ETV Bharat / bharat

Virat-Anushka Visit Mahakaleshwar Temple: মহাকালেশ্বরে পুজো দিলেন বিরাট-অনুষ্কা, মন্দিরের গর্ভগৃহে নিলেন আর্শীবাদ - মন্দির দর্শন সারলেন বিরাট

ইন্দোর টেস্ট আড়াই দিনের আগেই শেষ হয়ে গিয়েছে। সেই সুযোগে মধ্য প্রদেশের মহাকালেশ্বর জ্য়োতির্লিঙ্গ মন্দিরে পুজো দিলেন সস্ত্রীক বিরাট কোহলি। উজ্জয়িনীর 12 জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়ে তাঁরা ভস্ম আরতিতে অংশ নেন ৷ সামনেই চতুর্থ টেস্ট তার আগে মন্দির দর্শন সারলেন বিরাট (Virat-Anushka Visit Mahakaleshwar Temple) ৷

Virat Anushka Visit Mahakaleshwar Temple
মহাকালেশ্বরে পুজো দিলেন বিরাট অনুষ্কা
author img

By

Published : Mar 4, 2023, 10:14 AM IST

Updated : Mar 4, 2023, 11:27 AM IST

উজ্জয়িনী, 4 মার্চ: সামনেই ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচ ৷ তার আগেই সস্ত্রীক উজ্জয়িনীর মহাকাল জ্যোতির্লিঙ্গ মন্দিরে গেলেন বিরাট কোহলি। ইন্দোর টেস্ট আড়াই দিনের আগেই শেষ হয়ে গিয়েছে। ফর্মে না-থাকা বিরাট কোহলিকে নিয়েও উঠেছে প্রশ্ন। তবে কি রানে ফিরতেই মহাকালের কাছে পুজো দিলেন বিরাট কোহলি ? এদিন হাজার হাজার ভক্তের সঙ্গে পুজো দিতে দেখা যায় বিরুষ্কাকে (Virat-Anushka Visit Mahakaleshwar Temple)।

এনিয়ে অনুষ্কা সংবাদমাধ্যমকে পরে এই বিষয়ে বলেন, "আমরা এখানে মহাকাল মন্দিরে প্রার্থনা জানাতে এবং দর্শনের জন্য এসেছি।" মহাকাল মন্দিরে তাঁরা যে প্রার্থনা জানাতে গিয়েছিলেন সেখানকার একাধিক ভিডিয়ো এবং ছবি ভাইরাল হয়েছে। তাঁদের মন্দিরের দরজার কাছে অন্যান্য ভক্তদের সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছে এই ভিডিয়োয়। অনুষ্কা এদিন বেবি পিঙ্ক কালারের শাড়ি পরেছিলেন। তাঁর পাশে বিরাটকে গিয়েছে, সাদা ধুতি ও গেঞ্জি পরে বসে থাকতে দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিয়োতে মন্দির চত্বরে তাঁদের সঙ্গে আরও অনেক দর্শনার্থীদের দেখা গিয়েছে।

তবে, বিরাট ও অনুষ্কা যে ধর্মপ্রাণ মানুষ তা কিন্তু বহুবার সামনে এসেছে ৷ এবছরের শুরুতে, বিরুষ্কা তাঁদের মেয়ে ভামিকার সঙ্গে ঋষিকেশ এবং বৃন্দাবনও গিয়েছিলেন। বৃন্দাবনে থাকাকালীন, তাঁরা বাবা নিম করোলির আশ্রমেও গিয়েছিলেন ৷ পাশপাশি, ঋষিকেশেও তাঁরা স্বামী দয়ানন্দ আশ্রম দর্শনে গিয়েছিলেন ৷ প্রসঙ্গত, দিন কয়েক আগে অনুষ্কা এবং বিরাট চর্চার মধ্যে উঠে এসেছিলেন। বিরাট সম্প্রতি অনুষ্কাকে নিয়ে একটি বড় মন্তব্য করেন। তিনি তাঁর বেটার হাফের প্রশংসা করে বলেন মা হিসেবে অভিনেত্রী ঠিক কী কী আত্মত্যাগ করেছেন।

আরও পড়ুন: রানে ফিরতে মরিয়া রাহুল! ইন্দোর টেস্টের আগে সস্ত্রীক পুজো দিলেন মহাকালেশ্বরে

