গাজিয়াবাদ, 7 ডিসেম্বর: ব্য়বহৃত ট্রে নিয়ে ফিরে আসার সময় তা লেগে যায় কয়েকজন অতিথির গায়ে ৷ অপরাধ বলতে এটুকুই ৷ আর সেই কারণেই পিটিয়ে খুন করা হল 26 বছর বয়সি এক ওয়েটারকে ৷ বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটে একটি বিয়ে বাড়িতে ৷ মালিকের হাতে মার খেতে খেতে মৃত্যু হয় তরুণের ৷ এই ঘটনায় ইতিমধ্য়েই গ্রেফতার করা হয়েছে তিন অভিযুক্তকে ৷ এদের মধ্য়ে রয়েছে একজন নাবালকও ৷
তরুণের নাম পঙ্কজ কুমার ৷ খবর অনুযায়ী, ঘটনার পরে অঙ্কুর বিহার এলাকার একটি জঙ্গলে তাঁর মৃতদেহ ফেলে দেওয়া হয় ৷ গত 18 নভেম্বর সেই দেহ উদ্ধার করে পুলিশ ৷ ঘটনাটি ঘটে তার আগের দিন রাতে ৷ অঙ্কুর বিহার এলাকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার রবি প্রকাশ বলেন, "দেহ উদ্ধারের পর তদন্তে আমরা জানতে পারি 17 নভেম্বর ওয়েটার হিসাবে কাজের জন্য় পঙ্কজকে ডাকা হয় ৷ তিনি একটি ব্যবহৃত ট্রে নিয়ে ফিরছিলেন ৷ সেসময় কিছু অতিথির সঙ্গে তাঁর ধাক্কা লাগে ৷ আর এই ঘটনার পরেই তাঁকে মারতে শুরু করে অভিযুক্তরা ৷"
তিনি আরও বলেন, "মনোজ গুপ্ত নামের এক ব্যক্তি ধাক্কা মেরে পঙ্কজকে মাটিতে ফেলে দেয় ৷ এই মনোজ ম্য়ারেজ হল ম্যানেজমেন্টের একজন কর্মকর্তা ৷ পড়ে গিয়ে মাথায় চোট পান পঙ্কজ ৷ এরপর অমিত এবং একজন নাবালকের সাহায্য় নেয় জঙ্গলে মৃতদেহ ফেলে আসার জন্য় ৷" প্রথম দিকে কিছুই ধরতে পারা যায়নি ৷ এরপর অপরাধের তদন্ত করতে গিয়ে সিসিটিভি-র আশ্রয় নেয় পুলিশ ৷ ম্যারেজ হলের সিসিটিভি ফুটেজ থেকেই সামনে আসে আসল ঘটনা ৷
আরও পড়ুন: