ETV Bharat / bharat

রাজনীতি ছাড়লেন শশীকলা - sashikala

বিধানসভা নির্বাচনের আগেই জয়ললিতার ছায়াসঙ্গী শশীকলা রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করলেন ৷ নির্বাচনের প্রাক্কালে এভাবে রাজনীতি ছাড়ায় হতাশ শশীকলার ভক্তকুল ৷

ভিকে শশীকলা
ভিকে শশীকলা
author img

By

Published : Mar 3, 2021, 10:55 PM IST

চেন্নাই, 3 মার্চ : কলকাতার পাশাপাশি পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ যার মধ্যে রয়েছে তামিলনাডুও ৷ নির্বাচনের হাতে গোনা কয়েকদিন আগেই নাটকীয়ভাবে রাজনীতি ছাড়লেন বহিষ্কৃত এআইএডিএমকে নেত্রী ভিকে শশীকলা ৷

তামিলনাডুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে নেত্রী জয়ললিতার ঘনিষ্ঠ সঙ্গী শশীকলা । কয়েকদিন আগেই জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি ৷ তারপর থেকেই রাজনীতিতে তিনি কী ঘুঁটি সাজাবেন , সেই নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছিল ৷ কিন্তু আজ সব জল্পনায় জল ঢেলে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করলেন তিনি ৷ পাশাপাশি তিনি এআইএডিএমকে ক্যাডারদের ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে ডিএমকে পরাজিত করার বার্তা দিয়েছেন ৷ তিনি দৃঢ় কণ্ঠে জানান , "আম্মার সুশাসন ব্যবস্থা যাতে ভবিষ্যতেও কায়েম থাকে, তার জন্য অহর্নিশি ঈশ্বরের নাম করব।" তামিলবাসীকে এত বছর ধরে তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদও জানান ৷

প্রসঙ্গত, দুর্নীতির দায়ে শশীকলা 4 বছরের কারাদণ্ডে ছিলেন ৷ মুক্তির পর রাজনৈতিক মহলে তাঁর প্রত্যাবর্তন নিয়ে আশায় বুক বাঁধছিল তাঁর ভক্তেরা ৷ তাঁর মাঝে মসনদ ত্যাগের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই হতাশ তাঁর পুরানো দল এআইএডিএমকে ৷

চেন্নাই, 3 মার্চ : কলকাতার পাশাপাশি পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ যার মধ্যে রয়েছে তামিলনাডুও ৷ নির্বাচনের হাতে গোনা কয়েকদিন আগেই নাটকীয়ভাবে রাজনীতি ছাড়লেন বহিষ্কৃত এআইএডিএমকে নেত্রী ভিকে শশীকলা ৷

তামিলনাডুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে নেত্রী জয়ললিতার ঘনিষ্ঠ সঙ্গী শশীকলা । কয়েকদিন আগেই জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি ৷ তারপর থেকেই রাজনীতিতে তিনি কী ঘুঁটি সাজাবেন , সেই নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছিল ৷ কিন্তু আজ সব জল্পনায় জল ঢেলে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করলেন তিনি ৷ পাশাপাশি তিনি এআইএডিএমকে ক্যাডারদের ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে ডিএমকে পরাজিত করার বার্তা দিয়েছেন ৷ তিনি দৃঢ় কণ্ঠে জানান , "আম্মার সুশাসন ব্যবস্থা যাতে ভবিষ্যতেও কায়েম থাকে, তার জন্য অহর্নিশি ঈশ্বরের নাম করব।" তামিলবাসীকে এত বছর ধরে তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদও জানান ৷

প্রসঙ্গত, দুর্নীতির দায়ে শশীকলা 4 বছরের কারাদণ্ডে ছিলেন ৷ মুক্তির পর রাজনৈতিক মহলে তাঁর প্রত্যাবর্তন নিয়ে আশায় বুক বাঁধছিল তাঁর ভক্তেরা ৷ তাঁর মাঝে মসনদ ত্যাগের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই হতাশ তাঁর পুরানো দল এআইএডিএমকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.