দিল্লি, 14 জানুয়ারি : সংবাদ শিরোনামে বিরুষ্কা৷ সদ্য কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি অনুষ্কা শর্মা৷ তাই তিনি ও তাঁর স্বামী বিরাট কোহলি খবরের শিরোনামে থাকবেন সেটাই তো স্বাভাবিক! কিন্তু সম্পূর্ণ অন্য কারণে ভারতীয় সেলেবদের মধ্যে বহুচর্চিত জুটি খবরে চলে এলেন৷ তাঁদের ছবি ব্যবহার করা হল ‘জঙ্গি’ হিসেবে৷
হ্যাঁ, ঠিকই পড়েছেন৷ ‘জঙ্গি’ হিসেবেই ব্যবহার করা হয়েছে তাঁদের ছবি৷ সম্প্রতি জয়েশ-ই-মহম্মদের দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয় জম্মু ও কাশ্মীর থেকে৷ সেই খবরই প্রকাশিত হয়েছিল একটি ইংরেজি দৈনিকে৷ আর সেই খবরের সঙ্গে ব্যবহার করা হয়েছে বিরুষ্কার ছবি৷
আরও পড়ুন : 25 বছরের রেকর্ড ভেঙে শীতলতম শ্রীনগরের তাপমাত্রা মাইনাস 8.4
স্বাভাবিক ভাবেই এই নিয়ে হইচই পড়ে গিয়েছে৷ সোশাল মিডিয়ায় এই নিয়ে সংবাদমাধ্যমকে তোপ দেগে মস্করা-কটাক্ষ চলছে৷ যদিও কোন সংবাদপত্র এমন ভুল করেছে, তা জানা যায়নি৷ আর এই নিয়ে সদ্য কন্যাসন্তানের মা-বাবা হওয়া অনুষ্কা ও বিরাট কী ভাবছে, সেই বিষয়েও কোনও কিছু সামনে আসেনি৷