ETV Bharat / bharat

মাথায় পাগড়ি বেঁধে ট্র্যাক্টর চালালেন রাহুল - কৃষক আন্দোলন

শনিবার রাজস্থানের আজমেঢ় জেলায় ট্র্যাক্টর মিছিল করেন রাহুল৷ মাথায় পাগড়ি বেঁধে বসেন চালকের আসনে৷ আরও একবার বলেন, ‘‘দেশের সবথেকে বড় ব্য়বসা, কৃষির ব্য়বসা৷ 40 লাখ কোটির ব্য়বসা৷ দেশের 40 শতাংশ মানুষই এর উপর নির্ভরশীল৷’’

WATCH: Rahul Gandhi drives tractor in Rajasthan
মাথায় পাগড়ি বেঁধে ট্রাক্টর চালালেন রাহুল গান্ধি
author img

By

Published : Feb 13, 2021, 10:39 PM IST

জয়পুর, 13 ফেব্রুয়ারি: এবার ট্র্যাক্টর মিছিলে সামিল হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ মাথায় লাল-সবুজ পাগড়ি বেঁধে নিজেই বসলেন চালকের আসনে৷ তাঁর একপাশে তখন রাজস্থানের মুখ্য়মন্ত্রী অশোক গেহলট এবং অন্য়পাশে রাজস্থান কংগ্রেসের প্রধান গোবিন্দ সিং দোতাসারা৷ রাহুল গান্ধিকে দেখতে ভিড় উপচে পড়ল আজমেঢ়ের সভায়৷

শনিবারের কর্মসূচিতে ফের একবার কৃষিকাজকে দেশের সবথেকে বড় ব্য়বসা বলে উল্লেখ করেন রাহুল৷ বলেন, ‘‘দেশের সবথেকে বড় ব্য়বসা, কৃষির ব্য়বসা৷ 40 লাখ কোটির ব্য়বসা৷ দেশের 40 শতাংশ মানুষই এর উপর নির্ভরশীল৷’’

কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের সমালোচনা করতে গিয়ে এদিন আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন রাহুল৷ তাঁর অভিযোগ, ভারতের সামগ্রিক কৃষিব্য়বস্থাকে নিজের দুই বন্ধুর হাতে তুলে দিতে চাইছেন মোদিজি৷ তাতে হাতে গোনা কয়েকটি বড় কর্পোরেট সংস্থার লাভ হলেও বিপাকে পড়বেন ছোট ও প্রান্তিক কৃষকরা৷

প্রসঙ্গত, কৃষক আন্দোলনকে হাতিয়ার করেই রাজস্থানের মাটিতে জমি আরও শক্ত করতে চাইছে কংগ্রেস৷ কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরোধিতায় কংগ্রেসশাসিত এই রাজ্য়ে একের পর এক কর্মসূচিতে যোগ দিচ্ছেন রাহুল৷

আরও পড়ুন: কৃষকদের সামনে ব্রিটিশরাই টিকতে পারেননি, মোদি কী করবেন : রাহুল

গত শুক্রবার হনুমাননগর এবং গঙ্গানগরেও একটি সভায় বক্তব্য় রাখেন রাহুল৷ বলেন, কৃষকদের সামনে ব্রিটিশরাই টিকতে পারেনি৷ তাই মোদিকেও নয়া তিন কৃষি আইন প্রত্য়াহার করতেই হবে৷

শনিবার রাহুলের সভার জন্য বেছে নেওয়া হয় কিষাণগড় এবং রূপানগরকে৷ সূত্রের খবর, সভায় যাতে আশপাশের জেলা থেকেও কৃষকরা এসে যোগ দিতে পারেন, তারজন্যই এই স্থান নির্বাচন৷

জয়পুর, 13 ফেব্রুয়ারি: এবার ট্র্যাক্টর মিছিলে সামিল হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ মাথায় লাল-সবুজ পাগড়ি বেঁধে নিজেই বসলেন চালকের আসনে৷ তাঁর একপাশে তখন রাজস্থানের মুখ্য়মন্ত্রী অশোক গেহলট এবং অন্য়পাশে রাজস্থান কংগ্রেসের প্রধান গোবিন্দ সিং দোতাসারা৷ রাহুল গান্ধিকে দেখতে ভিড় উপচে পড়ল আজমেঢ়ের সভায়৷

শনিবারের কর্মসূচিতে ফের একবার কৃষিকাজকে দেশের সবথেকে বড় ব্য়বসা বলে উল্লেখ করেন রাহুল৷ বলেন, ‘‘দেশের সবথেকে বড় ব্য়বসা, কৃষির ব্য়বসা৷ 40 লাখ কোটির ব্য়বসা৷ দেশের 40 শতাংশ মানুষই এর উপর নির্ভরশীল৷’’

কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের সমালোচনা করতে গিয়ে এদিন আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন রাহুল৷ তাঁর অভিযোগ, ভারতের সামগ্রিক কৃষিব্য়বস্থাকে নিজের দুই বন্ধুর হাতে তুলে দিতে চাইছেন মোদিজি৷ তাতে হাতে গোনা কয়েকটি বড় কর্পোরেট সংস্থার লাভ হলেও বিপাকে পড়বেন ছোট ও প্রান্তিক কৃষকরা৷

প্রসঙ্গত, কৃষক আন্দোলনকে হাতিয়ার করেই রাজস্থানের মাটিতে জমি আরও শক্ত করতে চাইছে কংগ্রেস৷ কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরোধিতায় কংগ্রেসশাসিত এই রাজ্য়ে একের পর এক কর্মসূচিতে যোগ দিচ্ছেন রাহুল৷

আরও পড়ুন: কৃষকদের সামনে ব্রিটিশরাই টিকতে পারেননি, মোদি কী করবেন : রাহুল

গত শুক্রবার হনুমাননগর এবং গঙ্গানগরেও একটি সভায় বক্তব্য় রাখেন রাহুল৷ বলেন, কৃষকদের সামনে ব্রিটিশরাই টিকতে পারেনি৷ তাই মোদিকেও নয়া তিন কৃষি আইন প্রত্য়াহার করতেই হবে৷

শনিবার রাহুলের সভার জন্য বেছে নেওয়া হয় কিষাণগড় এবং রূপানগরকে৷ সূত্রের খবর, সভায় যাতে আশপাশের জেলা থেকেও কৃষকরা এসে যোগ দিতে পারেন, তারজন্যই এই স্থান নির্বাচন৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.