আমেদাবাদ, 15 নভেম্বর: গুজরাতে এবার সরকার গড়বে আপ, ইটিভি ভারত-কে দেওয়া এক সাক্ষাৎকাকে মঙ্গলবার এমনই দাবি করেছেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর প্রতিশ্রুতি, গুজরাতে আপ সরকার গড়লে 1 মার্চ, 2023 থেকে এই রাজ্যে বিদ্যুতের বিল শূন্য হয়ে যাবে ৷ একইসঙ্গে কংগ্রেসকেও কটাক্ষ করেন তিনি । তাঁর মন্তব্য, কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা ! এরকমই গুজরাত বিধানসভা ভোট সংক্রান্ত নানা বিষয় (Gujarat Assembly Election)নিয়ে ইটিভি ভারতের ব্যুরো চিফ ভারত পাঞ্চালকে সাক্ষাৎকার দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও গুজরাতে আপের তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাদভি (Arvind Kejriwal and Isudan Gadhvi interview) ৷
অরবিন্দ কেজরিওয়ালকে প্রশ্ন : গত তিন মাস ধরে আপনি গুজরাতে প্রচার করছেন, এখানে আপনারা কত সিট জিততে পারেন?
উত্তর: "আমরা যা প্রতিশ্রুতি দিচ্ছি গুজরাতবাসী তাতে বিশ্বাস করছেন ৷ এই প্রথম কোনও দল মূল্যবৃদ্ধি কমানোর প্রতিশ্রুতি দিয়েছে এই রাজ্যে ৷ মাস শেষ হওয়ার আগেই 20-25 তারিখে মানুষের টাকা শেষ হয়ে যাচ্ছে ৷ মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে একটি বড় চিন্তার বিষয় ৷ আমরা বলেছি ক্ষমতায় এলে পরের বছর 1 মার্চ থেকে বিদ্যুতের বিল শূন্য করে দেব ৷ তাহলে মানুষের হাতে টাকা বাঁচবে ৷ ভোটাররা আমাদেক কথা বিশ্বাস করছেন ৷ কারণ আমরা ইতিমধ্যেই দিল্লি ও পঞ্জাবে তা করে দেখিয়েছি ৷ দিল্লির সরকারি স্কুলে শিক্ষা ব্যবস্থা উন্নত হয়েছে ৷ অভিভাবকরা বেসরকারি স্কুল থেকে ছেলে মেয়েদের সরকারি স্কুলে পাঠাচ্ছেন ৷ গুজরাতেও আমরা বিনামূল্যে উন্নত শিক্ষা পৌঁছে দেব ৷ আমরা পাড়ায় পাড়ায় স্বাস্থ্য কেন্দ্র বানাব ৷ হাসপাতালের পরিষেবা বাড়াব ৷ এর আগে কোনও দল এই কথা বলেনি ৷
অরবিন্দ কেজরিওয়ালকে প্রশ্ন : গুজরাতে আপ কটি আসন জিততে পারে ?
উত্তর: "জনতা জনার্দনই তা ঠিক করবেন ৷ তবে আমার মনে হয় আমরা গুজরাতে সরকার গড়তে পারব ৷"
অরবিন্দ কেজরিওয়ালকে প্রশ্ন : গুজরাতের কোনও প্রান্ত থেকে বেশি আসন পেতে পারে আম আদমি পার্টি?
উত্তর: "আমরা গুজরাতবাসীর ভোট পাব ৷ শুধু সৌরাষ্ট্র বা দক্ষিণ গুজরাত নয়, পুরো গুজরাত আমাদের ভোট দেবে ৷"
অরবিন্দ কেজরিওয়ালকে প্রশ্ন : পুরনো পেনশন প্ল্যান লাগু নিয়ে আপনি কী বলবেন?
উত্তর: "পঞ্জাবে ইতিমধ্যেই পুরনো পেনশন প্ল্যান লাগু করেছি ৷ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ৷ গুজরাতের সরকারি কর্মীদের আমি বলতে চাই, আমরা ক্ষমতায় আসার এক মাসের মধ্যে গুজরাতে পুরনো পেনশন প্ল্যান লাগু হবে ৷"
অরবিন্দ কেজরিওয়ালকে প্রশ্ন : গুজরাত ও পঞ্জাবের ভোটের মধ্যে ফারাক কথায়?
উত্তর: "সব জায়গায় মানুষের সমস্যা এক ৷ মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য নিয়ে চিন্তা, ছেলে-মেয়ের পড়াশোনার খরচ, ভবিষ্যৎ নিয়ে চিন্তা, চাকরি নিয়ে চিন্তা ৷ আমরা মানুষের কথা বলি, কংগ্রেস-বিজেপি নিজেদের আক্রমণ করে, নিজেদের কথা বলে ৷ সাধারণ মানুষের কথা না বলে ওরা রাজনীতির কথা বলে ৷ ভোটারদের আমরা পরিষ্কার বলছি, যদি আপনারা রাজনীতির কথা চান তাহলে ওদের কাছে যান ৷ যদি শিক্ষা, স্বাস্থ্য, ভালো স্কুল, চাকরি চান তাহলে আমাদের কাছে আসুন ৷"
ইসুদান গাদভিকে প্রশ্ন: চাষিদের আয় বৃদ্ধির কথা বলা হচ্ছে, কিন্তু আয় বাড়লেও মূল্যবৃদ্ধি বেড়েছে এই নিয়ে কী বলবেন?
উত্তর: "আমি বলব বিজেপির কথায় বিশ্বাস না করতে ৷ ওরা এমন এমন আইন এনেছে যাতে চাষিদের আরও সমস্যার মুখে পড়তে হচ্ছে ৷ 27 বছর ধরে এই রাজ্যের মানুষ বিজেপিকে দেখেছে ৷ ওদের নিয়ে মানুষ বিতশ্রদ্ধ ৷ একমাত্র অরবিন্দ কেজরিওয়াল যা বলেন, তাই করেন ৷ গুজরাতবাসীকে বলব আমাদের একবার সুযোগ দিয়ে দেখুন ৷"
অরবিন্দ কেজরিওয়ালকে প্রশ্ন : বলা হচ্ছে আপ কংগ্রেসের ভোট কাটবে, এই নিয়ে কী বলবেন ?
উত্তর: "আমি আপনাদের মাধ্যমে ভোটারদের বলব কংগ্রেসকে ভোট না দিতে ৷ ওদের ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা ৷ কংগ্রেস সরকার গড়বে না, আমরাই সরকার গড়ব ৷ ওদের 5 জন বিধায়ক জিতলেও, পরে বিজেপিতে চলে যাবেন ৷ যাঁরা কংগ্রেসকে ভোট দিতেন তাঁদের বলব আপ'কে ভোট দিতে ৷"
অরবিন্দ কেজরিওয়ালকে প্রশ্ন : যদি গুজরাতে আপের সরকার হয় তবে প্রথম কাজ আপনারা কী করবেন?
উত্তর: বিনামূল্যে বিদ্যুৎ দেব ৷ 1 মার্চ থেকে বিদ্যুতের খরচ শূন্য হয়ে যাবে ৷ যেমনটা দিল্লি ও পঞ্জাবে হয়েছে ৷
সাংবাদিক হিসেবে আগে ইটিভিতে কাজ করেছেন গুজরাতে আপের তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাদভি ৷ সেই কথা স্মরণ করে তিনি ইটিভি ভারতকে ধন্যবাদও জানিয়েছেন ৷