ETV Bharat / bharat

ব্যবহৃত কোভিড-19 পরীক্ষার সোয়াব স্টিক কুড়োতে ব্যস্ত মহিলা, বাচ্চারা - ঠিকাদার মনীশ কেশওয়ানি

থানের অলিগলিতে মাটি থেকে কুড়িয়ে করোনা পরীক্ষার প্রয়োজনীয় সোয়াব স্টিক জড়ো করে প্যাকেটে পুড়ছে বেশ কিছু বাচ্চা আর মহিলারা ৷ তাদের মুখে নেই মাস্কও ৷ এই ভিডিয়োয় চাঞ্চল্য ছড়িয়েছে থানে-সহ মহারাষ্ট্রে ৷

বাচ্চারা এবং মহিলারা সোয়্যাব স্টিক মেঝে থেকে কুড়িয়ে একসঙ্গে প্যাকেটে ভরছে
বাচ্চারা এবং মহিলারা সোয়্যাব স্টিক মেঝে থেকে কুড়িয়ে একসঙ্গে প্যাকেটে ভরছে
author img

By

Published : May 11, 2021, 11:14 AM IST

থানে, (মহারাষ্ট্র) 11 মে : বাচ্চারা এবং মহিলারা সোয়াব টেস্টে প্রয়োজনীয় স্টিক মেঝে থেকে কুড়িয়ে একসঙ্গে প্যাকেটে ভরছে ৷ স্যানিটাইজারের বালাই নেই ৷ এমনকি মুখে নেই মাস্কও ৷ এরকম একটি চাঞ্চল্যকর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ বাচ্চা ও মহিলারা উলহাসনগর ক্যাম্প 2-এর খেমানি অঞ্চলের বাসিন্দা ৷ এই সোয়াব স্টিকগুলি কোভিড-19 পরীক্ষা করতে কাজে লাগে ৷

একজন মহিলা জানান যে, 1,000টি এরকম স্টিক কুড়িয়ে প্যাক করলে 20 টাকা পান তাঁরা ৷ আর একজন ঠিকাদার তাঁদের এই কাজের বরাত দিয়েছেন ৷

স্বভাবতই অভিযোগ উঠেছে ওই ঠিকাদারের বিরুদ্ধে ৷ তিনি এই গরিব বাচ্চা, মহিলাদের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে এই কাজ করাচ্ছেন ৷ প্রশ্ন উঠছে মহিলা ও বাচ্চাদের সুরক্ষা নিয়ে ৷

আরো পড়ুন: দেশে এল অক্সিজেন-মেডিক্যাল সরঞ্জাম বোঝাই 3 যুদ্ধজাহাজ

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের আধিকারিক বিলাস তাসখেদকরের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করেছে অভিযুক্ত ঠিকাদার মনীশ কেশওয়ানির বিরুদ্ধে ৷ পুলিশ জানিয়েছে, কোভিড-19 পরীক্ষার ওই কিটের ক্ষেত্রে আন্তর্জাতিক ব্র্যান্ডের নামও ব্যবহার করেছেন তিনি ৷

ওই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই পালানোর চেষ্টা করলেও 24 ঘণ্টার মধ্যেই মনীশকে গ্রেপ্তার করে পুলিশ ৷ উলহাসনগরের সন্ত দ্বানেশ্বরনগরে তাঁর কারাখানায় তল্লাশি চালায় পুলিশ ৷ অনুমান, এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে ৷

থানের প্রধান স্বাস্থ্য আধিকারিক ডাঃ রাজা রিজওয়ানি এই কিট প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলিকে সতর্ক করে বলেন, "আমরা সেই সব প্রতিষ্ঠানগুলিকে অনুরোধ করছি, তারা যে কিটগুলি সংগ্রহ করছেন, তা পরীক্ষা করে দেখুন ৷ এগুলো থানের একটি এলাকায় তৈরি হচ্ছে ৷ হয়তো এর পিছনে কোনও বড় চক্র আছে, আমরা এখনও তা জানতে পারিনি ৷"

থানে, (মহারাষ্ট্র) 11 মে : বাচ্চারা এবং মহিলারা সোয়াব টেস্টে প্রয়োজনীয় স্টিক মেঝে থেকে কুড়িয়ে একসঙ্গে প্যাকেটে ভরছে ৷ স্যানিটাইজারের বালাই নেই ৷ এমনকি মুখে নেই মাস্কও ৷ এরকম একটি চাঞ্চল্যকর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ বাচ্চা ও মহিলারা উলহাসনগর ক্যাম্প 2-এর খেমানি অঞ্চলের বাসিন্দা ৷ এই সোয়াব স্টিকগুলি কোভিড-19 পরীক্ষা করতে কাজে লাগে ৷

একজন মহিলা জানান যে, 1,000টি এরকম স্টিক কুড়িয়ে প্যাক করলে 20 টাকা পান তাঁরা ৷ আর একজন ঠিকাদার তাঁদের এই কাজের বরাত দিয়েছেন ৷

স্বভাবতই অভিযোগ উঠেছে ওই ঠিকাদারের বিরুদ্ধে ৷ তিনি এই গরিব বাচ্চা, মহিলাদের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে এই কাজ করাচ্ছেন ৷ প্রশ্ন উঠছে মহিলা ও বাচ্চাদের সুরক্ষা নিয়ে ৷

আরো পড়ুন: দেশে এল অক্সিজেন-মেডিক্যাল সরঞ্জাম বোঝাই 3 যুদ্ধজাহাজ

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের আধিকারিক বিলাস তাসখেদকরের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করেছে অভিযুক্ত ঠিকাদার মনীশ কেশওয়ানির বিরুদ্ধে ৷ পুলিশ জানিয়েছে, কোভিড-19 পরীক্ষার ওই কিটের ক্ষেত্রে আন্তর্জাতিক ব্র্যান্ডের নামও ব্যবহার করেছেন তিনি ৷

ওই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই পালানোর চেষ্টা করলেও 24 ঘণ্টার মধ্যেই মনীশকে গ্রেপ্তার করে পুলিশ ৷ উলহাসনগরের সন্ত দ্বানেশ্বরনগরে তাঁর কারাখানায় তল্লাশি চালায় পুলিশ ৷ অনুমান, এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে ৷

থানের প্রধান স্বাস্থ্য আধিকারিক ডাঃ রাজা রিজওয়ানি এই কিট প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলিকে সতর্ক করে বলেন, "আমরা সেই সব প্রতিষ্ঠানগুলিকে অনুরোধ করছি, তারা যে কিটগুলি সংগ্রহ করছেন, তা পরীক্ষা করে দেখুন ৷ এগুলো থানের একটি এলাকায় তৈরি হচ্ছে ৷ হয়তো এর পিছনে কোনও বড় চক্র আছে, আমরা এখনও তা জানতে পারিনি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.