দুবাই, 31 অক্টোবর : ক্যাপ্টেন কেনের বিরুদ্ধে সাফল্যের ভাঁড়ার শূন্য ক্যাপ্টেন কোহলির ৷ 2019 ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্য়ান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ভারতকে ৷ এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-12 এর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 8 উইকেটে হেরে সেমিফাইনালের রাস্তাই কার্যত কঠিন করে ফেলল টিম ইন্ডিয়া ৷ যদিও অঙ্কের হিসেবে এখনও সেমিফাইনালের রাস্তা খোলা কোহলি-রোহিতদের সামনে ৷
- গ্রুপ পর্বে ভারতের এখনও বাকি তিনটি ম্যাচ ৷ আফগানিস্তান, নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে কোহলিদের ৷ তিন ম্যাচেই প্রথমে ব্যাট করলে বড় ব্য়বধানে জিততে হবে কোহলিদের ৷ পরে ব্যাট করলে দ্রুত হাতে উইকেট রেখে ম্যাচ শেষ করতেই হবে ৷ যদিও তিন ম্যাচে অনেক এগিয়ে শুরু করবে ভারত ৷
- তিন ম্যাচের তিনটি জিতে সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত পাকিস্তানের ৷ বড় অঘটন না ঘটলে শেষ চার নিশ্চিত বাবরদের ৷ শেষ দুই ম্যাচে নামিবিয়া এবং স্কটল্যান্ডের কাছে বড় ব্যবধানে পাকিস্তান হারলে সেমিফাইনালের রাস্তা খুলে যেতে পারে ভারতের সামনে ৷
- পাকিস্তানের কাছে হারলেও ভারতকে হারিয়ে সেমিফাইনালের পথে পা বাড়িয়ে রেখেছে নিউজিল্যান্ড ৷ শেষ তিন ম্য়াচে তাদের জিততে হবে আফগানদের কাছে ৷ হারতে হবে নামিবিয়া, স্কটল্যান্ডের কাছে ৷
- গ্রুপ-2 তে দ্বিতীয় স্থানে থাকলেও রান রেট সবচেয়ে ভাল রশিদ খান-মহম্মদ নবিদের ৷ এখনও তাদের খেলতে হবে ভারত এবং নিউজিল্য়ান্ডের বিপক্ষে ৷ নিউজিল্যান্ডকে হারালে সেমিফাইনাল কার্যত নিশ্চিত রশিদদের ৷ সেক্ষেত্রে দুই ম্য়াচেই হারতে হবে আফগানিস্তানকে ৷
প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে 10 উইকেটে হেরে দেশবাসীকে একরাশ লজ্জা 'উপহার' দিয়েছিল বিরাটবাহিনী ৷ দ্বিতীয় ম্যাচে কিউয়িদের কাছে হার প্রথম টি-20 বিশ্বচ্যাম্পিয়নদের ৷ সূর্যকুমার যাদবকে বসিয়ে এদিন ঈশান কিষানকে খেলিয়েও কোনও লাভ হয়নি ভারতের ৷ ধোনিকে মেন্টর হিসেবে পেয়েও এখনও পর্যন্ত বিশ্বকাপে ফ্লপ বিরাটরা ৷ ফলে সেমিফাইনালে পৌঁছতে 'ক্যালকুলেটর'ই ভরসা 'মেন ইন ব্লু' দের ৷