ETV Bharat / bharat

Venkaiah Praises Modi : বিরোধীরাও স্বীকার করবে মোদি একজন ফেনোমেনন, দাবি বেঙ্কাইয়ার - Vice President Venkaiah Naidu

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি বই লেখা হয়েছে ৷ বুধবার সেই বই প্রকাশ করেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নায়ডু (Vice President Venkaiah Naidu) ৷ সেখানে মোদির প্রশংসা করেন ৷ জানান, বিরোধীরাও স্বীকার করবে মোদি একজন ফেনোমেনন (VP Naidu says Even detractors of Modi agree he is a phenomenon) ৷

vp-naidu-says-even-detractors-of-modi-agree-he-is-a-phenomenon
Venkaiah Praises Modi : বিরোধীরাও স্বীকার করবে মোদি একজন ফেনোমেনন, দাবি বেঙ্কাইয়ার
author img

By

Published : May 11, 2022, 3:13 PM IST

নয়াদিল্লি, 11 মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নায়ডু (Vice President Venkaiah Naidu Praises PM Narendra Modi) ৷ মোদিকে তিনি একজন ‘ফেনোমেনন’ হিসেবে উল্লেখ করেছেন (VP Naidu says Even detractors of Modi agree he is a phenomenon) ৷ পাশাপাশি মহাত্মা গান্ধির সঙ্গে তুলনা টানলেন প্রধানমন্ত্রীর ৷

বুধবার ‘মোদি @ 20 : ড্রিমস মিটিং ডেলিভারি’ শীর্ষক একটি বই প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বেঙ্কাইয়া নায়ডু (Vice President Venkaiah Naidu) ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷ তাঁর মতে, মোদি যে একজন ‘ফেনোমেনন’ তা মোদির বিরোধীরাও স্বীকার করবেন ৷ পাশাপাশি তাঁর বক্তব্য, মহাত্মা গান্ধি স্বাধীনতা সংগ্রামকে এলিট ক্লাসের হাত থেকে নিয়ে সাধারণের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন ৷ মোদিও উন্নয়নের ধারাকে সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন ৷

পাশাপাশি তাঁর দাবি, গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে উন্নয়নের যে ধারা মোদি শুরু করেছিলেন, তা তিনি এগিয়ে নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবেও ৷ মোদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন ৷ সেকথাও উল্লেখ করেছেন উপ-রাষ্ট্রপতি ৷ তাঁর দাবি, গত 20 বছরে মোদি স্বাধীন ভারতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পেরেছেন ৷

সেই কারণেই তিনি মোদিকে সকলের থেকে আলাদা হিসেবে ব্যাখ্যা করেছেন ৷ সংশ্লিষ্ট বইটিতেও পুঙ্খনাপুঙ্খভাবে মোদির এই যাত্রাপথের উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন বেঙ্কাইয়া নায়ডু ৷ ভারতের মানুষ মোদিকে বিশ্বাস করেন বলেই নোটবন্দির পরও মোদি ভোটে জিততে সক্ষম হয়েছেন বলেও ব্যাখ্যা উপ-রাষ্ট্রপতির ৷

তাছাড়া তিনি জানান, স্বাধীনতার 70 বছর পরও দেশে অনেক সমস্যা রয়েছে ৷ মোদি (PM Narendra Modi) চান সেই খামতি পূরণ করে উন্নয়নের কাজ দ্রুতগতিতে করতে ৷ তাই উন্নয়ন প্রক্রিয়ার গতি শ্লথ হলেই উদ্বিগ্ন হন মোদি ৷ তিনি মোদি জমানায় কেন্দ্রের তরফে নেওয়া একাধিক সরকারি পদক্ষেপের কথা উল্লেখ করেছেন ৷ সেগুলির মাধ্যমে কীভাবে মানুষের উপকার হচ্ছে, তাও জানিয়েছেন ৷

আরও পড়ুন : PM Modi in Germany: ইউরোপ সফরের শুরুতে আজ জার্মানিতে মোদি, কথা হবে নবনির্বাচিত চ্যান্সেলর স্কোলজের সঙ্গে

নয়াদিল্লি, 11 মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নায়ডু (Vice President Venkaiah Naidu Praises PM Narendra Modi) ৷ মোদিকে তিনি একজন ‘ফেনোমেনন’ হিসেবে উল্লেখ করেছেন (VP Naidu says Even detractors of Modi agree he is a phenomenon) ৷ পাশাপাশি মহাত্মা গান্ধির সঙ্গে তুলনা টানলেন প্রধানমন্ত্রীর ৷

বুধবার ‘মোদি @ 20 : ড্রিমস মিটিং ডেলিভারি’ শীর্ষক একটি বই প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বেঙ্কাইয়া নায়ডু (Vice President Venkaiah Naidu) ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷ তাঁর মতে, মোদি যে একজন ‘ফেনোমেনন’ তা মোদির বিরোধীরাও স্বীকার করবেন ৷ পাশাপাশি তাঁর বক্তব্য, মহাত্মা গান্ধি স্বাধীনতা সংগ্রামকে এলিট ক্লাসের হাত থেকে নিয়ে সাধারণের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন ৷ মোদিও উন্নয়নের ধারাকে সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন ৷

পাশাপাশি তাঁর দাবি, গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে উন্নয়নের যে ধারা মোদি শুরু করেছিলেন, তা তিনি এগিয়ে নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবেও ৷ মোদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন ৷ সেকথাও উল্লেখ করেছেন উপ-রাষ্ট্রপতি ৷ তাঁর দাবি, গত 20 বছরে মোদি স্বাধীন ভারতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পেরেছেন ৷

সেই কারণেই তিনি মোদিকে সকলের থেকে আলাদা হিসেবে ব্যাখ্যা করেছেন ৷ সংশ্লিষ্ট বইটিতেও পুঙ্খনাপুঙ্খভাবে মোদির এই যাত্রাপথের উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন বেঙ্কাইয়া নায়ডু ৷ ভারতের মানুষ মোদিকে বিশ্বাস করেন বলেই নোটবন্দির পরও মোদি ভোটে জিততে সক্ষম হয়েছেন বলেও ব্যাখ্যা উপ-রাষ্ট্রপতির ৷

তাছাড়া তিনি জানান, স্বাধীনতার 70 বছর পরও দেশে অনেক সমস্যা রয়েছে ৷ মোদি (PM Narendra Modi) চান সেই খামতি পূরণ করে উন্নয়নের কাজ দ্রুতগতিতে করতে ৷ তাই উন্নয়ন প্রক্রিয়ার গতি শ্লথ হলেই উদ্বিগ্ন হন মোদি ৷ তিনি মোদি জমানায় কেন্দ্রের তরফে নেওয়া একাধিক সরকারি পদক্ষেপের কথা উল্লেখ করেছেন ৷ সেগুলির মাধ্যমে কীভাবে মানুষের উপকার হচ্ছে, তাও জানিয়েছেন ৷

আরও পড়ুন : PM Modi in Germany: ইউরোপ সফরের শুরুতে আজ জার্মানিতে মোদি, কথা হবে নবনির্বাচিত চ্যান্সেলর স্কোলজের সঙ্গে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.