ষেপ করার আর্জি জানালেন রাষ্ট্রসংঘের সাসটেনেবল ডেভেলপমেন্ট গোলসের (Sustainable Development Goals বা SDG) অ্যাডভোকেট ৷

আফগান শিশুদের নিয়ে আশঙ্কা প্রকাশ করে নোবেলজয়ী সমাজসেবী কৈলাস সত্যার্থী সংবাদমাধ্যমে বলেন, "মানুষ বা জাতি যদি মনে করে এটি আফগান শিশুদের বিষয় এবং আমরা বিশ্বের সেই অংশে শান্তি স্থাপনে যাচ্ছি না। কিন্তু আমাদের বিবেচনা করা উচিত যে, আফগান শিশুরা আমাদেরই সন্তান ৷ সুতরাং যৌথ প্রচেষ্টায় শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সুরক্ষা নিশ্চিত করতে হবে ৷"

তবে তিনি এও জানান, আফগান শাসকদের সাহায্য ছাড়া শিশুদের কল্যাণ সম্ভব নয় ৷ তাদের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছানো উচিত। গত মাসেই কাবুল দখল করে আফগানিস্তানের শাসন ক্ষমতা নিজেদের হাতে নেয় তালিবান ৷ আফগান সরকারের পতনের পর সংকটে পড়ে আফগানিস্তান ৷ কৈলাস সত্যার্থীর মতে, আফগান শিশুদের বিশেষ করে মেয়েদের যদি সমান তালে শিক্ষা না-দেওয়া হয়, তাহলে তারা সারা জীবনের জন্য শোষণের শিকার হবে। তাদের উপর অবিচার ও অত্যাচার আরও বাড়বে।

আরও পড়ুন : আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে হবে, তালিবানকে কড়া বার্তা মার্কিন বিদেশ সচিবের

রাষ্ট্রসংঘের শিশু তহবিল (ইউনিসিইএফ)-এর মতে, 10 মিলিয়ন আফগান শিশুদের পর্যাপ্ত খাদ্য, ওষুধ এবং পানীয় জলের অভাব রয়েছে ৷ এখনই এই অভাব মেটানো প্রয়োজন ৷ ইউনিসিইএফ-এর তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আফগানিস্তানে পাঁচ বছরের কম বয়সি 10 লক্ষ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগবে। কয়েকজন চিকিৎসক গত মাসে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়েছে বলেও দাবি করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.