তাঁর কথা অনুযায়ী গত দুই বছরে অনুষ্কা অনেক কিছু ছেড়ে দিয়েছেন কেবল সন্তানের জন্য। তাই বিরাট জানান, স্ত্রীর দিকে যখন তাকান তখন তাঁর জীবনে থাকা সমস্যাগুলোকে আর সমস্যা বলে মনে হয় না। অন্যদিকে, আগামীতে অনুষ্কাকে ঝুলন চরিত্রে দেখা যেতে চলেছে। তাঁর নতুন ছবি চাকদা এক্সপ্রেস মুক্তি পাচ্ছে শীঘ্রই। যদিও কবে এই ছবি ওটিটি মাধ্যমে আসবে সেটা জানা যায়নি। এই প্রথমবার তিনি পর্দায় কোনও খেলোয়াড় তথা ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে চলেছেন।

উজ্জয়িনী, 4 মার্চ: সামনেই ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচ ৷ তার আগেই সস্ত্রীক উজ্জয়িনীর মহাকাল জ্যোতির্লিঙ্গ মন্দিরে গেলেন বিরাট কোহলি। ইন্দোর টেস্ট আড়াই দিনের আগেই শেষ হয়ে গিয়েছে। ফর্মে না-থাকা বিরাট কোহলিকে নিয়েও উঠেছে প্রশ্ন। তবে কি রানে ফিরতেই মহাকালের কাছে পুজো দিলেন বিরাট কোহলি ? এদিন হাজার হাজার ভক্তের সঙ্গে পুজো দিতে দেখা যায় বিরুষ্কাকে (Virat-Anushka Visit Mahakaleshwar Temple)।

এনিয়ে অনুষ্কা সংবাদমাধ্যমকে পরে এই বিষয়ে বলেন, "আমরা এখানে মহাকাল মন্দিরে প্রার্থনা জানাতে এবং দর্শনের জন্য এসেছি।" মহাকাল মন্দিরে তাঁরা যে প্রার্থনা জানাতে গিয়েছিলেন সেখানকার একাধিক ভিডিয়ো এবং ছবি ভাইরাল হয়েছে। তাঁদের মন্দিরের দরজার কাছে অন্যান্য ভক্তদের সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছে এই ভিডিয়োয়। অনুষ্কা এদিন বেবি পিঙ্ক কালারের শাড়ি পরেছিলেন। তাঁর পাশে বিরাটকে গিয়েছে, সাদা ধুতি ও গেঞ্জি পরে বসে থাকতে দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিয়োতে মন্দির চত্বরে তাঁদের সঙ্গে আরও অনেক দর্শনার্থীদের দেখা গিয়েছে।

তবে, বিরাট ও অনুষ্কা যে ধর্মপ্রাণ মানুষ তা কিন্তু বহুবার সামনে এসেছে ৷ এবছরের শুরুতে, বিরুষ্কা তাঁদের মেয়ে ভামিকার সঙ্গে ঋষিকেশ এবং বৃন্দাবনও গিয়েছিলেন। বৃন্দাবনে থাকাকালীন, তাঁরা বাবা নিম করোলির আশ্রমেও গিয়েছিলেন ৷ পাশপাশি, ঋষিকেশেও তাঁরা স্বামী দয়ানন্দ আশ্রম দর্শনে গিয়েছিলেন ৷ প্রসঙ্গত, দিন কয়েক আগে অনুষ্কা এবং বিরাট চর্চার মধ্যে উঠে এসেছিলেন। বিরাট সম্প্রতি অনুষ্কাকে নিয়ে একটি বড় মন্তব্য করেন। তিনি তাঁর বেটার হাফের প্রশংসা করে বলেন মা হিসেবে অভিনেত্রী ঠিক কী কী আত্মত্যাগ করেছেন।

আরও পড়ুন: রানে ফিরতে মরিয়া রাহুল! ইন্দোর টেস্টের আগে সস্ত্রীক পুজো দিলেন মহাকালেশ্বরে

তাঁর কথা অনুযায়ী গত দুই বছরে অনুষ্কা অনেক কিছু ছেড়ে দিয়েছেন কেবল সন্তানের জন্য। তাই বিরাট জানান, স্ত্রীর দিকে যখন তাকান তখন তাঁর জীবনে থাকা সমস্যাগুলোকে আর সমস্যা বলে মনে হয় না। অন্যদিকে, আগামীতে অনুষ্কাকে ঝুলন চরিত্রে দেখা যেতে চলেছে। তাঁর নতুন ছবি চাকদা এক্সপ্রেস মুক্তি পাচ্ছে শীঘ্রই। যদিও কবে এই ছবি ওটিটি মাধ্যমে আসবে সেটা জানা যায়নি। এই প্রথমবার তিনি পর্দায় কোনও খেলোয়াড় তথা ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে চলেছেন।

Last Updated : Mar 4, 2023, 11:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.